নয়াদিল্লি, 17 অক্টোবর: ক্যাস ফর কোয়্যারি বা অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলে দু'দিন আগেই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ এই অভিযোগের প্রেক্ষিতে এবার পদক্ষেপ করলেন স্পিকার ৷ মহুয়ার বিরুদ্ধে অভিযোগটি মঙ্গলবার সংসদের এথিক্স কমিটির কাছে পাঠিয়েছেন ওম বিড়লা ৷
উল্লেখ্য, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মূল অভিযোগ ছিল, ব্যবসায়িক হিরানন্দানি গোষ্ঠীর কর্তা দর্শন হিরানন্দানির থেকে ঘুস নিয়ে, এই সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়ে লোকসভায় বিভিন্ন প্রশ্ন করেছেন মহুয়া ৷ এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই সিবিআইকে যে চিঠি লিখেছেন তারও উল্লেখ করেছেন দুবে ৷ বিজেপি সাংসদের অভিযোগ, মহুয়া যে কাজ করেন তা একটি বৃহৎ চক্রান্তের অংশ এবং সাংসদ হিসেবে তিনি নিজের স্বাধীকার ভঙ্গ করে সংসদের অবমাননা করেছেন ৷ নিশিকান্ত দুবের দাবি, দর্শন হিরানন্দানির থেকে নির্বাচনে লড়ার খরচের জন্য 75 লক্ষ টাকা, আইফোন-সহ প্রায় 2 কোটি টাকা মূল্যের উপহার ঘুস বাবদ নিয়েছেন মহুয়া ৷ তাঁর আরও দাবি, 2019 থেকে 2023 পর্যন্ত সংসদে 61টি প্রশ্ন করেন মহুয়া, তার মধ্যে 50টি প্রশ্নই হিরানন্দানি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে করা হয়েছে ৷ এমনকি মহুয়া তাঁর লোকসভা অ্যাকাউন্টের আইডি, পাসওয়ার্ডও হিরানন্দানিকে দেন বলে অভিযোগ ৷
-
LS Speaker Om Birla refers 'cash for queries' complaint against TMC MP Mahua Moitra to ethics panel
— ANI Digital (@ani_digital) October 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story |https://t.co/hLOEZqhNte#MahuaMoitra #CashForQuery #LoksabhaElection2024 pic.twitter.com/a3vo01qBXv
">LS Speaker Om Birla refers 'cash for queries' complaint against TMC MP Mahua Moitra to ethics panel
— ANI Digital (@ani_digital) October 17, 2023
Read @ANI Story |https://t.co/hLOEZqhNte#MahuaMoitra #CashForQuery #LoksabhaElection2024 pic.twitter.com/a3vo01qBXvLS Speaker Om Birla refers 'cash for queries' complaint against TMC MP Mahua Moitra to ethics panel
— ANI Digital (@ani_digital) October 17, 2023
Read @ANI Story |https://t.co/hLOEZqhNte#MahuaMoitra #CashForQuery #LoksabhaElection2024 pic.twitter.com/a3vo01qBXv
আরও পড়ুন: মহুয়া মৈত্রকে নিয়ে বিতর্কে বিবৃতি আদানি গোষ্ঠীর, আনা হল চক্রান্তের অভিযোগ
তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মহুয়া মৈত্র ৷ গত দু'দিনে ধারাবাহিকভাবে একাধিক পোস্টে তাঁর এক্স হ্যান্ডেলে মহুয়া জানিয়েছেন, তিনি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মুখ খোলার জন্যই তাঁকে টার্গেট করে মিথ্যে অভিযোগ এনেছে বিজেপি ৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকেও আক্রমণ করেন মহুয়া, জানান তিনি দুবের ভুয়ো ডিগ্রি নিয়ে অভিযোগ করেছেন বলে বিজেপি সাংসদ চটেছেন ৷ এই জাল ডিগ্রির তদন্ত আগে হওয়া উচিত বলে দাবি তৃণমূল সাংসদের ৷ এমনি, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করা তিনি বন্ধ করবেন না বলেও জানান মহুয়া ৷