ETV Bharat / bharat

Girl Raped in Lucknow: লখনউয়ে স্নাতকোত্তর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ! 2 মাস পর আদালতের নির্দেশে মামলা দায়ের - ধর্ষণ

Lucknow Police Registered Kidnapping and Raped Case After Court Order: যুবতীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ লখনউয়ে ৷ আদালতের নির্দেশে ঘটনার দু’মাস পর মামলা দায়ের করল পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 5:13 PM IST

লখনউ, 10 নভেম্বর: লখনউয়ের পারা থানা এলাকায় স্নাতকত্তরের এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ তুলেছেন তাঁর বাবা ৷ গত 4 সেপ্টেম্বরের এই ঘটনায় 11 সেপ্টেম্বর পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় ৷ কিন্তু, অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি পুলিশ ৷ প্রায় দু’মাস পর আদালতের নির্দেশে পুলিশ এফআইআর দায়ের করেছে ৷ আদালতে নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, দু’মাস ধরে লাগাতার পুলিশে অভিযোগ জানাতে গেলেও, এফআইআর নেওয়া হয়নি ৷

পুলিশ সূত্রে খবর, বছর 23-এর ওই যুবতী গত 4 সেপ্টেম্বর বোনের সঙ্গে কলেজের জন্য রওনা দেন ৷ কিন্তু, কিছুক্ষণ পরেই তিনি বোনকে বাড়ি পাঠিয়ে দেন ৷ এর পর থেকেই যুবতী নিখোঁজ হয়ে যান ৷ জানা গিয়েছে, মেয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর অর্থাৎ, 7 সেপ্টেম্বর পারা থানায় তুষার ওরফে আকাশ রাওয়াত নামে এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ জানাতে আসেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে গত 11 সেপ্টেম্বর পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় ৷

পারা থানার তদন্তকারী আধিকারিক শ্রীকান্ত রাই জানিয়েছেন, তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই যুবতী স্বেচ্ছায় তাঁর প্রেমিক তুষারের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন ৷ এমনকি তুষার এবং ওই যুবতী আর্য মন্দিরে বিয়ে করেছিলেন ৷ কিন্তু, যুবতীর বাবা গত 7 সেপ্টেম্বর তাঁর মেয়েকে অপহরণের অভিযোগ করেন ৷ পুলিশ জানিয়েছে, মেয়েটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৷ তবে, ওই যুবতী তুষারের বিরুদ্ধে অপহরণ বা ধর্ষণের অভিযোগ করেননি ৷ বরং যুবতীর বাবা বারবার পুলিশে তাঁর মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ তুলছেন ৷ এমনকি খুনের হুমকির অভিযোগও তুলেছেন তিনি ৷ পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে তুষার নামে ওই যুবকের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও খুনের হুমকির মামলা রুজু করে তদন্ত চলছে ৷

আরও পড়ুন:

  1. তিরুপতিতে দলিত মহিলাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ
  2. 6 বছরের মেয়ের সামনে মহিলাকে অপহরণ করে 20 দিন ধরে ধর্ষণ !

লখনউ, 10 নভেম্বর: লখনউয়ের পারা থানা এলাকায় স্নাতকত্তরের এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ তুলেছেন তাঁর বাবা ৷ গত 4 সেপ্টেম্বরের এই ঘটনায় 11 সেপ্টেম্বর পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় ৷ কিন্তু, অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি পুলিশ ৷ প্রায় দু’মাস পর আদালতের নির্দেশে পুলিশ এফআইআর দায়ের করেছে ৷ আদালতে নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, দু’মাস ধরে লাগাতার পুলিশে অভিযোগ জানাতে গেলেও, এফআইআর নেওয়া হয়নি ৷

পুলিশ সূত্রে খবর, বছর 23-এর ওই যুবতী গত 4 সেপ্টেম্বর বোনের সঙ্গে কলেজের জন্য রওনা দেন ৷ কিন্তু, কিছুক্ষণ পরেই তিনি বোনকে বাড়ি পাঠিয়ে দেন ৷ এর পর থেকেই যুবতী নিখোঁজ হয়ে যান ৷ জানা গিয়েছে, মেয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর অর্থাৎ, 7 সেপ্টেম্বর পারা থানায় তুষার ওরফে আকাশ রাওয়াত নামে এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ জানাতে আসেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে গত 11 সেপ্টেম্বর পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় ৷

পারা থানার তদন্তকারী আধিকারিক শ্রীকান্ত রাই জানিয়েছেন, তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই যুবতী স্বেচ্ছায় তাঁর প্রেমিক তুষারের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন ৷ এমনকি তুষার এবং ওই যুবতী আর্য মন্দিরে বিয়ে করেছিলেন ৷ কিন্তু, যুবতীর বাবা গত 7 সেপ্টেম্বর তাঁর মেয়েকে অপহরণের অভিযোগ করেন ৷ পুলিশ জানিয়েছে, মেয়েটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৷ তবে, ওই যুবতী তুষারের বিরুদ্ধে অপহরণ বা ধর্ষণের অভিযোগ করেননি ৷ বরং যুবতীর বাবা বারবার পুলিশে তাঁর মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ তুলছেন ৷ এমনকি খুনের হুমকির অভিযোগও তুলেছেন তিনি ৷ পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে তুষার নামে ওই যুবকের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও খুনের হুমকির মামলা রুজু করে তদন্ত চলছে ৷

আরও পড়ুন:

  1. তিরুপতিতে দলিত মহিলাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ
  2. 6 বছরের মেয়ের সামনে মহিলাকে অপহরণ করে 20 দিন ধরে ধর্ষণ !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.