ভোপাল, 27 ডিসেম্বর: বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ করল কংগ্রেস ৷ হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে ভোপাল লোকসভার বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নথিভুক্ত করার দাবি জানানো হয়েছে (Madhya Pradesh Congress Demand to Register Treason Case Against Pragya Singh Thakur) ৷ মধ্যপ্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের সভাপতি কে কে মিশ্র দাবি করেছেন, সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার ৷ প্রসঙ্গত, কর্ণাটকে শিবমোগায় হিন্দু জাগরণ বৈদিক-এর দক্ষিণ অঞ্চলের বার্ষিক সম্মেলনের সমাবেশে সাধ্বী প্রজ্ঞা লোকজনকে বাড়িতে অস্ত্র রাখার এবং সবজি কাটার চাকুকে ভালো করে ধার দেওয়ার পরামর্শ দেন ৷ যা নিয়ে সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ৷
কেকে মিশ্র বলেছেন, ‘‘প্রজ্ঞা সিং, হাতে বোমা রাখার পরে, এখন ছুরির কথা বলছেন ৷ প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং প্রজ্ঞা সিং ঠাকুরের কাজ একই রকম ৷’’ এ প্রসঙ্গে, 2008 সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞার জড়িত থাকার বিষয়টিও তুলে আনেন কংগ্রেস নেতা ৷ যদিও, সেই মামলায় 2018 সালে সাধ্বী প্রজ্ঞা-সহ বেশ কয়েকজনকে বেকসুর খালাস করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
কর্ণাটকে শিবমোগায় হিন্দু জাগরণ বৈদিক-এর দক্ষিণ অঞ্চলের বার্ষিক সম্মেলনের সমাবেশে ভোপালের সাংসদ সাধ্বী প্রজ্ঞা অংশ নেন ৷ সেই সমাবেশের ভাষণে লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আপনার বাড়িতে অস্ত্র রাখুন এবং সবিজ কাটা ছুরিতেও ভালো করে ধার দিয়ে রাখুুন ৷’’ এই বিবৃতি দেওয়ার পরেও সাধ্বী প্রজ্ঞা বারবার বলতে থাকেন, ‘‘আমি স্পষ্টভাবে বলছি এবং যে আমাদের বাড়িতেও শাকসবজি কাটার চাকুতে ধার দিয়ে রাখা হত ৷ আপনারাও ধার দিয়ে রাখুন, বলা যায় না কখন দরকার পড়ে যায় ৷’’ প্রসঙ্গত, কর্ণাটকের শিবমোগায় লাভ জিহাদ কাণ্ডে এক যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি ৷
আরও পড়ুন: মোদির অপমান ! দেশজুড়ে প্রতিবাদ বিজেপি'র
সাধ্বী প্রজ্ঞার এই মন্তব্য নিয়ে বিজেপির তরফে মুখপাত্র পঙ্কজ চতুর্বেদী বলেন, ‘‘সাংসদ প্রজ্ঞা সিং মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ মেয়েটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ৷ তাঁর বক্তব্য কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত নয় ৷ বরং সকল বোন-মেয়েদের আত্মরক্ষার জন্য তাঁদের মানসিক শক্তি বৃদ্ধি করতে চেয়েছিলেন ৷’’