ETV Bharat / bharat

Mahua Moitra on Manipur: 'নীরব রাজার তিলকে মণিপুরের রক্ত', সোশাল মিডিয়ায় তোপ মহুয়ার - তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র

সম্প্রতি মেইতেই সম্প্রদায়ের দুই পড়ুয়ার মৃতদেহের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ৷ এরপর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে, এই প্রসঙ্গে নাম না করে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ।

ETV Bharat
মণিপুর নিয়ে সরব মহুয়া মৈত্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 11:02 AM IST

Updated : Sep 30, 2023, 1:58 PM IST

নয়াদিল্লি ও ইম্ফল, 30 সেপ্টেম্বর: "নীরব সম্রাটের তিলক থেকে মণিপুরের রক্তের গন্ধ বেরচ্ছে", সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একথাই লিখলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ গত কয়েকমাস ধরে অশান্ত মণিপুর এখনও উত্তপ্ত ৷ এমনই আবহে চলতি সপ্তাহের প্রথম দিনে সামাজিক মাধ্যমে দুই পড়ুয়ার মৃতদেহের ছবি ভাইরাল হয় ৷ তারা মেইতেই সম্প্রদায়ের ৷

জুলাই মাস থেকে তারা নিখোঁজ ছিল ৷ এই দুই পড়ুয়ার মধ্যে একজন নাবালিকা ৷ দুষ্কৃতীরা নৃশংস ভাবে তাদের হত্যা করেছে ৷ ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একজনের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে ৷ এই ঘটনার পর থেকে বিক্ষোভে নেমেছে উত্তর-পূর্বের এই রাজ্যটির পড়ুয়ারা ৷

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি ৷ এনিয়ে সামাজিক মাধ্যমে সরব হলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি লেখেন, "মণিপুর এখনও জ্বলছে ৷ আর নীরব সম্রাটের তিলক থেকে মণিপুরের রক্তের গন্ধ বেরচ্ছে ৷ ভারত জেগে ওঠে ৷ এরা আমাদের ভাই- বোন ৷"

  • Manipur is still burning. The silent Emperor’s tilak reeks of the blood of Manipur.
    Wake up India. These are OUR brothers and sisters. pic.twitter.com/LP57kojzGI

    — Mahua Moitra (@MahuaMoitra) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর সঙ্গে মহুয়া একটি ছবি পোস্ট করেছেন ৷ তাতে কয়েকজন তরুণ-তরুণীর হাতে একটি পোস্টার ধরা রয়েছে ৷ সেই পোস্টারে লেখা 'ভারত উজ্জ্বল হচ্ছে ৷ আর মণিপুর জ্বলছে' ৷

3 মে থেকে অশান্ত মণিপুর ৷ মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৷ দেড়শোরও বেশি মানুষের প্রাণ গিয়েছে ৷

মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম মন্তব্য করেন 20 অগস্ট পুরনো সংসদ ভবনের বাইরে ৷ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন ৷ এরপর সংসদের মধ্যে 10 সেপ্টেম্বর তাঁর বক্তৃতায় খুব সামান্য সময়ের জন্য মণিপুর ইস্যু নিয়ে বলেন ৷

সোমবার মেইতেই পড়ুয়াদের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর ৷ তবে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় দোষীদের ধরে যথোপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করবেন ৷ মণিপুরে কঠোর আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা জারি ছিল ৷ সম্প্রতি উত্তর-পূর্বের কয়েকটি জায়গায় তার মেয়াদ আরও ছ'মাস বাড়ানো হয়েছে ৷

আরও পড়ুন: সামাজিক মাধ্যমে অসঙ্গত মন্তব্য, অশান্ত মণিপুরে বরখাস্ত চিকিৎসক

নয়াদিল্লি ও ইম্ফল, 30 সেপ্টেম্বর: "নীরব সম্রাটের তিলক থেকে মণিপুরের রক্তের গন্ধ বেরচ্ছে", সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একথাই লিখলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ গত কয়েকমাস ধরে অশান্ত মণিপুর এখনও উত্তপ্ত ৷ এমনই আবহে চলতি সপ্তাহের প্রথম দিনে সামাজিক মাধ্যমে দুই পড়ুয়ার মৃতদেহের ছবি ভাইরাল হয় ৷ তারা মেইতেই সম্প্রদায়ের ৷

জুলাই মাস থেকে তারা নিখোঁজ ছিল ৷ এই দুই পড়ুয়ার মধ্যে একজন নাবালিকা ৷ দুষ্কৃতীরা নৃশংস ভাবে তাদের হত্যা করেছে ৷ ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একজনের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে ৷ এই ঘটনার পর থেকে বিক্ষোভে নেমেছে উত্তর-পূর্বের এই রাজ্যটির পড়ুয়ারা ৷

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি ৷ এনিয়ে সামাজিক মাধ্যমে সরব হলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি লেখেন, "মণিপুর এখনও জ্বলছে ৷ আর নীরব সম্রাটের তিলক থেকে মণিপুরের রক্তের গন্ধ বেরচ্ছে ৷ ভারত জেগে ওঠে ৷ এরা আমাদের ভাই- বোন ৷"

  • Manipur is still burning. The silent Emperor’s tilak reeks of the blood of Manipur.
    Wake up India. These are OUR brothers and sisters. pic.twitter.com/LP57kojzGI

    — Mahua Moitra (@MahuaMoitra) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর সঙ্গে মহুয়া একটি ছবি পোস্ট করেছেন ৷ তাতে কয়েকজন তরুণ-তরুণীর হাতে একটি পোস্টার ধরা রয়েছে ৷ সেই পোস্টারে লেখা 'ভারত উজ্জ্বল হচ্ছে ৷ আর মণিপুর জ্বলছে' ৷

3 মে থেকে অশান্ত মণিপুর ৷ মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৷ দেড়শোরও বেশি মানুষের প্রাণ গিয়েছে ৷

মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম মন্তব্য করেন 20 অগস্ট পুরনো সংসদ ভবনের বাইরে ৷ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন ৷ এরপর সংসদের মধ্যে 10 সেপ্টেম্বর তাঁর বক্তৃতায় খুব সামান্য সময়ের জন্য মণিপুর ইস্যু নিয়ে বলেন ৷

সোমবার মেইতেই পড়ুয়াদের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর ৷ তবে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় দোষীদের ধরে যথোপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করবেন ৷ মণিপুরে কঠোর আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা জারি ছিল ৷ সম্প্রতি উত্তর-পূর্বের কয়েকটি জায়গায় তার মেয়াদ আরও ছ'মাস বাড়ানো হয়েছে ৷

আরও পড়ুন: সামাজিক মাধ্যমে অসঙ্গত মন্তব্য, অশান্ত মণিপুরে বরখাস্ত চিকিৎসক

Last Updated : Sep 30, 2023, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.