ETV Bharat / bharat

জেলাশাসকের গাড়ি পিষে মারল রাস্তায় থাকা লোকজনকে! মৃত এক শিশু-সহ 3 - জেলাপ্রশাসকের গাড়ি পিষে মারল

Madhubani Road Accident: রাস্তায় রক্তারক্তি! এদিক-সেদিক পড়ে রয়েছে দেহ ৷ বিহারের মধুবনীর মঙ্গলবারের সকালের ভয়াবহ দুর্ঘটনায় তিনজনের প্রাণ গিয়েছে ৷ তাঁদের মধ্যে এক শিশু, একজন মহিলা ও একজন শ্রমিক ৷ পাশাপাশি 2 জন আহত হয়েছেন। জানা গিয়েছে, 57 নম্বর জাতীয় সড়কের এই দুর্ঘটনায় গাড়িটি মাধেপুরার ডিএম বিজয় প্রকাশ মীনার ৷

জেলাপ্রশাসকের গাড়ি পিষে মারল রাস্তায় থাকা লোকজনকে
Madhubani Road Accident
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 11:39 AM IST

Updated : Nov 21, 2023, 12:49 PM IST

মধুবনী (বিহার), 21 নভেম্বর: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বিহারের মধুবনীতে ৷ দুর্ঘটনাস্থল ফুলপাড়া থানা এলাকার 57 নম্বর জাতীয় সড়কের লোহিয়া চকের সামনে। মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনায় রাস্তায় পড়ে রয়েছে রক্ত ৷ দুর্ঘটনাস্থলেই প্রাণ গিয়েছে 3 জনের ৷ তাঁদের মধ্যে এক শিশু, একজন মহিলা ও একজন শ্রমিক ৷ বাকি দু'জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি ৷ জানা গিয়েছে, মাধেপুরার ডিএম বিজয় প্রকাশ মীনার দ্রুতগামী গাড়ি পটনা থেকে মাধেপুরার দিকে যাচ্ছিল ৷ মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বহু মানুষকে চাপা দেয়। গুরুতর আহত দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ঢামেক হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা ৷ ক্ষোভে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন। ডিএম-এর ওই ঘাতক গাড়িটির এমন ভয়াবহ সংঘর্ষ হয় তার সামনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফুলপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার পর কয়েকজনকে গাড়ি থেকে পালাতে দেখা গিয়েছে, যার মধ্যে ডিএমও ছিলেন। জেলা প্রশাসক গাড়িতে ছিলেন কি না, তা আপাতত নিশ্চিত করে কিছু জানা যায়নি।

চালককে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ প্রত্যক্ষদর্শীরা বলেন, "ডিএম-এর গাড়িটি তীব্র গতিতে আসছিল, হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ৷ তাতেই মর্মান্তিক পরিণতি ৷ মৃত শ্রমিক 57 নম্বর জাতীয় সড়কে কর্মী ছিলেন ৷ তখন তিনি কাজ করছিলেন ৷" দুর্ঘটনায় ডিএম-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি ৷ ঘটনায় নিহত মহিলা ও শিশু ফুলপাড়া থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। নিহত শ্রমিকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন:

  1. বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় ফের মৃত্যু! মালদায় প্রাণ গেল ছাত্রীর
  2. বিশাখাপত্তনমে পুড়ে খাক 40টি নৌকা, আগুনের গ্রাসে 30 কোটির সম্পত্তি
  3. বিয়েতে অমত, তরুণীর পরিবারের 6 সদস্যকে গুলি প্রেমিকের; মৃত প্রেমিকা-সহ তিন

মধুবনী (বিহার), 21 নভেম্বর: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বিহারের মধুবনীতে ৷ দুর্ঘটনাস্থল ফুলপাড়া থানা এলাকার 57 নম্বর জাতীয় সড়কের লোহিয়া চকের সামনে। মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনায় রাস্তায় পড়ে রয়েছে রক্ত ৷ দুর্ঘটনাস্থলেই প্রাণ গিয়েছে 3 জনের ৷ তাঁদের মধ্যে এক শিশু, একজন মহিলা ও একজন শ্রমিক ৷ বাকি দু'জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি ৷ জানা গিয়েছে, মাধেপুরার ডিএম বিজয় প্রকাশ মীনার দ্রুতগামী গাড়ি পটনা থেকে মাধেপুরার দিকে যাচ্ছিল ৷ মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বহু মানুষকে চাপা দেয়। গুরুতর আহত দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ঢামেক হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা ৷ ক্ষোভে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন। ডিএম-এর ওই ঘাতক গাড়িটির এমন ভয়াবহ সংঘর্ষ হয় তার সামনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফুলপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার পর কয়েকজনকে গাড়ি থেকে পালাতে দেখা গিয়েছে, যার মধ্যে ডিএমও ছিলেন। জেলা প্রশাসক গাড়িতে ছিলেন কি না, তা আপাতত নিশ্চিত করে কিছু জানা যায়নি।

চালককে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ প্রত্যক্ষদর্শীরা বলেন, "ডিএম-এর গাড়িটি তীব্র গতিতে আসছিল, হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ৷ তাতেই মর্মান্তিক পরিণতি ৷ মৃত শ্রমিক 57 নম্বর জাতীয় সড়কে কর্মী ছিলেন ৷ তখন তিনি কাজ করছিলেন ৷" দুর্ঘটনায় ডিএম-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি ৷ ঘটনায় নিহত মহিলা ও শিশু ফুলপাড়া থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। নিহত শ্রমিকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন:

  1. বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় ফের মৃত্যু! মালদায় প্রাণ গেল ছাত্রীর
  2. বিশাখাপত্তনমে পুড়ে খাক 40টি নৌকা, আগুনের গ্রাসে 30 কোটির সম্পত্তি
  3. বিয়েতে অমত, তরুণীর পরিবারের 6 সদস্যকে গুলি প্রেমিকের; মৃত প্রেমিকা-সহ তিন
Last Updated : Nov 21, 2023, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.