ETV Bharat / bharat

Maha Minister on Onion: 'দু'চার মাস পেঁয়াজ না খেলে কিছু যাবে আসবে না', মন্তব্য মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রীর - পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার

পেঁয়াজ রফতানিতে শুল্ক লাগু করেছে কেন্দ্রীয় সরকার ৷ এর প্রতিবাদে মহারাষ্ট্রের নাসিকে পেঁয়াজের পাইকারি বাজারে নিলাম বন্ধ রাখা হয়েছে ৷ সংকটের মুখে পেঁয়াজ চাষিরা ৷ এই অবস্থায় মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী কী বললেন ?

ETV Bharat
পেঁয়াজ নিয়ে মহারাষ্ট্রের মন্ত্রী দাদা ভুসে
author img

By

Published : Aug 22, 2023, 1:12 PM IST

নাসিক, 22 অগস্ট: "জনগণ দু'চার মাস পেঁয়াজ না-খেলে, কিছু যাবে আসবে না", বললেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী দাদা ভুসে ৷ 19 অগস্ট কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকায় জানায়, 31 ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রফতানিতে 40 শতাংশ কর আরোপ করা হয়েছে ৷ দেশের সব শ্রেণির মানুষের হেঁশেলে অন্যতম সবজি পেঁয়াজ ৷ অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম ও সরবরাহ নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷

এদিকে কৃষক ও পেঁয়াজ ব্যবসার সঙ্গে জড়িত অন্য সংগঠনগুলি দাবি করেছে, বিজেপি সরকারের এহেন সিদ্ধান্তে বড়সড়ো ক্ষতির মুখোমুখি হতে হবে তাদের ৷ এর প্রতিবাদে মহারাষ্ট্রের নাসিকে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজের নিলাম বন্ধ রেখেছে এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি বা এপিএমসি ৷ সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আরও পড়ুন: দাম কমাতে পেঁয়াজের উপর রফতানি শুল্ক বাড়াল কেন্দ্র

সূত্রে জানা গিয়েছে, পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার রয়েছে নাসিকের লাসালগাঁওতে ৷ সেখানেই পেঁয়াজ নিলাম বন্ধ হওয়ায় কৃষকদের প্রভূত ক্ষতির আশঙ্কা ৷ কৃষক ও অন্য সংগঠনগুলি রফতানি শুল্ক প্রত্যাহারের দাবি তুলেছে ৷

বিজেপি সরকারের এমন সিদ্ধান্তে বিজেপি মন্ত্রী দাদাজি ভুসে অবশ্য জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিতে পারত ৷ তিনি বলেন, "কখনও পেঁয়াজের দাম ওঠে প্রতি কুইন্টাল 200 টাকা ৷ আবার কখনও 2 হাজার টাকা ৷ একটা আলোচনা করে সমাধানের রাস্তা বের করা যেত ৷"

তবে শিন্ডে সরকারের বিজেপি মন্ত্রী এও বলেন, "আপনি 10 লক্ষ টাকা দামের একটা গাড়ি চড়তে পারেন ৷ তাহলে আপনি খুচরো বাজারের তুলনায় 10-20 টাকা বেশি দামে পেঁয়াজও কিনতে পারবেন ৷ আর যাঁরা পেঁয়াজ কিনতে পারবেন না, তাঁরা খাবেন না ৷ তাতে কোনও ফারাক হবে না ৷"

আরও পড়ুন: পেঁয়াজের জমিতে কর্মরত শ্রমিকদের চোখে কৃমি ! আতঙ্কে কাবু মহারাষ্ট্রের গ্রাম

নবি মুম্বইয়ে এপিএমসি-র এক কর্তা সঞ্জয় পিংলে বলেন, "আমরাও অসম্ভব চাপের মধ্যে রয়েছি ৷ যদি সরকারকেই 40 শতাংশ কর দিতে হয়, তাহলে পেঁয়াজের দাম 15 টাকা প্রতি কেজিতে নেমে আসবে ৷ এই পেঁয়াজ প্রতি কেজি 25 টাকা হিসেবে রফতানি করতাম ৷ এর ফলে কৃষকদের কাছ থেকে 10টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ কিনতে বাধ্য হব আমরা ৷ তাতে কৃষকদের পেঁয়াজ উৎপাদনের খরচটুকুও উঠবে না ৷" তিনি কেন্দ্রীয় সরকারকে এই কর লাগুর বিষয়টি আরও একবার ভেবে দেখার আর্জি জানিয়েছেন ৷

