নয়াদিল্লি, 20 জুন : ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি ৷ তবে কম্পনের মাত্রা ছিল খুবই কম ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা 2.1 ৷ দিল্লির পঞ্জাবি বাগ এলাকায় 12টা 02 মিনিটে 7 কিমি গভীরতায় ভূমিকম্প অনুভূত হয় ।
যদিও এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ তবে আতঙ্কের জেরে বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়েন এলাকাবাসীরা ৷ দিল্লি ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে বিরল ।
দিল্লি পাঁচটি সিসমিক অঞ্চলগুলির মধ্যে চতুর্থ অঞ্চলের আওতায় পড়ে । মধ্য এশিয়ায় বা হিমালয় অঞ্চলে ভূমিকম্প হলেও কাঁপুনি অনুভূত হয় দিল্লিতে ৷ দিল্লির আশপাশে সবচেয়ে তীব্র ভূমিকম্প হয়েছিল 10 অক্টোবর, 1956 সালে ৷ দিল্লির কাছে বুলন্দশহরে রিখটার স্কেলে যার মাত্রা ছিল 6.7 ৷ আবার 1966 সালের 15 অগস্টে মোরাদাবাদে কম্পনের মাত্রা ছিল 5.8 ৷