ETV Bharat / bharat

কৃষি আইন বাতিলে সাহস দেখাক কেন্দ্র, স্বাধীকার ভঙ্গের নোটিসের পালটা টুইট মহুয়ার - TMC

লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস এনেছে বিজেপি৷ এই নিয়ে ওই সাংসদ পালটা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন৷ টুইটে লিখলেন, ‘‘সত্যিকারের সাহস দেখাক ট্রেজারি বেঞ্চ এবং পারলে কৃষি আইন বাতিল করতে প্রস্তাব আনুক৷’’

মহুয়া মৈত্র
মহুয়া মৈত্র
author img

By

Published : Feb 11, 2021, 8:54 PM IST

Updated : Feb 11, 2021, 10:03 PM IST

দিল্লি, 11 ফেব্রুয়ারি : লোকসভায় স্বাধীকার ভঙ্গের ইশুতে নিজের অবস্থানে অনড় মহুয়া মৈত্র৷ টুইটারে পর পর তিনটি টুইট করে নিজের মনোভাব বৃহস্পতিবার তুলে ধরলেন কৃষ্ণনগরের সাংসদ৷ টুইট করে পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে৷ তিনি লিখেছেন, ‘‘সত্যিকারের সাহস দেখাক ট্রেজারি বেঞ্চ এবং পারলে কৃষি আইন বাতিল করতে প্রস্তাব আনুক৷’’

  • No - it is not “shameful” to speak truth backed by affidavit signed by victim & given to 22 SC judges detailing sexual harassment by ex-CJI
    No place for misogyny in parliament pic.twitter.com/N8PctSWaON

    — Mahua Moitra (@MahuaMoitra) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারের বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন৷ আর বিভিন্ন ইশুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন৷ আর তা করতে গিয়েই তিনি টেনে আনেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম৷

সংসদের নিয়ম অনুযায়ী, এই ভাবে উচ্চ পদমর্যাদার কোনও সম্মানীয় ব্যক্তির নাম করে আক্রমণ করা যায় না৷ এই নিয়ে সোমবারই মহুয়ার বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিস দেওয়ার পরিকল্পনা করেছিল সরকার৷ কিন্তু পরে সরকার সেখান থেকে পিছু হঠে৷ কারণ, রঞ্জন গগৈ এখন আর উচ্চ পদমর্যাদার নন৷ মহুয়া মৈত্রও পরে জানিয়েছিলেন যে তিনি আসলে সামগ্রিক ভাবে বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলতে চেয়েছিলেন৷

  • It is a privilege to be elected to Lok Sabha & remind GoI that India is for her farmers & anything that harms farmers’ cause is a breach

    — Mahua Moitra (@MahuaMoitra) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু বুধবার এক বিজেপি সাংসদ লোকসভায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস দেন৷ তারই পালটা বৃহস্পতিবার টুইটে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছোঁড়েন এই সাংসদ৷ টুইটারে তাঁর দাবি, তিনি কোনও লজ্জাজনক কাজ করেননি৷ বরং একজন অভিযুক্তর বয়ানই জানিয়েছেন৷ যা ছিল দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সম্বন্ধে৷

  • Let treasury benches show true courage & bring in motion to repeal farm laws

    — Mahua Moitra (@MahuaMoitra) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরের টুইটে তিনি লেখেন, লোকসভার সাংসদ হওয়া খুবই সৌভাগ্যের৷ আর তিনি ভারত সরকারকে মনে করিয়ে দিতে চান যে কৃষকদের স্বার্থে আঘাত লাগে এমন কোনও ঘটনাও প্রতারণার সামিল৷ আর তারপরই তাঁর টুইট, ‘‘সত্যিকারের সাহস দেখাক ট্রেজারি বেঞ্চ এবং পারলে কৃষি আইন বাতিল করতে প্রস্তাব আনুক৷’’

আরও পড়ুন : মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভার স্বাধীকার ভঙ্গের নোটিস বিজেপি সাংসদের

তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হতে পারে, এই বিষয়টি জানতে পারার পর সোমবার মহুয়া টুইটে প্রতিক্রিয়া দিয়েছিলেন৷ তিনি লেখেন, ‘‘ভারতের অন্ধকারতম ঘণ্টায় সত্যি বলার জন্য আমার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হলে, সেটা আমার জন্য সৌভাগ্যের হবে৷’’

দিল্লি, 11 ফেব্রুয়ারি : লোকসভায় স্বাধীকার ভঙ্গের ইশুতে নিজের অবস্থানে অনড় মহুয়া মৈত্র৷ টুইটারে পর পর তিনটি টুইট করে নিজের মনোভাব বৃহস্পতিবার তুলে ধরলেন কৃষ্ণনগরের সাংসদ৷ টুইট করে পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে৷ তিনি লিখেছেন, ‘‘সত্যিকারের সাহস দেখাক ট্রেজারি বেঞ্চ এবং পারলে কৃষি আইন বাতিল করতে প্রস্তাব আনুক৷’’

  • No - it is not “shameful” to speak truth backed by affidavit signed by victim & given to 22 SC judges detailing sexual harassment by ex-CJI
    No place for misogyny in parliament pic.twitter.com/N8PctSWaON

    — Mahua Moitra (@MahuaMoitra) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারের বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন৷ আর বিভিন্ন ইশুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন৷ আর তা করতে গিয়েই তিনি টেনে আনেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম৷

সংসদের নিয়ম অনুযায়ী, এই ভাবে উচ্চ পদমর্যাদার কোনও সম্মানীয় ব্যক্তির নাম করে আক্রমণ করা যায় না৷ এই নিয়ে সোমবারই মহুয়ার বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিস দেওয়ার পরিকল্পনা করেছিল সরকার৷ কিন্তু পরে সরকার সেখান থেকে পিছু হঠে৷ কারণ, রঞ্জন গগৈ এখন আর উচ্চ পদমর্যাদার নন৷ মহুয়া মৈত্রও পরে জানিয়েছিলেন যে তিনি আসলে সামগ্রিক ভাবে বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলতে চেয়েছিলেন৷

  • It is a privilege to be elected to Lok Sabha & remind GoI that India is for her farmers & anything that harms farmers’ cause is a breach

    — Mahua Moitra (@MahuaMoitra) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু বুধবার এক বিজেপি সাংসদ লোকসভায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস দেন৷ তারই পালটা বৃহস্পতিবার টুইটে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছোঁড়েন এই সাংসদ৷ টুইটারে তাঁর দাবি, তিনি কোনও লজ্জাজনক কাজ করেননি৷ বরং একজন অভিযুক্তর বয়ানই জানিয়েছেন৷ যা ছিল দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সম্বন্ধে৷

  • Let treasury benches show true courage & bring in motion to repeal farm laws

    — Mahua Moitra (@MahuaMoitra) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরের টুইটে তিনি লেখেন, লোকসভার সাংসদ হওয়া খুবই সৌভাগ্যের৷ আর তিনি ভারত সরকারকে মনে করিয়ে দিতে চান যে কৃষকদের স্বার্থে আঘাত লাগে এমন কোনও ঘটনাও প্রতারণার সামিল৷ আর তারপরই তাঁর টুইট, ‘‘সত্যিকারের সাহস দেখাক ট্রেজারি বেঞ্চ এবং পারলে কৃষি আইন বাতিল করতে প্রস্তাব আনুক৷’’

আরও পড়ুন : মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভার স্বাধীকার ভঙ্গের নোটিস বিজেপি সাংসদের

তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হতে পারে, এই বিষয়টি জানতে পারার পর সোমবার মহুয়া টুইটে প্রতিক্রিয়া দিয়েছিলেন৷ তিনি লেখেন, ‘‘ভারতের অন্ধকারতম ঘণ্টায় সত্যি বলার জন্য আমার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হলে, সেটা আমার জন্য সৌভাগ্যের হবে৷’’

Last Updated : Feb 11, 2021, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.