নাসিক, 22 অগস্ট: "জনগণ দু'চার মাস পেঁয়াজ না-খেলে, কিছু যাবে আসবে না", বললেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী দাদা ভুসে ৷ 19 অগস্ট কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকায় জানায়, 31 ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রফতানিতে 40 শতাংশ কর আরোপ করা হয়েছে ৷ দেশের সব শ্রেণির মানুষের হেঁশেলে অন্যতম সবজি পেঁয়াজ ৷ অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম ও সরবরাহ নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷

এদিকে কৃষক ও পেঁয়াজ ব্যবসার সঙ্গে জড়িত অন্য সংগঠনগুলি দাবি করেছে, বিজেপি সরকারের এহেন সিদ্ধান্তে বড়সড়ো ক্ষতির মুখোমুখি হতে হবে তাদের ৷ এর প্রতিবাদে মহারাষ্ট্রের নাসিকে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজের নিলাম বন্ধ রেখেছে এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি বা এপিএমসি ৷ সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আরও পড়ুন: দাম কমাতে পেঁয়াজের উপর রফতানি শুল্ক বাড়াল কেন্দ্র

সূত্রে জানা গিয়েছে, পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার রয়েছে নাসিকের লাসালগাঁওতে ৷ সেখানেই পেঁয়াজ নিলাম বন্ধ হওয়ায় কৃষকদের প্রভূত ক্ষতির আশঙ্কা ৷ কৃষক ও অন্য সংগঠনগুলি রফতানি শুল্ক প্রত্যাহারের দাবি তুলেছে ৷

বিজেপি সরকারের এমন সিদ্ধান্তে বিজেপি মন্ত্রী দাদাজি ভুসে অবশ্য জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিতে পারত ৷ তিনি বলেন, "কখনও পেঁয়াজের দাম ওঠে প্রতি কুইন্টাল 200 টাকা ৷ আবার কখনও 2 হাজার টাকা ৷ একটা আলোচনা করে সমাধানের রাস্তা বের করা যেত ৷"

তবে শিন্ডে সরকারের বিজেপি মন্ত্রী এও বলেন, "আপনি 10 লক্ষ টাকা দামের একটা গাড়ি চড়তে পারেন ৷ তাহলে আপনি খুচরো বাজারের তুলনায় 10-20 টাকা বেশি দামে পেঁয়াজও কিনতে পারবেন ৷ আর যাঁরা পেঁয়াজ কিনতে পারবেন না, তাঁরা খাবেন না ৷ তাতে কোনও ফারাক হবে না ৷"

আরও পড়ুন: পেঁয়াজের জমিতে কর্মরত শ্রমিকদের চোখে কৃমি ! আতঙ্কে কাবু মহারাষ্ট্রের গ্রাম

নবি মুম্বইয়ে এপিএমসি-র এক কর্তা সঞ্জয় পিংলে বলেন, "আমরাও অসম্ভব চাপের মধ্যে রয়েছি ৷ যদি সরকারকেই 40 শতাংশ কর দিতে হয়, তাহলে পেঁয়াজের দাম 15 টাকা প্রতি কেজিতে নেমে আসবে ৷ এই পেঁয়াজ প্রতি কেজি 25 টাকা হিসেবে রফতানি করতাম ৷ এর ফলে কৃষকদের কাছ থেকে 10টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ কিনতে বাধ্য হব আমরা ৷ তাতে কৃষকদের পেঁয়াজ উৎপাদনের খরচটুকুও উঠবে না ৷" তিনি কেন্দ্রীয় সরকারকে এই কর লাগুর বিষয়টি আরও একবার ভেবে দেখার আর্জি জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.