নয়াদিল্লি, 1 নভেম্বর: ইউনেসকোর ক্রিয়েটিভ সিটির তালিকায় স্থান পেল ভারতের দুটি শহর। এবার মোট 55টি নতুন শহরকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্থান করে নিয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র ও কেরলের কোঝিকোড় ৷ রাষ্ট্রসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা করেছে ৷ বলা হয়েছে, এই 55টি নতুন শহর তাদের উন্নয়নের অংশ হিসেবে সংস্কৃতি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েছে ৷ তাছাড়া মানবকেন্দ্রিক নগর পরিকল্পনায় উদ্ভাবনের পরিচয় দেওয়ার জন্যই এই বিশেষ স্বীকৃতি মিলেছে ৷
বিশ্ব নগর দিবসে ইউনেসকোর ডিরেক্টর জেনারেল অড্রে আজৌলে এই অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন করেন ৷ আর তারপর ইউনেসকো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে (UCCN) আরও 55টি শহর যুক্ত হয় ৷ এর মধ্যে গোয়ালিয়র সংগীত ও কোঝিকোড় সাহিত্য বিভাগে নিজেদের জায়গা করে নিয়েছে ৷ এবার বুখারার কারুশিল্প ও লোকশিল্প, কাসাব্লাঙ্কার মিডিয়া আর্টস থেকে শুরু করে কাঠমান্ডুর সিনেমা, রিও ডি জেনেরিওর সাহিত্য এবং উলানবাতার কারুশিল্প ও লোকশিল্প এই তালিকায় জায়গা পেয়েছে।
রাষ্ট্রসংঘ অনুমোদন করার পর থেকে প্রতি বছরের 31 অক্টোবর দিনটি 'বিশ্ব 'শহর দিবস' হিসেবে পালিত হয়। এই 55টি শহর যুক্ত হওয়ার পর মোট 350টি শহর এই তালিকায় জায়গা পেল। বিশ্বের 100টি দেশে এই শহরগুলির অবস্থান। কারুশিল্প এবং লোকশিল্প, নকশা, চলচ্চিত্র, গ্যাস্ট্রোনমি, সাহিত্য, মিডিয়া আর্টস এবং সঙ্গীতের মতো সাতটি বিভাগ রয়েছে এই তালিকায়।
ইউনেসকোর ডিরেক্টর-জেনারেল এক বিবৃতিতে বলেছেন, "আমাদের ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে থাকা শহরগুলি সাংস্কৃতিক পরিধি বাড়ানোর এবং শহুরে স্থিতিস্থাপকতা ও উন্নয়নের জন্য সৃজনশীলতাকে প্রাধান্য দিচ্ছে। নতুন যুক্ত হওয়া শহরগুলিকে সংস্থার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী বছর জুলাই মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত পর্তুগালের ব্রাগায় এই সম্মেলন হবে।"
আরও পড়ুন : কবিগুরুর শান্তিনিকেতন পেল 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা, অভিনন্দন মোদি-মমতার