দিল্লি, 15 ফেব্রুয়ারি : আজ দিনের শুরুতেই মধ্যবিত্তের হেঁসেলে আগুন ধরিয়েছে রান্নার গ্যাসের দাম ৷ 50 টাকা প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে রান্নার গ্যাসের ৷ এই দামবৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ যেখানে টুইট করে তিনি লেখেন, ‘‘জনতাকে লুটে, শুধুমাত্র ‘দুজনের’ বিকাশ হচ্ছে ৷’’ সেই সঙ্গে একটি সংবাদমাধ্যমের করা খবর ওই টুইটারের সঙ্গে জুড়ে দেন কংগ্রেস নেতা ৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দু’জনের বিকাশ বলতে রাহুল আম্বানি এবং আদানি গোষ্ঠীকে নিশানা করেছেন ৷ আর সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ‘‘সবকা সাথ, সবকা বিকাশ’’-র স্লোগানকেও নিশানা করেন তিনি ৷ তবে, এটাই প্রথম নয় ৷ এর আগেও বহুবার আম্বানি ও আদানি গোষ্ঠীকে টেনে এনে বিজেপিকে আক্রমণ করেছেন রাহুল গান্ধি ৷ কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়েও আম্বানি ও আদানিদের প্রসঙ্গ টেনে আনেন তিনি ৷
আরও পড়ুন : 10 দিনে দ্বিতীয়বার, এক লাফে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম
আজ রান্নার গ্যাসের দাম 50 টাকা বেড়ে দিল্লিতে হয়েছে 769 টাকা ৷ কলকাতায় সেই দাম বেড়ে হয়েছে 795 টাকা ৷ এর আগে 4 ফেব্রুয়ারি ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম 25 টাকা বেড়েছিল ৷ এবার ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দামও বাড়ায় মাথায় হাত আমজনতার ৷