ETV Bharat / bharat

India-Myanmar Earthquake : ভারত-মায়ানমার সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল ভোরের কলকাতা - ভারত-মায়ানমার সীমান্তে ভূমিকম্প

ভূমিকম্পে ঘুম ভাঙল কলকাতার ৷ দেশের উত্তর-পূর্বে (India-Myanmar Earthquake) হওয়া তীব্র কম্পনে আতঙ্কিত শহরবাসী (earthquake in Kolkata) ৷

Earthquake felt in Kolkata
কেঁপে উঠল কলকাতা
author img

By

Published : Nov 26, 2021, 7:38 AM IST

নয়াদিল্লি, 26 নভেম্বর : পরপর দু'টি ভূকম্পে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত (India-Myanmar Earthquake) ৷ শুক্রবার ভোরের দিকে তীব্র কম্পন অনুভূত হয় এই অঞ্চলে ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.1 ৷ জানিয়েছে 'ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি' (National Center for Seismology) ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

দু'দেশের সীমান্তবর্তী অঞ্চলের আশপাশে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম আর অসমেও এই ভূ-কম্পন ছড়িয়ে পড়ে ৷ 'ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার'স'-এর (European-Mediterranean Seismological Centre's, EMSC) ওয়েবসাইটে অনেকেই জানিয়েছেন অনেক দূরে অবস্থিত কলকাতাতেও এই কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে ৷ ইএমএসসি-র ওয়েবসাইটে এক প্রত্যক্ষদর্শী অভিজ্ঞতা পোস্ট করা হয়েছে ৷ তিনি বলেছেন, "এটা অন্যতম দীর্ঘ সময় ধরে চলা ভূমিকম্প ৷ আমি আগে কখনও এমন অনুভব করিনি ৷"

আরও পড়ুন : Pakistan earthquake : পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত 20, আহত তিনশোর বেশি মানুষ

জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎস বাংলাদেশের চট্টগ্রাম (Chittagong Earthquake) থেকে 183 কিলোমিটার পূর্বে অবস্থিত ৷ সিসমোলজি সেন্টার জানিয়েছে, ভোর 5.15 মিনিট নাগাদ প্রথমবার ভূমিকম্প অনুভূত হয় ৷ এরপর দ্বিতীয় কম্পনটি হয় 5.53 মিনিটে ৷

নয়াদিল্লি, 26 নভেম্বর : পরপর দু'টি ভূকম্পে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত (India-Myanmar Earthquake) ৷ শুক্রবার ভোরের দিকে তীব্র কম্পন অনুভূত হয় এই অঞ্চলে ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.1 ৷ জানিয়েছে 'ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি' (National Center for Seismology) ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

দু'দেশের সীমান্তবর্তী অঞ্চলের আশপাশে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম আর অসমেও এই ভূ-কম্পন ছড়িয়ে পড়ে ৷ 'ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার'স'-এর (European-Mediterranean Seismological Centre's, EMSC) ওয়েবসাইটে অনেকেই জানিয়েছেন অনেক দূরে অবস্থিত কলকাতাতেও এই কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে ৷ ইএমএসসি-র ওয়েবসাইটে এক প্রত্যক্ষদর্শী অভিজ্ঞতা পোস্ট করা হয়েছে ৷ তিনি বলেছেন, "এটা অন্যতম দীর্ঘ সময় ধরে চলা ভূমিকম্প ৷ আমি আগে কখনও এমন অনুভব করিনি ৷"

আরও পড়ুন : Pakistan earthquake : পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত 20, আহত তিনশোর বেশি মানুষ

জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎস বাংলাদেশের চট্টগ্রাম (Chittagong Earthquake) থেকে 183 কিলোমিটার পূর্বে অবস্থিত ৷ সিসমোলজি সেন্টার জানিয়েছে, ভোর 5.15 মিনিট নাগাদ প্রথমবার ভূমিকম্প অনুভূত হয় ৷ এরপর দ্বিতীয় কম্পনটি হয় 5.53 মিনিটে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.