ETV Bharat / bharat

Mahant Paramhans Attacks TMC : তৃণমূল জঙ্গি সংগঠন, অভিযোগ অযোধ্যার মহন্ত পরমহংসের - তৃণমূল জঙ্গি সংগঠন

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) লড়াই না করলেও সেখানে প্রচার করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ৷ আবার আগামী 3 মার্চ তিনি সেখানে সমাজবাদী পার্টির অখিলেশ যাদেবর (Samajwadi Party Leader Akhilesh Yadav) সমর্থনে প্রচার করতে যাবেন ৷ তার আগে মহন্ত জগৎগুরু আচার্য পরমহংস দাস দাবি করলেন, তৃণমূল কংগ্রেস একটা জঙ্গি সংগঠন ৷

mahant-paramhans-maharaj-claims-that-tmc-is-a-terrorist-organization
Mahant Paramhans Attacks TMC : তৃণমূল জঙ্গি সংগঠন, অভিযোগ অযোধ্যার মহন্ত পরমহংসের
author img

By

Published : Feb 21, 2022, 2:18 PM IST

বারাণসী, 21 ফেব্রুয়ারি : তৃণমূল কংগ্রেস একটা জঙ্গি সংগঠন ৷ এমনই অভিযোগ করলেন অযোধ্যার মহন্ত জগৎগুরু আচার্য পরমহংস দাস (Mahant Paramhans Maharaj Claims that TMC is a Terrorist Organization) ৷ ইটিভি ভারতের কাছে তিনি দাবি করেছেন, অনুপ্রেবশকারীদের ভারতের নাগরিকত্ব দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ৷ তাই মমতা কাশীতে যেখানে যেখানে যাবেন, সেই জায়গাগুলি পরে গঙ্গাজল দিয়ে শোধন করা হবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী 3 মার্চ উত্তর প্রদেশের বারাণসীতে যাওয়ার কথা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেখানে তিনি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Samajwadi Party Leader Akhilesh Yadav) সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেবেন ৷ এর আগে তিনি লখনউতে গিয়ে অখিলেশের সঙ্গে ভার্চুয়াল নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিলেন ৷

তৃণমূল উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) লড়াই করছেন ৷ কিন্তু অখিলেশের সপা বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাঁদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই কারণেই মমতাকে নিশানা করেছেন অযোধ্যার ছাউনির পীঠাধিশ্বর পরমহংস মহারাজ (Mahant Paramhans Das) ৷ তাঁর অভিযোগ, মমতা উত্তর প্রদেশে দেশবিরোধিতায় ইন্ধন জোগাতে আসছেন ৷

তৃণমূল জঙ্গি সংগঠন, অভিযোগ অযোধ্যার মহন্ত পরমহংসের

একই সঙ্গে তিনি জানিয়েছেন, সাধু-সন্তরা বিজেপিকে আশীর্বাদ করছেন ৷ কারণ, বিজেপি দেশের ভালোর জন্য কাজ করছে ৷ পাশাপাশি তিনি মেনে নিয়েছেন যে বিজেপি-র কিছু কিছু জনপ্রতিনিধির কাজে মানুষ খুশি নয় ৷ অন্যদিকে সমাজবাদী পার্টির উত্তর প্রদেশের ভোটে জেতার স্বপ্ন সফল হবে না বলেও তিনি দাবি করেছেন ৷

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরমহংস মহারাজ জানিয়েছেন, গত পাঁচ বছরে যোগী সরকার অনেক কাজ করেছে ৷ মানুষ ঘর পেয়েছে ৷ রেশন পেয়েছে ৷ বিরোধীরা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে ৷ এদিকে কর্নাটকে যে হিজাব বিতর্ক তৈরি হয়েছে, এর পিছনে পাকিস্তান ও চিনের ষড়যন্ত্র রয়েছে বলে তিনি দাবি করেছেন ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : উত্তরপ্রদেশে সপ্তম দফার প্রচারে 3 মার্চ মোদি গড়ে মমতা

বারাণসী, 21 ফেব্রুয়ারি : তৃণমূল কংগ্রেস একটা জঙ্গি সংগঠন ৷ এমনই অভিযোগ করলেন অযোধ্যার মহন্ত জগৎগুরু আচার্য পরমহংস দাস (Mahant Paramhans Maharaj Claims that TMC is a Terrorist Organization) ৷ ইটিভি ভারতের কাছে তিনি দাবি করেছেন, অনুপ্রেবশকারীদের ভারতের নাগরিকত্ব দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ৷ তাই মমতা কাশীতে যেখানে যেখানে যাবেন, সেই জায়গাগুলি পরে গঙ্গাজল দিয়ে শোধন করা হবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী 3 মার্চ উত্তর প্রদেশের বারাণসীতে যাওয়ার কথা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেখানে তিনি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Samajwadi Party Leader Akhilesh Yadav) সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেবেন ৷ এর আগে তিনি লখনউতে গিয়ে অখিলেশের সঙ্গে ভার্চুয়াল নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিলেন ৷

তৃণমূল উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) লড়াই করছেন ৷ কিন্তু অখিলেশের সপা বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাঁদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই কারণেই মমতাকে নিশানা করেছেন অযোধ্যার ছাউনির পীঠাধিশ্বর পরমহংস মহারাজ (Mahant Paramhans Das) ৷ তাঁর অভিযোগ, মমতা উত্তর প্রদেশে দেশবিরোধিতায় ইন্ধন জোগাতে আসছেন ৷

তৃণমূল জঙ্গি সংগঠন, অভিযোগ অযোধ্যার মহন্ত পরমহংসের

একই সঙ্গে তিনি জানিয়েছেন, সাধু-সন্তরা বিজেপিকে আশীর্বাদ করছেন ৷ কারণ, বিজেপি দেশের ভালোর জন্য কাজ করছে ৷ পাশাপাশি তিনি মেনে নিয়েছেন যে বিজেপি-র কিছু কিছু জনপ্রতিনিধির কাজে মানুষ খুশি নয় ৷ অন্যদিকে সমাজবাদী পার্টির উত্তর প্রদেশের ভোটে জেতার স্বপ্ন সফল হবে না বলেও তিনি দাবি করেছেন ৷

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরমহংস মহারাজ জানিয়েছেন, গত পাঁচ বছরে যোগী সরকার অনেক কাজ করেছে ৷ মানুষ ঘর পেয়েছে ৷ রেশন পেয়েছে ৷ বিরোধীরা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে ৷ এদিকে কর্নাটকে যে হিজাব বিতর্ক তৈরি হয়েছে, এর পিছনে পাকিস্তান ও চিনের ষড়যন্ত্র রয়েছে বলে তিনি দাবি করেছেন ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : উত্তরপ্রদেশে সপ্তম দফার প্রচারে 3 মার্চ মোদি গড়ে মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.