নয়াদিল্লি, 30 অক্টোবর: কেরলে বোমা বিস্ফোরণ মামলার তদন্তকারী কর্তারা সোমবার দাবি করেছেন বিস্ফোরণের জন্য নিম্ন মানের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল ৷ যার জেরে তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছিল। ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর দল পৃথকভাবে ঘটনার তদন্ত করছে।
এনএসজির এক সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, এই ঘটনায় নিম্ন মানের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। সূত্র জানিয়েছে, "এলাকায় আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার জন্য এই বিস্ফোরকগুলি আদতে স্থানীয়ভাবে উপলব্ধ পেট্রোলের সঙ্গে মেশানো হয়েছিল ৷" আইইডি বিস্ফোরণে খেলনা গাড়ির রিমোট, মোবাইল ফোন, ব্যাটারি, সার্কিট, পেট্রোল এবং আতশবাজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলেও সূত্র মারফৎ জানা গিয়েছে।
যদিও ডোমিনিক মার্টিন নামে এক ব্যক্তি বিস্ফোরণের দায় স্বীকার করে জানিয়েছেন, তিনি এই হামলা চালিয়েছিলেন ৷ তদন্তকারী আধিকারিকরা ঘটনার পিছনে অবশ্য বড় কোনও রহস্য আছে কি না, তা তদন্ত করে দেখতে চাইছেন। সূত্র জানিয়েছে, "আমরা ঘটনার বৃহত্তর চিত্রটি খতিয়ে দেখছি। যদিও একজন ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেছে ৷ কিন্তু আমরা তদন্তের ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাইছি না ৷"
ডমিনিক মার্টিন (48) একটি ফেসবুক ভিডিয়োয় তার স্বীকারোক্তি পোস্ট করেছিলেন। পরে তিনি এর্নাকুলামের কাছের একটি থানায় গিয়ে আত্মসমর্পণও করেন। মার্টিন দাবি করেছেন, তিনি সংশ্লিষ্ট ওই ধর্মীয় গোষ্ঠীর একজন স্থায়ী সদস্য ৷ কিন্তু ওই সংগঠনের "দেশ বিরোধী" প্রচারের জন্য তিনি ক্ষুব্ধ। সূত্রের দাবি, ঘটনার বাড়বাড়ন্ত দেখে এনআইএ মামলাটি ফের নথিভুক্ত করতে পারে ৷ সেই সম্ভবনা প্রবল ৷
আরও পড়ুন: কেরলে বিস্ফোরণের বলি বালিকা, বন্ধুকে হারিয়ে শোকাহত নীলেশ্বরমের স্কুলপড়ুয়ারা
সূত্র জানিয়েছে, "একবার এনআইএ মামলাটি হাতে নিলে, এজেন্সি সমস্ত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু করবে। এজেন্সি মার্টিনকে আলাদাভাবেও জিজ্ঞাসাবাদ করবে ৷" কেরলের মালাপ্পুরমে এক সমাবেশে হামাসের প্রাক্তন প্রধান খালেদ মেশালের ভার্চুয়াল বক্তৃতা প্রকাশের একদিন পরে এক ইহুদি সম্মেলন কেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটে। ওই সূত্রের দাবি, "আমরা সন্দেহ করছি যে দেশের অন্যান্য স্থানেও অনুরূপ ঘটনা ঘটতে পারে। সেই অনুযায়ী, আমরা এই ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য দেশের সমস্ত নিরাপত্তা সংস্থাকে সতর্ক করেছি ৷"