ভিলাই (ছত্তিশগড়), 27 ডিসেম্বর: 'মহাদেব বুক' বেটিং অ্যাপ-কাণ্ডে বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ দুবাইতে গা-ঢাকা দিয়ে থাকা এই বেআইনি বেটিং অ্যাপের মাথা সৌরভ চন্দ্রকরের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করল দুবাই পুলিশ ৷ সৌরভ এবং তাঁর আরেক সঙ্গী রবি উপ্পলের বিরুদ্ধে আগেই রেড কর্নার নোটিশ জারি করেছিল ইডি ৷ রবিকে গত 12 ডিসেম্বর গ্রেফতার করেছে দুবাই পুলিশ ৷ এবার সেদেশে সৌরভের গতিবিধিতে রাশ টানল ভারত সরকার ৷ উল্লেখ্য, মঙ্গলবার ছত্তিশগড়ের ভিলাই থেকে ক্রাইম ব্রাঞ্চ ও দূর্গ পুলিশের যৌথ অভিযানে বেটিং অ্যাপের অন্যতম অপারেটর দীপক নেপালিকেও গ্রেফতার করা হয়েছে ৷
জানা গিয়েছে, দুবাইতে সৌরভ চন্দ্রকর এবং রবি উপ্পলের 100 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি ৷ বিশাল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়াও শুরু করেছেন তদন্তকারীরা ৷ উল্লেখ্য, ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা সৌরভ চন্দ্রকর এবং রবি উপ্পল ৷ তাঁরা 'মহাদেব বুক' বেটিং অ্যাপ শুরু করেছিলেন ৷ যার প্রধান মাথা হলেন সৌরভ ৷ উল্লেখ্য, কয়েকবছরের মধ্যে মহাদেব বুক বেটিং অ্যাপ পুরো ভারতে ছড়িয়ে পড়ে ৷ এর পর তাঁদের অ্যাপে চাকরি দেওয়ার নামে বাজার থেকে টাকা তোলে দু’জনে ৷ কিন্তু, টাকা হাতে আসতেই দুবাইয়ে পালিয়ে যায় দুই জুয়ারি ৷
উল্লেখ্য, ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের সময় অভিযোগ ওঠে, তৎকালীন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সৌরভ এবং রবির থেকে টাকা নিয়েছিলেন ৷ যে অভিযোগকে ঘিরে উত্তাল হয় ছত্তিশগড় বিধানসভা নির্বাচন ৷ যার প্রভাব বিধানসভা নির্বাচনের ভোটেও পড়েছে ৷ উল্লেখ্য, ভারত সরকার আগেই মহাদেব বুক অ্যাপকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছে ৷ রবি উপ্পল এই মুহূর্তে দুবাইয়ের জেলে রয়েছেন ৷ তাঁকে ভারতে ফেরানোর প্রক্রিয়া জারি রয়েছে ৷
উল্লেখ্য, ভিলাই থেকে গ্রেফতার হওয়া দীপক নেপালির ভাই নীরজ নেপালি-সহ 4 জনকে আগেই পুলিশ গ্রেফতার করেছে ৷ এই দীপক নেপালি এবং নীরজ নেপালি ভিলাই থেকে এই অ্যাপ অপারেট করতেন ৷ তাঁরাই হাওয়ালা মারফত বেটিংয়ের সব টাকা দুবাইতে সৌরভ চন্দ্রকর এবং রবি উপ্পলের কাছে পাঠাতেন ৷
আরও পড়ুন: