মুম্বই, 1 জুলাই: সকলকে কার্যত হতবাক করে দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন শিবসেনার (Shiv Sena) 'বিদ্রোহী' নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde) ৷ যদিও তথ্যাভিজ্ঞ মহল বলছে, প্রশাসনিক প্রধানের পদে বসলেও আগামিদিনে একের পর এক অগ্নিপরীক্ষা দিতে হবে তাঁকে ৷ যার শুরুটা হবে আগামী সোমবার ৷ ওই দিনই মহারাষ্ট্র বিধানসভায় (Maharashtra Assembly) সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে শিন্ডের সরকারকে ৷
এদিকে, ইতিমধ্যেই শিন্ডে-সহ মোট 15 জন বিদ্রোহী বিধায়কের বিধায়ক পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা রুজু করেছে শিবসেনার উদ্ধব গোষ্ঠী (Team Thackeray) ৷ প্রসঙ্গত, খাতায়-কলমে এখনও পর্যন্ত মহারাষ্ট্রের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেই (Uddhav Thackeray) শিবসেনার প্রধান নেতা ৷ উদ্ধব ও তাঁর অনুগামীদের আবেদনের পালটা আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে শিন্ডে শিবিরও ৷ হিসাব অনুসারে, তাঁরা সকলেও এখনও পর্যন্ত শিবসেনারই সদস্য এবং বিধায়ক ! শিন্ডে শিবিরের দাবি, বিদ্রোহীদের বিধায়ক পদ খারিজের যে আবেদন উদ্ধব শিবির করেছে, তা বাতিল করতে হবে ৷ এই সংক্রান্ত মামলাগুলির শুনানিও হবে আগামী সোমবার ৷
আরও পড়ুন: Sharad Pawar gets IT Notice: প্রেমপত্র পেয়েছি, আয়কর নোটিশ পেয়ে কেন্দ্রকে বিঁধলেন পাওয়ার
তবে, দলের নেতৃত্ব নিয়ে দড়ি টানাটানি আদালত পর্যন্ত গড়ালেও শিন্ডে শিবির অনেক বেশি আত্মবিশ্বাসী ৷ কারণ, তাদের দাবি, 55 জন শিবসেনা বিধায়কের মধ্য়ে 39 জনই তাদের সঙ্গে রয়েছেন ৷ একনাথ শিন্ডে প্রমাণ করতে চাইছেন, বাল ঠাকরের (Bal Thackeray) হাতে গড়া শিবসেনার প্রকৃত উত্তরাধিকারী তিনিই ! অন্যদিকে, বাবার ঐতিহ্য হাতছাড়া করতে নারাজ বাল ঠাকরের বড় ছেলে উদ্ধব ৷
এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঠাকরে পরিবারের নেতৃত্ব বাদ দিয়ে আদৌ কি শিবসেনার অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব ? এ নিয়ে উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরেকে (Aaditya Thackeray) প্রশ্ন করা হলে তিনি বলেন, "যাঁরা আমাদের সঙ্গে এই আচরণ (বিশ্বাসঘাতকতা) করেছেন, তাঁরাই এর জবাব দেবেন ৷"
এই ডামাডোলের মধ্য়েই একনাথ শিন্ডে জানিয়েছেন, সোমবারের আস্থা ভোট স্রেফ নিয়মরক্ষা ৷ কারণ, তাঁর সরকারের সঙ্গে 175 জন বিধায়কের সমর্থন রয়েছে ৷ এবং তাঁরা অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হবেন ৷