ETV Bharat / bharat

Rahul Gandhi: সাংসদ পদ ফিরল রাহুল গান্ধির, উচ্ছ্বসিত 'ইন্ডিয়া ' - সুপ্রিম কোর্ট

Lok Sabha Secretariat Restores Membership of Wayanad MP Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি । তাঁর সাংসদ পদ ফেরানোর কথা লিখিতভাবে জানাল লোকসভার সচিবালয় ৷ রাহুলের সাংসদ পদ ফিরতেই খুশির মেজাজ বিরোধী শিবিরে ৷

Rahul Gandhi ETV BHARAT
Rahul Gandhi
author img

By

Published : Aug 7, 2023, 10:45 AM IST

Updated : Aug 7, 2023, 11:33 AM IST

নয়াদিল্লি, 7 অগস্ট: সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ সোমবার লোকসভার সচিবালয় রাহুলের সাংসদ পদ পুনরায় ফিরিয়ে দিয়েছে ৷ সুপ্রিম কোর্ট সুরাত আদালতের রায়ে স্থগিতাদেশ দেওয়ার পর রাহুলের সাংসদ পদ ফেরানো নিয়ে জল্পনা ছিলই । সোমবার বাদল অধিবেশনের শুরুর আগেই লোকসভার সচিবালয় থেকে রাহুল গান্ধির ওয়াইনাডের সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়েছে ৷

  • Lok Sabha Secretariat restores membership of Wayanad MP Rahul Gandhi after the Supreme Court on Friday (August 4) stayed his conviction in the ‘Modi’ surname remark case.

    He was disqualified from the lower house in March 2023. pic.twitter.com/UBE3FvCGEN

    — ANI (@ANI) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুরাতের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাহুল গান্ধি ৷ সেখানে আদালতের নির্দেশে রাহুল হলফনামা জমা দেন ৷ সেই হলফনামায় জানিয়েছিলেন, মোদি পদবি নিয়ে তাঁর করা মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না ৷ ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷ এমনকি তাঁকে যে শাস্তি দেওয়া হয়েছে, সেই রকম মাত্রার কোনও অপরাধ তিনি করেননি ৷ বিচার ব্যবস্থার অবমাননা করা হচ্ছে বলে সেই হলফনামায় উল্লেখ করেন রাহুল ৷ অভিযোগ করেন, জনপ্রতিনিধি আইনের অপব্যবহার করা হয়েছে ৷

  • राहुल गांधी जी की संसद सदस्यता बहाल हो गई।

    ये सत्य की जीत है, भारत के लोगों की जीत है।

    खुशी का पल 🎊 pic.twitter.com/PIXzBNxycq

    — Congress (@INCIndia) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুলের হলফনামা জমা দেওয়ার পর, গত শুক্রবার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দেয় ৷ তার পরেই আজ ফের সাংসদ পদে রাহুল গান্ধিকে পুনর্বহাল করা হল লোকসভার সচিবালয়ের তরফে ৷ রাহুলের সাংসদ পদ ফেরানোর যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, সেটির একটি ছবিও কংগ্রেস টুইট করেছে ৷ যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয় ৷’’

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়া সহজ হবে না ! উদ্বেগে কংগ্রেস

এ দিন রাহুল গান্ধির সাংসদ পদ ফিরে আসার পরেই একে অপরকে মিষ্টিমুখ করালেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদরা ৷ মল্লিকার্জুন খাড়গের ঘরে অধীর চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, জয়রাম রমেশ, সঞ্জয় রাউতদের মিষ্টিমুখ করার ভিডিয়ো পোস্ট করেছে কংগ্রেস ৷ ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং, সাংসদ মনোজ ঝা, সুস্মিতা দেব-সহ অন্যান্যরাও ৷

