ETV Bharat / bharat

বিয়েতে অমত, তরুণীর পরিবারের 6 সদস্যকে গুলি প্রেমিকের; মৃত প্রেমিকা-সহ তিন

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 11:13 AM IST

Updated : Nov 20, 2023, 1:21 PM IST

Firing in Lakhisarai Bihar: বেশ কিছু দিন আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বিহারের লক্ষীসরাইয়ের এই তরুণ-তরুণী ৷ প্রেমিক চেয়েছিলেন বিয়ে করতে ৷ কিন্তু প্রেমিকার পরিবারের লোকজনের তাতে সম্মতি ছিল না ৷ অভিযোগ, তার জেরেই প্রেমিকার পরিবারের 6 জনকে সোমবার সকালে গুলি করেন প্রেমিক ৷ এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

তরুণীর পরিবারের 6 সদস্যকে গুলি প্রেমিকের
Firing In Lakhisarai Bihar

লক্ষীসরাই (বিহার), 20 নভেম্বর: মর্মান্তিক! বিহারের লক্ষীসরাইয়ে যা ঘটল তা সত্যিই মনকে নাড়িয়ে দেয় । প্রেমিকার পরিবার বিয়েতে রাজি হয়নি তাই গুলি করে খুন করার পরিকল্পনা করে প্রেমিক ৷ সোমবার সকালে স্থানীয় পাঞ্জাবি মহল্লার কাছে ওই পরিবারের সদস্যেরা ছট পুজো সেরে বাড়ি ফিরছিলেন ৷ তখনই তাঁদের উপর গুলি চালায় প্রেমিক তথা আশিস চৌধুরি ৷ ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ আজ সকালে প্রেমিকার পরিবারের 6 জনকে উদ্দেশ্য করে গুলি করে প্রেমিক ৷ তাতেই মারা যান তিন জন ৷ মৃত তিন সদস্যের মধ্যে রয়েছেন প্রেমিকাও ৷ এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের প্রথমে বেগুসরাই হাসপাতালে ভরতি করানো হয়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পটনার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমের সম্পর্কের জেরে গুলি চালানো হয়েছে বলে পুলিশের অনুমান। এই প্রসঙ্গে লক্ষ্মীসরাইয়ের পুলিশ সুপার পঙ্কজ কুমার বলেন, "ঘটনাটি ঘটেছে পাঞ্জাবি মহল্লায়। একটি পরিবারের 6-7 জন সদস্য ছটপুজোর পর ঘাট থেকে ফিরছিলেন, তখন আশিস চৌধুরি নামে এক ব্যক্তি, যিনি ওই তরুণীর বাড়ির সামনেই থাকত, সে তাঁদের ওপর গুলি চালায়।"

তিনি আরও বলেন, "এতে ছ'জন গুলিবিদ্ধ হয়। গুলি করার পর ঘটনাস্থলেই দু'জন মারা যায় ৷ আরও চারজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান ৷ অভিযুক্ত আশিস চৌধুরি ওই তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু পরিবারের সদস্যরা তা মেনে নিতে চাননি ৷ আমরা তদন্ত করছি, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।"

আরও পড়ুন:

  1. গাড়ি ছিনতাই রুখতে গুলি চালাল বাইডেনের নাতনির সুরক্ষায় মোতায়েন সিক্রেট সার্ভিস কর্মীরা
  2. কানাডার এডমন্টন শহরে এক ভারতীয় বংশোদ্ভূত ও তাঁর 11 বছরের ছেলেকে গুলি করে খুন
  3. ছেলেকে ধরতে আসায় পুলিশকে লক্ষ্য করে গুলি বাবার, গ্রেফতার অভিযুক্ত

লক্ষীসরাই (বিহার), 20 নভেম্বর: মর্মান্তিক! বিহারের লক্ষীসরাইয়ে যা ঘটল তা সত্যিই মনকে নাড়িয়ে দেয় । প্রেমিকার পরিবার বিয়েতে রাজি হয়নি তাই গুলি করে খুন করার পরিকল্পনা করে প্রেমিক ৷ সোমবার সকালে স্থানীয় পাঞ্জাবি মহল্লার কাছে ওই পরিবারের সদস্যেরা ছট পুজো সেরে বাড়ি ফিরছিলেন ৷ তখনই তাঁদের উপর গুলি চালায় প্রেমিক তথা আশিস চৌধুরি ৷ ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ আজ সকালে প্রেমিকার পরিবারের 6 জনকে উদ্দেশ্য করে গুলি করে প্রেমিক ৷ তাতেই মারা যান তিন জন ৷ মৃত তিন সদস্যের মধ্যে রয়েছেন প্রেমিকাও ৷ এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের প্রথমে বেগুসরাই হাসপাতালে ভরতি করানো হয়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পটনার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমের সম্পর্কের জেরে গুলি চালানো হয়েছে বলে পুলিশের অনুমান। এই প্রসঙ্গে লক্ষ্মীসরাইয়ের পুলিশ সুপার পঙ্কজ কুমার বলেন, "ঘটনাটি ঘটেছে পাঞ্জাবি মহল্লায়। একটি পরিবারের 6-7 জন সদস্য ছটপুজোর পর ঘাট থেকে ফিরছিলেন, তখন আশিস চৌধুরি নামে এক ব্যক্তি, যিনি ওই তরুণীর বাড়ির সামনেই থাকত, সে তাঁদের ওপর গুলি চালায়।"

তিনি আরও বলেন, "এতে ছ'জন গুলিবিদ্ধ হয়। গুলি করার পর ঘটনাস্থলেই দু'জন মারা যায় ৷ আরও চারজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান ৷ অভিযুক্ত আশিস চৌধুরি ওই তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু পরিবারের সদস্যরা তা মেনে নিতে চাননি ৷ আমরা তদন্ত করছি, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।"

আরও পড়ুন:

  1. গাড়ি ছিনতাই রুখতে গুলি চালাল বাইডেনের নাতনির সুরক্ষায় মোতায়েন সিক্রেট সার্ভিস কর্মীরা
  2. কানাডার এডমন্টন শহরে এক ভারতীয় বংশোদ্ভূত ও তাঁর 11 বছরের ছেলেকে গুলি করে খুন
  3. ছেলেকে ধরতে আসায় পুলিশকে লক্ষ্য করে গুলি বাবার, গ্রেফতার অভিযুক্ত
Last Updated : Nov 20, 2023, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.