ETV Bharat / bharat

সংসদে হামলায় নিরাপত্তায় গাফিলতি ! সাসপেন্ড 8 আধিকারিক, সতর্ক থাকার বার্তা রাজনাথের

Parliament security breach case: সংসদে নিরাপত্তায় গাফিলতির অভিযোগে 8 জন আধিকারিককে সাসপেন্ড করল লোকসভার সচিবালয় ৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, আগামী দিনে আরও সজাগ থাকতে হবে ৷

ETV Bharat
নয়া সংসদ ভবনে কড়া নিরাপত্তা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 11:32 AM IST

Updated : Dec 14, 2023, 12:12 PM IST

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: সংসদে নিরাপত্তা বলয় ভেঙে হামলার ঘটনায় 8 জন আধিকারিককে সাসপেন্ড করল লোকসভার সচিবালয় ৷ সূত্রের খবর, বুধবার এই হামলায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বৃহস্পতিবার সেই কারণেই আধিকারিকদের বরখাস্ত করা হয়েছে ৷ সাসপেন্ড হওয়া আধিকারিকরা হলেন রামপাল, অরবিন্দ, বীর দাস, গণেশ, অনিল, প্রদীপ, ভিমিত্ত এবং নরেন্দ্র ৷

  • Defence Minister Rajnath Singh in Lok Sabha on yesterday's security breach incident

    "Everyone has condemned this incident. You (Speaker) have taken cognizance of the matter. We have to be careful about to whom we issue the passes (to enter Parliament). All precautions possible… pic.twitter.com/bUfh6xseci

    — ANI (@ANI) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে আজ সকালে লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অধ্যক্ষ ওম বিড়লাকে উদ্দেশ্যে বলেন, "আমরা প্রত্যেকে এই ঘটনার নিন্দে করেছি ৷ আপনিও স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার বিষয়টি দেখেছেন ৷ সংসদে প্রবেশের পাশ ইস্যু করার ব্যাপারে আমাদের আরও সতর্ক হতে হবে ৷ ভবিষ্যতে সব রকম পদক্ষেপ করা হবে ৷"

বুধবারই সংসদে জঙ্গি হামলার 22 বছর পূর্ণ হল ৷ 2001 সালের 13 ডিসেম্বর সংসদে আচমকা হামলা চালিয়েছিল পাকিস্তানের লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের জঙ্গিরা ৷ সেই দিনেই লোকসভার মধ্যে হামলা চালায় দুই যুবক- সাগর শর্মা ও মনোরঞ্জন ডি ৷ শীতকালীন অধিবেশনের দিনে লোকসভার জিরো আওয়ার তখন শেষ পর্বে ৷ হঠাৎ দর্শকাসন থেকে নীচে লাফিয়ে পড়ে দুই যুবক ৷ সঙ্গে সঙ্গে তাদের জুতো থেকে হলুদ রঙের ধোঁয়া বেরতে থাকে ৷ তারা একেকটি বেঞ্চ লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ৷ এর সঙ্গে তারা স্লোগান দিচ্ছিল ৷ পরে অবশ্য নিম্নকক্ষে উপস্থিত সাংসদরা তাদের ধরে ফেলে ৷ পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

এদিকে ওই এক সময় সংসদের বাইরে থেকে অমল শিন্ডে আর নীলম দেবীকে গ্রেফতার করে পুলিশ ৷ তারাও সংসদের বাইরে থেকে হলুদ ধোঁয়া ছড়াচ্ছিল ৷ পাশাপাশি 'স্বৈরাচার চলবে না' বলে স্লোগানও দিচ্ছিল ৷ সাগর ও মনোরঞ্জন মাইসোরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার কাছ থেকে নতুন সংসদ ভবনে প্রবেশের পাশ পেয়েছিল ৷

বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় 5 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আরও একজনের সন্ধান চলছে ৷ ধৃতদের বিরুদ্ধে কঠোর ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ ৷ আজ সকাল থেকেই আরও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ শুধুমাত্র সাংসদদেরই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের
  2. সংসদে হামলার তদন্তে নয়া মোড়! 5 অভিযুক্তের নেপথ্যে ষড়যন্ত্রী অন্য কেউ, চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের
  3. 'ভয়ে কাঁপছিলাম, মাথা কাজ করছিল না'; ইটিভি ভারতকে জানালেন সাংসদ খগেন মুর্মু

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: সংসদে নিরাপত্তা বলয় ভেঙে হামলার ঘটনায় 8 জন আধিকারিককে সাসপেন্ড করল লোকসভার সচিবালয় ৷ সূত্রের খবর, বুধবার এই হামলায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বৃহস্পতিবার সেই কারণেই আধিকারিকদের বরখাস্ত করা হয়েছে ৷ সাসপেন্ড হওয়া আধিকারিকরা হলেন রামপাল, অরবিন্দ, বীর দাস, গণেশ, অনিল, প্রদীপ, ভিমিত্ত এবং নরেন্দ্র ৷

  • Defence Minister Rajnath Singh in Lok Sabha on yesterday's security breach incident

    "Everyone has condemned this incident. You (Speaker) have taken cognizance of the matter. We have to be careful about to whom we issue the passes (to enter Parliament). All precautions possible… pic.twitter.com/bUfh6xseci

    — ANI (@ANI) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে আজ সকালে লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অধ্যক্ষ ওম বিড়লাকে উদ্দেশ্যে বলেন, "আমরা প্রত্যেকে এই ঘটনার নিন্দে করেছি ৷ আপনিও স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার বিষয়টি দেখেছেন ৷ সংসদে প্রবেশের পাশ ইস্যু করার ব্যাপারে আমাদের আরও সতর্ক হতে হবে ৷ ভবিষ্যতে সব রকম পদক্ষেপ করা হবে ৷"

বুধবারই সংসদে জঙ্গি হামলার 22 বছর পূর্ণ হল ৷ 2001 সালের 13 ডিসেম্বর সংসদে আচমকা হামলা চালিয়েছিল পাকিস্তানের লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের জঙ্গিরা ৷ সেই দিনেই লোকসভার মধ্যে হামলা চালায় দুই যুবক- সাগর শর্মা ও মনোরঞ্জন ডি ৷ শীতকালীন অধিবেশনের দিনে লোকসভার জিরো আওয়ার তখন শেষ পর্বে ৷ হঠাৎ দর্শকাসন থেকে নীচে লাফিয়ে পড়ে দুই যুবক ৷ সঙ্গে সঙ্গে তাদের জুতো থেকে হলুদ রঙের ধোঁয়া বেরতে থাকে ৷ তারা একেকটি বেঞ্চ লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ৷ এর সঙ্গে তারা স্লোগান দিচ্ছিল ৷ পরে অবশ্য নিম্নকক্ষে উপস্থিত সাংসদরা তাদের ধরে ফেলে ৷ পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

এদিকে ওই এক সময় সংসদের বাইরে থেকে অমল শিন্ডে আর নীলম দেবীকে গ্রেফতার করে পুলিশ ৷ তারাও সংসদের বাইরে থেকে হলুদ ধোঁয়া ছড়াচ্ছিল ৷ পাশাপাশি 'স্বৈরাচার চলবে না' বলে স্লোগানও দিচ্ছিল ৷ সাগর ও মনোরঞ্জন মাইসোরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার কাছ থেকে নতুন সংসদ ভবনে প্রবেশের পাশ পেয়েছিল ৷

বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় 5 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আরও একজনের সন্ধান চলছে ৷ ধৃতদের বিরুদ্ধে কঠোর ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ ৷ আজ সকাল থেকেই আরও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ শুধুমাত্র সাংসদদেরই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের
  2. সংসদে হামলার তদন্তে নয়া মোড়! 5 অভিযুক্তের নেপথ্যে ষড়যন্ত্রী অন্য কেউ, চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের
  3. 'ভয়ে কাঁপছিলাম, মাথা কাজ করছিল না'; ইটিভি ভারতকে জানালেন সাংসদ খগেন মুর্মু
Last Updated : Dec 14, 2023, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.