আরও পড়ুন: শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি রাহুলের

‘মোদি’ পদবি নিয়ে 2019 লোকসভার নির্বাচনী প্রচারে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধি ৷ সেখানে ললিত মোদি এবং নীরব মোদিদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছিলেন তিনি ৷ রাহুলের মন্তব্য ছিল, ‘‘সব চোরদের পদবি কেন ‘মোদি’ হয় ?’’ তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে গুজরাতের এক বিজেপি বিধায়ক রাহুল গান্ধির বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রীর পদকে অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন ৷ যার দীর্ঘ শুনানিতে গত মার্চ মাসে রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করা হয় এবং 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুরাতের নিম্ন আদালত ৷

নয়াদিল্লি, 7 অগস্ট: সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ সোমবার লোকসভার সচিবালয় রাহুলের সাংসদ পদ পুনরায় ফিরিয়ে দিয়েছে ৷ সুপ্রিম কোর্ট সুরাত আদালতের রায়ে স্থগিতাদেশ দেওয়ার পর রাহুলের সাংসদ পদ ফেরানো নিয়ে জল্পনা ছিলই । সোমবার বাদল অধিবেশনের শুরুর আগেই লোকসভার সচিবালয় থেকে রাহুল গান্ধির ওয়াইনাডের সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়েছে ৷

  • Lok Sabha Secretariat restores membership of Wayanad MP Rahul Gandhi after the Supreme Court on Friday (August 4) stayed his conviction in the ‘Modi’ surname remark case.

    He was disqualified from the lower house in March 2023. pic.twitter.com/UBE3FvCGEN

    — ANI (@ANI) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুরাতের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাহুল গান্ধি ৷ সেখানে আদালতের নির্দেশে রাহুল হলফনামা জমা দেন ৷ সেই হলফনামায় জানিয়েছিলেন, মোদি পদবি নিয়ে তাঁর করা মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না ৷ ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷ এমনকি তাঁকে যে শাস্তি দেওয়া হয়েছে, সেই রকম মাত্রার কোনও অপরাধ তিনি করেননি ৷ বিচার ব্যবস্থার অবমাননা করা হচ্ছে বলে সেই হলফনামায় উল্লেখ করেন রাহুল ৷ অভিযোগ করেন, জনপ্রতিনিধি আইনের অপব্যবহার করা হয়েছে ৷

  • राहुल गांधी जी की संसद सदस्यता बहाल हो गई।

    ये सत्य की जीत है, भारत के लोगों की जीत है।

    खुशी का पल 🎊 pic.twitter.com/PIXzBNxycq

    — Congress (@INCIndia) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুলের হলফনামা জমা দেওয়ার পর, গত শুক্রবার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দেয় ৷ তার পরেই আজ ফের সাংসদ পদে রাহুল গান্ধিকে পুনর্বহাল করা হল লোকসভার সচিবালয়ের তরফে ৷ রাহুলের সাংসদ পদ ফেরানোর যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, সেটির একটি ছবিও কংগ্রেস টুইট করেছে ৷ যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয় ৷’’

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়া সহজ হবে না ! উদ্বেগে কংগ্রেস

এ দিন রাহুল গান্ধির সাংসদ পদ ফিরে আসার পরেই একে অপরকে মিষ্টিমুখ করালেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদরা ৷ মল্লিকার্জুন খাড়গের ঘরে অধীর চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, জয়রাম রমেশ, সঞ্জয় রাউতদের মিষ্টিমুখ করার ভিডিয়ো পোস্ট করেছে কংগ্রেস ৷ ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং, সাংসদ মনোজ ঝা, সুস্মিতা দেব-সহ অন্যান্যরাও ৷

আরও পড়ুন: শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি রাহুলের

‘মোদি’ পদবি নিয়ে 2019 লোকসভার নির্বাচনী প্রচারে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধি ৷ সেখানে ললিত মোদি এবং নীরব মোদিদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছিলেন তিনি ৷ রাহুলের মন্তব্য ছিল, ‘‘সব চোরদের পদবি কেন ‘মোদি’ হয় ?’’ তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে গুজরাতের এক বিজেপি বিধায়ক রাহুল গান্ধির বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রীর পদকে অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন ৷ যার দীর্ঘ শুনানিতে গত মার্চ মাসে রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করা হয় এবং 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুরাতের নিম্ন আদালত ৷

Last Updated : Aug 7, 2023, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.