নয়াদিল্লি ও ইম্ফল, 30 সেপ্টেম্বর: "নীরব সম্রাটের তিলক থেকে মণিপুরের রক্তের গন্ধ বেরচ্ছে", সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একথাই লিখলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ গত কয়েকমাস ধরে অশান্ত মণিপুর এখনও উত্তপ্ত ৷ এমনই আবহে চলতি সপ্তাহের প্রথম দিনে সামাজিক মাধ্যমে দুই পড়ুয়ার মৃতদেহের ছবি ভাইরাল হয় ৷ তারা মেইতেই সম্প্রদায়ের ৷
জুলাই মাস থেকে তারা নিখোঁজ ছিল ৷ এই দুই পড়ুয়ার মধ্যে একজন নাবালিকা ৷ দুষ্কৃতীরা নৃশংস ভাবে তাদের হত্যা করেছে ৷ ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একজনের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে ৷ এই ঘটনার পর থেকে বিক্ষোভে নেমেছে উত্তর-পূর্বের এই রাজ্যটির পড়ুয়ারা ৷
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি ৷ এনিয়ে সামাজিক মাধ্যমে সরব হলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি লেখেন, "মণিপুর এখনও জ্বলছে ৷ আর নীরব সম্রাটের তিলক থেকে মণিপুরের রক্তের গন্ধ বেরচ্ছে ৷ ভারত জেগে ওঠে ৷ এরা আমাদের ভাই- বোন ৷"
-
Manipur is still burning. The silent Emperor’s tilak reeks of the blood of Manipur.
— Mahua Moitra (@MahuaMoitra) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Wake up India. These are OUR brothers and sisters. pic.twitter.com/LP57kojzGI
">Manipur is still burning. The silent Emperor’s tilak reeks of the blood of Manipur.
— Mahua Moitra (@MahuaMoitra) September 30, 2023
Wake up India. These are OUR brothers and sisters. pic.twitter.com/LP57kojzGIManipur is still burning. The silent Emperor’s tilak reeks of the blood of Manipur.
— Mahua Moitra (@MahuaMoitra) September 30, 2023
Wake up India. These are OUR brothers and sisters. pic.twitter.com/LP57kojzGI
এর সঙ্গে মহুয়া একটি ছবি পোস্ট করেছেন ৷ তাতে কয়েকজন তরুণ-তরুণীর হাতে একটি পোস্টার ধরা রয়েছে ৷ সেই পোস্টারে লেখা 'ভারত উজ্জ্বল হচ্ছে ৷ আর মণিপুর জ্বলছে' ৷
3 মে থেকে অশান্ত মণিপুর ৷ মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৷ দেড়শোরও বেশি মানুষের প্রাণ গিয়েছে ৷
মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম মন্তব্য করেন 20 অগস্ট পুরনো সংসদ ভবনের বাইরে ৷ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন ৷ এরপর সংসদের মধ্যে 10 সেপ্টেম্বর তাঁর বক্তৃতায় খুব সামান্য সময়ের জন্য মণিপুর ইস্যু নিয়ে বলেন ৷
সোমবার মেইতেই পড়ুয়াদের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর ৷ তবে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় দোষীদের ধরে যথোপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করবেন ৷ মণিপুরে কঠোর আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা জারি ছিল ৷ সম্প্রতি উত্তর-পূর্বের কয়েকটি জায়গায় তার মেয়াদ আরও ছ'মাস বাড়ানো হয়েছে ৷
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে অসঙ্গত মন্তব্য, অশান্ত মণিপুরে বরখাস্ত চিকিৎসক