ETV Bharat / bharat

Lovely Professional University: পঞ্জাবে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে উদ্ধার ছাত্রের মৃতদেহ, মিলল সুইসাইড নোট - পঞ্জাবে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রের মৃতদেহ

একের পর এক দুর্ঘটনা ৷ আবারও শিরোনামে পঞ্জাব ! ক'দিন আগে ভিডিয়ো ভাইরালে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে ৷ এবার ছাত্রের মৃতদেহ পাওয়া গেল কাপুরথালার একটি বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে (LPU student died by suicide) ৷

LPU Student Suicide
ETV Bharat
author img

By

Published : Sep 21, 2022, 10:08 AM IST

Updated : Sep 21, 2022, 11:33 AM IST

কাপুরথালা, 21 সেপ্টেম্বর: হস্টেলে মিলল প্রথম বর্ষের ছাত্রের মৃতদেহ ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের কাপুরথালায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসের হস্টেলে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, মঙ্গলবার আত্মহত্যা করেছেন তরুণ ৷ ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে ৷ সেখানে ছাত্রটি তাঁর জীবনের ব্যক্তিগত সমস্যার জন্য আত্মহত্যার চরম পথ বেছে নেওয়ার কথা লিখেছেন ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তদন্ত চলছে বলে জানা গিয়েছে (LPU student dies of suicide in Kapurthala Jalandhar) ৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে এদিন রাতেই বিশ্ববিদ্যালয় চত্বরে বহু ছাত্র বিক্ষোভ দেখাতে থাকেন ৷

এই ঘটনার পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করেছে (LPU authorities also issued a statement) ৷ তাতে কর্তৃপক্ষ জানিয়েছেন, "প্রাথমিক তদন্ত এবং সুইসাইড নোটে উল্লেখিত সব পয়েন্টগুলি মৃতের ব্যক্তিগত কারণকেই নির্দেশ করছে ৷ বিশ্ববিদ্যালয় তদন্তের জন্য সবরকম সহযোগিতা করবে ৷"

আরও পড়ুন: শৌচালয়ে মেয়েদের স্নানের ভিডিয়ো ভাইরাল, তদন্তের নির্দেশ

কাপুরথালা পুলিশ আধিকারিক বলেন, "আমরা 20 সেপ্টেম্বর বিকেল সাড়ে 5টা নাগাদ খবর পাই ৷ এলপিইউতে বি ডিজাইনের এক ছাত্র আত্মহত্যা করেছে ৷ আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছই ৷ সেখান থেকে একটি সুইসাইড নোট পেয়েছি ৷ তাতে ব্যক্তিগত কারণের উল্লেখ রয়েছে ৷"

কাপুরথালা, 21 সেপ্টেম্বর: হস্টেলে মিলল প্রথম বর্ষের ছাত্রের মৃতদেহ ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের কাপুরথালায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসের হস্টেলে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, মঙ্গলবার আত্মহত্যা করেছেন তরুণ ৷ ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে ৷ সেখানে ছাত্রটি তাঁর জীবনের ব্যক্তিগত সমস্যার জন্য আত্মহত্যার চরম পথ বেছে নেওয়ার কথা লিখেছেন ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তদন্ত চলছে বলে জানা গিয়েছে (LPU student dies of suicide in Kapurthala Jalandhar) ৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে এদিন রাতেই বিশ্ববিদ্যালয় চত্বরে বহু ছাত্র বিক্ষোভ দেখাতে থাকেন ৷

এই ঘটনার পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করেছে (LPU authorities also issued a statement) ৷ তাতে কর্তৃপক্ষ জানিয়েছেন, "প্রাথমিক তদন্ত এবং সুইসাইড নোটে উল্লেখিত সব পয়েন্টগুলি মৃতের ব্যক্তিগত কারণকেই নির্দেশ করছে ৷ বিশ্ববিদ্যালয় তদন্তের জন্য সবরকম সহযোগিতা করবে ৷"

আরও পড়ুন: শৌচালয়ে মেয়েদের স্নানের ভিডিয়ো ভাইরাল, তদন্তের নির্দেশ

কাপুরথালা পুলিশ আধিকারিক বলেন, "আমরা 20 সেপ্টেম্বর বিকেল সাড়ে 5টা নাগাদ খবর পাই ৷ এলপিইউতে বি ডিজাইনের এক ছাত্র আত্মহত্যা করেছে ৷ আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছই ৷ সেখান থেকে একটি সুইসাইড নোট পেয়েছি ৷ তাতে ব্যক্তিগত কারণের উল্লেখ রয়েছে ৷"

Last Updated : Sep 21, 2022, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.