মধুবনী (বিহার), 21 নভেম্বর: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বিহারের মধুবনীতে ৷ দুর্ঘটনাস্থল ফুলপাড়া থানা এলাকার 57 নম্বর জাতীয় সড়কের লোহিয়া চকের সামনে। মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনায় রাস্তায় পড়ে রয়েছে রক্ত ৷ দুর্ঘটনাস্থলেই প্রাণ গিয়েছে 3 জনের ৷ তাঁদের মধ্যে এক শিশু, একজন মহিলা ও একজন শ্রমিক ৷ বাকি দু'জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি ৷ জানা গিয়েছে, মাধেপুরার ডিএম বিজয় প্রকাশ মীনার দ্রুতগামী গাড়ি পটনা থেকে মাধেপুরার দিকে যাচ্ছিল ৷ মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বহু মানুষকে চাপা দেয়। গুরুতর আহত দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ঢামেক হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা ৷ ক্ষোভে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন। ডিএম-এর ওই ঘাতক গাড়িটির এমন ভয়াবহ সংঘর্ষ হয় তার সামনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফুলপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার পর কয়েকজনকে গাড়ি থেকে পালাতে দেখা গিয়েছে, যার মধ্যে ডিএমও ছিলেন। জেলা প্রশাসক গাড়িতে ছিলেন কি না, তা আপাতত নিশ্চিত করে কিছু জানা যায়নি।
চালককে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ প্রত্যক্ষদর্শীরা বলেন, "ডিএম-এর গাড়িটি তীব্র গতিতে আসছিল, হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ৷ তাতেই মর্মান্তিক পরিণতি ৷ মৃত শ্রমিক 57 নম্বর জাতীয় সড়কে কর্মী ছিলেন ৷ তখন তিনি কাজ করছিলেন ৷" দুর্ঘটনায় ডিএম-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি ৷ ঘটনায় নিহত মহিলা ও শিশু ফুলপাড়া থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। নিহত শ্রমিকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: