নাগপুর, 15 ফেব্রুয়ারি : লতা মঙ্গেশকর ও সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে তদন্ত করা হবে এমন কিছুই বলা হয়নি৷ সোমবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ৷ তাঁর দাবি, ‘‘আমি শুধু বলেছি যে সেলিব্রিটিদের টুইট নিয়ে বিজেপির আইটি সেলের ভূমিকা খতিয়ে দেখা হবে৷’’
একই সঙ্গে তিনি জানিয়েছেন যে লতা মঙ্গেশকর তাঁর কাছে ভগবানের মতো৷ আর সচিনকে তো দেশের সবাই ভালোবাসে৷ তাই তাঁদের বিরুদ্ধে তদন্তের কোনও প্রশ্নই ওঠে না৷ পাশাপাশি তাঁর দাবি, সেলিব্রিটিদের প্রতিবাদের কোনও খসড়া বিজেপির আইটি সেল পাঠাচ্ছে কি না, সেটা খতিয়ে দেখার কথা তিনি বলেছিলেন৷
কৃষক বিক্ষোভের সমর্থনে আন্তর্জাতিক সেলিব্রিটিরা প্রতিক্রিয়া দিতেই কড়া অবস্থান নেয় ভারত সরকার৷ টুইটারে বিদেশমন্ত্রকের তরফে টুইট করা হয়৷ সেই বিবৃতি রিটুইট করেন অনেক সেলিব্রিটি৷ সেই তালিকায় লতা মঙ্গেশকর ও সচিন তেন্ডুলকরও ছিলেন৷ এর আগে এই বিষয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছিলেন, ‘‘সেলিব্রিটিদের টুইটের পিছনে বিজেপির আইটি সেলের প্রধান ও অন্য 12 জনের মদত রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে৷’’
আরও পড়ুন : বিজেপির চাপে টুইট সচিন, লতাদের? তদন্ত করবে মহারাষ্ট্র সরকার
তখনই বিষয়টি ছড়ায় যে লতা ও সচিনের বিরুদ্ধে তদন্ত করবে মহারাষ্ট্র সরকার৷ তা নিয়ে ব্যাপক হইচই৷ অনেকেই এর সমালোচনা করেন৷ কিন্তু এদিন মহারাষ্ট্র সরকারের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এই ইশুতে একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলেন৷