ETV Bharat / bharat

মহারাষ্ট্রের আরও বেশি ‘পদ্ম সম্মান’ পাওয়া উচিত ছিল : রাউত - পদ্মভূষণ

সঞ্জয় রাউত বলেন, ‘‘দেশ ও বিদেশের বিভিন্ন ক্ষেত্রে মহারাষ্ট্রের অবদান অপরিসীম ৷ কিন্তু, এবছর রাজ্য়কে মাত্র 6টি পদ্ম সম্মান প্রদান করা হয়েছে ৷ অন্তত 10-12 জন পদ্ম সম্মান মহারাষ্ট্র থেকে পাওয়ার যোগ্য় ছিলেন ৷’’

maharashtra-should-have-got-more-padma-awards-sanjay-raut
মহারাষ্ট্রের আরও বেশি ‘পদ্ম সম্মান’ পাওয়া উচিত ছিল : সঞ্জয় রাউত
author img

By

Published : Jan 26, 2021, 7:23 PM IST

মুম্বই, 26 জানুয়ারি : মহারাষ্ট্র থেকে মাত্র 6 জনকে পদ্ম সম্মানে ভূষিত করা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন শিবসেনা মুখপাত্র তথা রাজ্য়সভার সাংসদ সঞ্জয় রাউত ৷ তাঁর মতে মহারাষ্ট্র আরও বেশি পদ্ম সম্মান পাওয়ার দাবি রাখে ৷ এ নিয়ে সঞ্জয় রাউত বলেন, ‘‘দেশ ও বিদেশের বিভিন্ন ক্ষেত্রে মহারাষ্ট্রের অবদান অপরিসীম ৷ কিন্তু, এবছর রাজ্য়কে মাত্র 6টি পদ্ম সম্মান প্রদান করা হয়েছে ৷ অন্তত 10-12 জন পদ্ম সম্মান মহারাষ্ট্র থেকে পাওয়ার যোগ্য় ছিলেন ৷’’

ভারত সরকার মোট তিনটি ভাগে পদ্ম সম্মান দিয়ে থাকেন ৷ যার প্রথমটি পদ্মশ্রী, দ্বিতীয় পদ্মভূষণ এবং তৃতীয় পদ্মবিভূষণ ৷ এই সম্মান প্রদান করা হয়, বিশেষ ও ব্য়তিক্রমী কৃতিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে যেমন কলা, সাহিত্য়, শিক্ষা, খেলা, স্বাস্থ্য়, সামাজিক কাজ, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং, পাবলিক অ্য়াফেয়ার্স, সিভিল সার্ভিস, ব্য়বসা এবং শিল্পক্ষেত্রে এবদানের জন্য় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সোমবার জানিয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 119 জনকে পদ্ম সম্মানের জন্য় বেছে নিয়েছেন ৷ যার মধ্য়ে 7 জন পদ্মবিভূষণ, 10 জন পদ্মভূষণ এবং 102 জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন ৷

আরো পড়ুন : মেয়েকে পদ্ম সম্মান উৎসর্গ করলেন মৌমা দাস

এবছর মহারাষ্ট্র থেকে রজনীকান্ত শরফ, সিন্ধুতাই সপকস, গিরিশ প্রভুনে, নামদেও কাম্বলে, পরশুরাম গাঙ্গওয়ানে এবং জসওয়ান্তিবেন পোপাট পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন ৷ রজনীকান্ত শরফ শিল্পক্ষেত্রে অবদানের জন্য় পদ্মভূষণ সম্মান পেয়েছেন ৷

মুম্বই, 26 জানুয়ারি : মহারাষ্ট্র থেকে মাত্র 6 জনকে পদ্ম সম্মানে ভূষিত করা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন শিবসেনা মুখপাত্র তথা রাজ্য়সভার সাংসদ সঞ্জয় রাউত ৷ তাঁর মতে মহারাষ্ট্র আরও বেশি পদ্ম সম্মান পাওয়ার দাবি রাখে ৷ এ নিয়ে সঞ্জয় রাউত বলেন, ‘‘দেশ ও বিদেশের বিভিন্ন ক্ষেত্রে মহারাষ্ট্রের অবদান অপরিসীম ৷ কিন্তু, এবছর রাজ্য়কে মাত্র 6টি পদ্ম সম্মান প্রদান করা হয়েছে ৷ অন্তত 10-12 জন পদ্ম সম্মান মহারাষ্ট্র থেকে পাওয়ার যোগ্য় ছিলেন ৷’’

ভারত সরকার মোট তিনটি ভাগে পদ্ম সম্মান দিয়ে থাকেন ৷ যার প্রথমটি পদ্মশ্রী, দ্বিতীয় পদ্মভূষণ এবং তৃতীয় পদ্মবিভূষণ ৷ এই সম্মান প্রদান করা হয়, বিশেষ ও ব্য়তিক্রমী কৃতিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে যেমন কলা, সাহিত্য়, শিক্ষা, খেলা, স্বাস্থ্য়, সামাজিক কাজ, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং, পাবলিক অ্য়াফেয়ার্স, সিভিল সার্ভিস, ব্য়বসা এবং শিল্পক্ষেত্রে এবদানের জন্য় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সোমবার জানিয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 119 জনকে পদ্ম সম্মানের জন্য় বেছে নিয়েছেন ৷ যার মধ্য়ে 7 জন পদ্মবিভূষণ, 10 জন পদ্মভূষণ এবং 102 জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন ৷

আরো পড়ুন : মেয়েকে পদ্ম সম্মান উৎসর্গ করলেন মৌমা দাস

এবছর মহারাষ্ট্র থেকে রজনীকান্ত শরফ, সিন্ধুতাই সপকস, গিরিশ প্রভুনে, নামদেও কাম্বলে, পরশুরাম গাঙ্গওয়ানে এবং জসওয়ান্তিবেন পোপাট পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন ৷ রজনীকান্ত শরফ শিল্পক্ষেত্রে অবদানের জন্য় পদ্মভূষণ সম্মান পেয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.