ETV Bharat / bharat

ট্রান্সফর্মারের মাথায় চেপে সাফাই অভিযান মন্ত্রীর - প্রদ্যুম্ন সিং তোমর

আগে শৌচালয় পরিষ্কার করেছিলেন ৷ এ বার ট্রান্সফর্মারের মাথায় চেপে গাছ-গাছালি সাফ করলেন মধ্যপ্রদেশের শক্তিমন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর ৷

madhya-pradesh-minister-climbs-atop-transformer-and-cleans-it
ট্রান্সফর্মারের মাথায় চেপে সাফাই অভিযান মন্ত্রীর
author img

By

Published : Jun 18, 2021, 5:38 PM IST

Updated : Jun 18, 2021, 6:30 PM IST

গোয়ালিয়র (মধ্যপ্রদেশ), 18 জুন: তাঁর অনন্য কাজের পদ্ধতির জন্য আবারও খবরের শিরোনামে মধ্যপ্রদেশের শক্তিমন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর ৷ আচমকা পরিদর্শনে গিয়ে নিজেই একটি ট্রান্সফর্মারের মাথায় চড়ে তার সাফ-সাফাই চালালেন তিনি ৷

শুক্রবার সকালে হঠাত্ই মোতিঝিল বিদ্যুত্কেন্দ্রে পরিদর্শনে যান শক্তিমন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর ৷ নিত্যদিন শহরে বিদ্যুত্ বিচ্ছিন্ন হওয়ার খবর আসছিল তাঁর কাছে ৷ সে জন্যই নিজে চোখে সরেজমিনে খতিয়ে দেখতে আজ সেখানে যান মন্ত্রী ৷ সেখানে গিয়ে তিনি দেখেন, গাছ-গাছালি বড় হয়ে ট্রান্সফর্মারের খুব কাছে চলে এসেছে ৷ আর ট্রান্সফর্মারের মাথায় পাখিও বাসা বেঁধেছে ৷ সঙ্গে সঙ্গে একটি মই জোগাড় করে অন্যান্য কর্মীদের সামনেই নিজে তাতে চেপে ট্রান্সফর্মারের মাথায় চাপেন মন্ত্রী ৷ সেখানে উঠে তিনি গাছপালা নিজে হাতে সাফ করেন ৷

আরও পড়ুন: প্রথমসারির করোনা যোদ্ধাদের জন্য 6টি বিশেষ ক্রাশ কোর্সের সূচনা কেন্দ্রের

গাছপালা সাফ না-হওয়ায় ক্ষোভপ্রকাশ করে পরে তোমর বলেন, যদি সদর দফতরেই ঠিকমতো রক্ষণাবেক্ষণের কাজ না-হয়, তাহলে শহরের অন্যান্য এলাকার অবস্থা সহজেই অনুমান করা যায় ৷ যে কোনও সময়ে যে কোনও জায়গায় আচামকা পরিদর্শনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তোমর ৷ কোনও রকম গাফিলতি বা গলদ দেখা দিলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Narendra Modi : করোনার ক্ষত সামাল দিতে দেশবাসীকে প্রস্তুত থাকার পরামর্শ মোদির

ট্রান্সফর্মারের মাথায় মন্ত্রী

গত বছর জুলাই মাসে গোয়ালিয়রের বিজেপি বিধায়ক এক মহিলা কর্মীর অভিযোগ পেয়ে কমিশনারের অফিসে পরিদর্শনে গিয়েছিলেন ৷ সেখানে গিয়ে সবার সামনে শৌচালর পরিষ্কার করেন মন্ত্রী ৷ স্থানীয় প্রশাসনের থেকে সাফাইয়ের জিনিসপত্র চেয়ে নিয়ে নিজেই শৌচালয় পরিষ্কার করেন তোমর ৷

গোয়ালিয়র (মধ্যপ্রদেশ), 18 জুন: তাঁর অনন্য কাজের পদ্ধতির জন্য আবারও খবরের শিরোনামে মধ্যপ্রদেশের শক্তিমন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর ৷ আচমকা পরিদর্শনে গিয়ে নিজেই একটি ট্রান্সফর্মারের মাথায় চড়ে তার সাফ-সাফাই চালালেন তিনি ৷

শুক্রবার সকালে হঠাত্ই মোতিঝিল বিদ্যুত্কেন্দ্রে পরিদর্শনে যান শক্তিমন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর ৷ নিত্যদিন শহরে বিদ্যুত্ বিচ্ছিন্ন হওয়ার খবর আসছিল তাঁর কাছে ৷ সে জন্যই নিজে চোখে সরেজমিনে খতিয়ে দেখতে আজ সেখানে যান মন্ত্রী ৷ সেখানে গিয়ে তিনি দেখেন, গাছ-গাছালি বড় হয়ে ট্রান্সফর্মারের খুব কাছে চলে এসেছে ৷ আর ট্রান্সফর্মারের মাথায় পাখিও বাসা বেঁধেছে ৷ সঙ্গে সঙ্গে একটি মই জোগাড় করে অন্যান্য কর্মীদের সামনেই নিজে তাতে চেপে ট্রান্সফর্মারের মাথায় চাপেন মন্ত্রী ৷ সেখানে উঠে তিনি গাছপালা নিজে হাতে সাফ করেন ৷

আরও পড়ুন: প্রথমসারির করোনা যোদ্ধাদের জন্য 6টি বিশেষ ক্রাশ কোর্সের সূচনা কেন্দ্রের

গাছপালা সাফ না-হওয়ায় ক্ষোভপ্রকাশ করে পরে তোমর বলেন, যদি সদর দফতরেই ঠিকমতো রক্ষণাবেক্ষণের কাজ না-হয়, তাহলে শহরের অন্যান্য এলাকার অবস্থা সহজেই অনুমান করা যায় ৷ যে কোনও সময়ে যে কোনও জায়গায় আচামকা পরিদর্শনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তোমর ৷ কোনও রকম গাফিলতি বা গলদ দেখা দিলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Narendra Modi : করোনার ক্ষত সামাল দিতে দেশবাসীকে প্রস্তুত থাকার পরামর্শ মোদির

ট্রান্সফর্মারের মাথায় মন্ত্রী

গত বছর জুলাই মাসে গোয়ালিয়রের বিজেপি বিধায়ক এক মহিলা কর্মীর অভিযোগ পেয়ে কমিশনারের অফিসে পরিদর্শনে গিয়েছিলেন ৷ সেখানে গিয়ে সবার সামনে শৌচালর পরিষ্কার করেন মন্ত্রী ৷ স্থানীয় প্রশাসনের থেকে সাফাইয়ের জিনিসপত্র চেয়ে নিয়ে নিজেই শৌচালয় পরিষ্কার করেন তোমর ৷

Last Updated : Jun 18, 2021, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.