ETV Bharat / bharat

Mahua Moitra: 2 তারিখ এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন, জানালেন মহুয়া

হিরানন্দানি শিল্পগোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে লোকসভায় ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ৷ লোকসভার এথিক্স কমিটি এই অভিযোগের তদন্তে তাঁকে 2 নভেম্বর তলব করেছে ৷

ETV Bharat
মহুয়া মৈত্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 5:10 PM IST

কলকাতা, 31 অক্টোবর: ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় 2 নভেম্বর লোকসভার এথিক্স কমিটির সামনে তিনি হাজিরা দেবেন ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওইদিন সকাল 11টায় এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন মহুয়া ৷ এর আগে 31 অক্টোবর তাঁকে তলব করেছিল এথিক্স কমিটি ৷ কিন্তু পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় এদিন তিনি হাজিরা দিতে পারেননি ৷ পরিবর্তে তাঁকে 2 নভেম্বর তলব করা হয় ৷

  • Writing officially to @loksabhaspeaker @ombirlakota requesting he follow RajDharma to protect Opposition MPs & summon @HMOIndia officials ASAP on our phones/email being hacked. Priveleges Committee needs to take up. @AshwiniVaishnaw this is real breach you need to worry about.

    — Mahua Moitra (@MahuaMoitra) October 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, মহুয়া মৈত্রের অনা ফোইফোন হ্যাকিংয়ের অভিযোগকে কেন্দ্র করে এদিন উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি ৷ এই প্রসঙ্গে রাজধর্ম পালনের কর্তব্যের কথা মনে করিয়ে দিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিচ্ছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার সোশাল মিডিয়া এক্সে এক বার্তায় মহুয়া জানিয়েছেন, বিরোধী সাংসদদের সুরক্ষা দেওয়ার কর্তব্যের কথা তিনি স্পিকারকে স্মরণ করিয়ে দিতে চান ৷ ফোন হ্যাকিংয়ের ঘটনায় লোকসভার প্রিভিলেজ কমিটি স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের তলব করুক এমন দাবিও করেছেন মহুয়া ৷

এদিন তাঁর এক্স হ্যান্ডেল লেখেন, "লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিচ্ছি, তাঁকে অনুরোধ বিরোধী সাংসদের সুরক্ষা দিতে তিনি রাজধর্ম পালন করুন ৷ আমাদের ফোন, ই-মেল হ্যাকিংয়ের ঘটনায় যতদ্রুত সম্ভব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের তলব করা হোক ৷ বিষয়টি প্রিভিলেজ কমিটির দেখা উচিত ৷ " একই সঙ্গে এই বার্তায় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বীনি বৈষ্ণবকেও ট্যাগ করে মহুয়া বলেছেন, এই বিষয়ে তাঁরও উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে ৷

আরও পড়ুন: মানহানির মামলায় সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার মহুয়ার

উল্লেখ্য, এদিন সকালেই কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন, সরকার তাঁর আইফোন হ্যাক করতে চায়, আইফোনে অ্যাপলের তরফে এমনই সতর্কবার্তা তিনি পেয়েছেন ফোন ও ই-মেল মারফৎ ৷ এক্ষেত্রে মহুয়ার দাবি ছিল, রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা তাঁর ফোনকে টার্গেট করছে এমনই বার্তা অ্যাপলের তরফে তাঁকে দেওয়া হয়েছে ৷

কলকাতা, 31 অক্টোবর: ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় 2 নভেম্বর লোকসভার এথিক্স কমিটির সামনে তিনি হাজিরা দেবেন ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওইদিন সকাল 11টায় এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন মহুয়া ৷ এর আগে 31 অক্টোবর তাঁকে তলব করেছিল এথিক্স কমিটি ৷ কিন্তু পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় এদিন তিনি হাজিরা দিতে পারেননি ৷ পরিবর্তে তাঁকে 2 নভেম্বর তলব করা হয় ৷

  • Writing officially to @loksabhaspeaker @ombirlakota requesting he follow RajDharma to protect Opposition MPs & summon @HMOIndia officials ASAP on our phones/email being hacked. Priveleges Committee needs to take up. @AshwiniVaishnaw this is real breach you need to worry about.

    — Mahua Moitra (@MahuaMoitra) October 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, মহুয়া মৈত্রের অনা ফোইফোন হ্যাকিংয়ের অভিযোগকে কেন্দ্র করে এদিন উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি ৷ এই প্রসঙ্গে রাজধর্ম পালনের কর্তব্যের কথা মনে করিয়ে দিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিচ্ছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার সোশাল মিডিয়া এক্সে এক বার্তায় মহুয়া জানিয়েছেন, বিরোধী সাংসদদের সুরক্ষা দেওয়ার কর্তব্যের কথা তিনি স্পিকারকে স্মরণ করিয়ে দিতে চান ৷ ফোন হ্যাকিংয়ের ঘটনায় লোকসভার প্রিভিলেজ কমিটি স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের তলব করুক এমন দাবিও করেছেন মহুয়া ৷

এদিন তাঁর এক্স হ্যান্ডেল লেখেন, "লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিচ্ছি, তাঁকে অনুরোধ বিরোধী সাংসদের সুরক্ষা দিতে তিনি রাজধর্ম পালন করুন ৷ আমাদের ফোন, ই-মেল হ্যাকিংয়ের ঘটনায় যতদ্রুত সম্ভব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের তলব করা হোক ৷ বিষয়টি প্রিভিলেজ কমিটির দেখা উচিত ৷ " একই সঙ্গে এই বার্তায় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বীনি বৈষ্ণবকেও ট্যাগ করে মহুয়া বলেছেন, এই বিষয়ে তাঁরও উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে ৷

আরও পড়ুন: মানহানির মামলায় সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার মহুয়ার

উল্লেখ্য, এদিন সকালেই কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন, সরকার তাঁর আইফোন হ্যাক করতে চায়, আইফোনে অ্যাপলের তরফে এমনই সতর্কবার্তা তিনি পেয়েছেন ফোন ও ই-মেল মারফৎ ৷ এক্ষেত্রে মহুয়ার দাবি ছিল, রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা তাঁর ফোনকে টার্গেট করছে এমনই বার্তা অ্যাপলের তরফে তাঁকে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.