ETV Bharat / bharat

মহারাষ্ট্রে দুর্ঘটনায় মৃত 5 - আহমেদনগর

নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ একটি গাড়ির ৷ ঘটনায় মৃত্যু গাড়ির চালক সহ 5 জনের ৷ মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে ৷

maharashtra-5-killed-as-car-collides-with-bus-in-ahmednagar
মহারাষ্ট্রে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, মৃত 5
author img

By

Published : Feb 22, 2021, 2:16 PM IST

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র) : মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে 5 জনের মৃত্যু ৷ সোমবার দুর্ঘটনাটি ঘটেছে ৷ রাত প্রায় 2টো নাগাদ আহমেদনগর থেকে 2 কিলোমিট দূরে দেবগড় ফাটায় দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে, গাড়িটি ঔরঙ্গাবাদের দিকে যাচ্ছিল ৷ সেই সময় উলটো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির ৷

আরও পড়ুন : জাতীয় সড়কে লরি-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত 4

তবে, আহমেদনগর পুলিশ কন্ট্রোলরুমের তরফে বলা হয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ে ৷ তারপর রাস্তার উলটো দিক থেকে আসা বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে৷ গাড়িতে থাকা 5 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁরা মহারাষ্ট্রের জালনা জেলার বাসিন্দা ৷ দেহগুলি নেভাসা গ্রামীণ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

নিহতদের পরিচয় পুলিশ জানতে পেরেছে ৷ তাঁরা হলেন- শান্তনু নারায়ণ কাকডে(35), কৈলাস নিউরে(35), বিষ্ণু চৌহ্বান(31), রমেশ দশরথ ঘুগে(40) এবং গাড়ি চালক নারায়ণ ওয়ারকাড়(23)৷

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র) : মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে 5 জনের মৃত্যু ৷ সোমবার দুর্ঘটনাটি ঘটেছে ৷ রাত প্রায় 2টো নাগাদ আহমেদনগর থেকে 2 কিলোমিট দূরে দেবগড় ফাটায় দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে, গাড়িটি ঔরঙ্গাবাদের দিকে যাচ্ছিল ৷ সেই সময় উলটো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির ৷

আরও পড়ুন : জাতীয় সড়কে লরি-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত 4

তবে, আহমেদনগর পুলিশ কন্ট্রোলরুমের তরফে বলা হয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ে ৷ তারপর রাস্তার উলটো দিক থেকে আসা বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে৷ গাড়িতে থাকা 5 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁরা মহারাষ্ট্রের জালনা জেলার বাসিন্দা ৷ দেহগুলি নেভাসা গ্রামীণ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

নিহতদের পরিচয় পুলিশ জানতে পেরেছে ৷ তাঁরা হলেন- শান্তনু নারায়ণ কাকডে(35), কৈলাস নিউরে(35), বিষ্ণু চৌহ্বান(31), রমেশ দশরথ ঘুগে(40) এবং গাড়ি চালক নারায়ণ ওয়ারকাড়(23)৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.