ETV Bharat / bharat

Woman Stabbed by Lover: বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় যুবতীকে 15 বার কোপাল যুবক ! - বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায়

প্রেমে প্রত্যাখাত হয়ে যুবতীকে 'খুনের চেষ্টা' প্রেমিকের (Woman Stabbed by Lover) ৷ তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত যুবক ৷ কিন্তু, পরিবারে মেনে না নেওয়ায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন যুবতী ৷ এরপরেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ।

Woman Stabbed by Lover ETV BHARAT
Woman Stabbed by Lover
author img

By

Published : Mar 1, 2023, 1:10 PM IST

বেঙ্গালুরু, 1 মার্চ: বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যুবতীকে 15 বারের বেশি আঘাত করা হয়েছে (Lover Stabs Woman 15 Times) ৷ যুবতীর নাম লীলা পবিত্রা নীলামণি ৷ তিনি অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার বাসিন্দা ৷ কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুতে থাকতেন ৷ বেঙ্গালুরু সিটির ইস্ট ডিভিশনের ডিসিপি জানিয়েছেন, দিনাকর বানালার সঙ্গে প্রেম করতেন ওই যুবতী ৷ কিন্তু, ভিনজাতের হওয়ায় দিনাকরের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি ৷

ওই পুলিশ আধিকারিক জানিয়েছে, যুবক ভিনজাতের হওয়ায় নীলামণির পরিবার তাঁদের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি ৷ এরই মধ্যে দিনাকর তাঁকে বিয়ের প্রস্তাব দেয় ৷ বিষয়টি নীলামণি তাঁর বাড়িতে জানালে পরিবারের সদস্যরা তীব্র আপত্তি করেন ৷ পুলিশ জানিয়েছে, নীলামণি পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে রাজি ছিলেন না ৷ সেই কারণে তিনি দিনাকরের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন ৷ বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেই নাকি যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে ৷

কিন্তু, প্রথমটায় নীলামণির কোনও ক্ষতি করেনি দিনাকর ৷ নীলামণিকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করতে থাকে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে ৷ তবে, নীলামণি তাঁকে এড়িয়ে চলতে থাকেন ৷ যুবকের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন ৷ কিন্তু, সম্প্রতি নীলামণিকে তাঁর অফিসের বাইরে ধরে ফেলে দিনাকর এবং একাধিকবার ধারাল অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ ৷ তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ ঘটনায় অভিযুক্ত দিনাকর বানালাকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন বেঙ্গালুরু সিটি পুলিশের ইস্ট ডিভিশনের ডিসিপি ৷

আরও পড়ুন: বান্ধবীর ঘনিষ্ঠ হওয়ায় বন্ধুকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে

নীলামণি গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি ৷ তাঁর সহকর্মীরা নীলামণিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং পুলিশে খবর দেয় ৷ একাধিক আঘাতের কারণে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷ অতিরিক্ত রক্তক্ষরণের জেরে নীলামণির শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁর পরিবারকে এ বিষয়ে খবর দিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷

বেঙ্গালুরু, 1 মার্চ: বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যুবতীকে 15 বারের বেশি আঘাত করা হয়েছে (Lover Stabs Woman 15 Times) ৷ যুবতীর নাম লীলা পবিত্রা নীলামণি ৷ তিনি অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার বাসিন্দা ৷ কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুতে থাকতেন ৷ বেঙ্গালুরু সিটির ইস্ট ডিভিশনের ডিসিপি জানিয়েছেন, দিনাকর বানালার সঙ্গে প্রেম করতেন ওই যুবতী ৷ কিন্তু, ভিনজাতের হওয়ায় দিনাকরের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি ৷

ওই পুলিশ আধিকারিক জানিয়েছে, যুবক ভিনজাতের হওয়ায় নীলামণির পরিবার তাঁদের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি ৷ এরই মধ্যে দিনাকর তাঁকে বিয়ের প্রস্তাব দেয় ৷ বিষয়টি নীলামণি তাঁর বাড়িতে জানালে পরিবারের সদস্যরা তীব্র আপত্তি করেন ৷ পুলিশ জানিয়েছে, নীলামণি পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে রাজি ছিলেন না ৷ সেই কারণে তিনি দিনাকরের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন ৷ বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেই নাকি যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে ৷

কিন্তু, প্রথমটায় নীলামণির কোনও ক্ষতি করেনি দিনাকর ৷ নীলামণিকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করতে থাকে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে ৷ তবে, নীলামণি তাঁকে এড়িয়ে চলতে থাকেন ৷ যুবকের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন ৷ কিন্তু, সম্প্রতি নীলামণিকে তাঁর অফিসের বাইরে ধরে ফেলে দিনাকর এবং একাধিকবার ধারাল অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ ৷ তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ ঘটনায় অভিযুক্ত দিনাকর বানালাকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন বেঙ্গালুরু সিটি পুলিশের ইস্ট ডিভিশনের ডিসিপি ৷

আরও পড়ুন: বান্ধবীর ঘনিষ্ঠ হওয়ায় বন্ধুকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে

নীলামণি গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি ৷ তাঁর সহকর্মীরা নীলামণিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং পুলিশে খবর দেয় ৷ একাধিক আঘাতের কারণে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷ অতিরিক্ত রক্তক্ষরণের জেরে নীলামণির শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁর পরিবারকে এ বিষয়ে খবর দিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.