ETV Bharat / bharat

অর্ণব গোস্বামীর নিরাপত্তা, স্বাস্থ্য নিয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন রাজ্যপালের

author img

By

Published : Nov 9, 2020, 8:11 PM IST

রিপাবলিক টিভির সম্পাদক ও প্রধান অর্ণব গোস্বামীর সুরক্ষা ও স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি । এই কারণে তিনি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে ফোন করে অর্ণব গোস্বামীর বিষয়ে জানতে চান ।রাজ্যপাল অফিস থেকে সোমবার এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে ।

Deshmukh
অর্ণব গোস্বামীর বিষয়ে উদ্বিগ্ন রাজ্যপাল

মুম্বই, 9 নভেম্বর : মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি রিপাবলিক টিভির সম্পাদক ও প্রধান অর্ণব গোস্বামীর সুরক্ষা ও স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ জানিয়ে ফোন করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে । দুই জনের এনিয়ে কথা হয় । এক আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গত সপ্তাহে অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করা হয় ।

রাজ্যপাল অফিস থেকে সোমবার এক বিবৃতিতে এই ফোনে কথা হওয়ার বিষয় জানানো হয় ।এই বিবৃতিতে আরও বলা হয়েছে, কোশিয়ারি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, গোস্বামীর পরিবারকে অর্ণবের সঙ্গে দেখা ও কথা বলার অনুমতি দিতে ।


অর্ণব গোস্বামীকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে রাজ্যপাল আগেই দেশমুখকে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন। রাইগড় জেলার আলিবাগ পুলিশ অর্ণব গোস্বামীর সঙ্গে ফিরোজ শেখ এবং নীতীশ সারদা নামে আরও দু'জনকে 4 নভেম্বর গ্রেপ্তার করে । আর্কিটেক ও ইনটিরিয়র ডিজ়াইনার অনভয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েকের আত্মহত্যার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রায়গড় জেলার আলিবাগ পুলিশ তাঁদের গ্রেপ্তার করে । অর্ণব গোস্বামী এই ইনটিরিয়র ডিজাইনার সংস্থার পাওনা টাকা পরিশোধ না করায় তাঁরা আত্মহত্যা করে বলে অভিযোগ। অভিযুক্তদের মুম্বইয়ের তাঁদের বাসভবন থেকে গ্রেপ্তারের পরে গোস্বামীকে আলিবাগে নিয়ে যাওয়া হয় । চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে এবং অন্য দুজনকেও 18 নভেম্বর পর্যন্ত পুলিশ রিমান্ডে নেওয়ার অনুমতি দেন ।


গ্রেপ্তারের পরে অর্ণব গোস্বামীকে আলিবাগে একটি স্থানীয় বিদ্যালয়ে রাখা হয়েছিল যা একটি কোভিড -19 কেন্দ্র হিসাবে মনোনীত করা হয়। রবিবার তাঁকে তালোজা কারাগারে স্থানান্তরিত করা হয় । হেপাজতে থাকাকালীন অর্ণবকে বিচারক মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি দেননি ।

মুম্বই, 9 নভেম্বর : মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি রিপাবলিক টিভির সম্পাদক ও প্রধান অর্ণব গোস্বামীর সুরক্ষা ও স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ জানিয়ে ফোন করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে । দুই জনের এনিয়ে কথা হয় । এক আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গত সপ্তাহে অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করা হয় ।

রাজ্যপাল অফিস থেকে সোমবার এক বিবৃতিতে এই ফোনে কথা হওয়ার বিষয় জানানো হয় ।এই বিবৃতিতে আরও বলা হয়েছে, কোশিয়ারি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, গোস্বামীর পরিবারকে অর্ণবের সঙ্গে দেখা ও কথা বলার অনুমতি দিতে ।


অর্ণব গোস্বামীকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে রাজ্যপাল আগেই দেশমুখকে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন। রাইগড় জেলার আলিবাগ পুলিশ অর্ণব গোস্বামীর সঙ্গে ফিরোজ শেখ এবং নীতীশ সারদা নামে আরও দু'জনকে 4 নভেম্বর গ্রেপ্তার করে । আর্কিটেক ও ইনটিরিয়র ডিজ়াইনার অনভয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েকের আত্মহত্যার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রায়গড় জেলার আলিবাগ পুলিশ তাঁদের গ্রেপ্তার করে । অর্ণব গোস্বামী এই ইনটিরিয়র ডিজাইনার সংস্থার পাওনা টাকা পরিশোধ না করায় তাঁরা আত্মহত্যা করে বলে অভিযোগ। অভিযুক্তদের মুম্বইয়ের তাঁদের বাসভবন থেকে গ্রেপ্তারের পরে গোস্বামীকে আলিবাগে নিয়ে যাওয়া হয় । চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে এবং অন্য দুজনকেও 18 নভেম্বর পর্যন্ত পুলিশ রিমান্ডে নেওয়ার অনুমতি দেন ।


গ্রেপ্তারের পরে অর্ণব গোস্বামীকে আলিবাগে একটি স্থানীয় বিদ্যালয়ে রাখা হয়েছিল যা একটি কোভিড -19 কেন্দ্র হিসাবে মনোনীত করা হয়। রবিবার তাঁকে তালোজা কারাগারে স্থানান্তরিত করা হয় । হেপাজতে থাকাকালীন অর্ণবকে বিচারক মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি দেননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.