ETV Bharat / bharat

Lok Sabha : নির্ধারিত সময়ের দু'দিন আগেই শেষ লোকসভার বাদল অধিবেশন - Loksabha Monsoon Session sine die

পেগাসাস ইস্যুতে দফায় দফায় মুলতুবি হয়েছে লোকসভা । অচলাবস্থা তৈরি হয়েছে একাধিক বার । বাদল অধিবেশন শেষ হওয়ার কথা ছিল 13 অগস্ট । কিন্তু তার দু'দিন আগেই শেষ হয়ে গেল লোকসভার বাদল অধিবেশন ।

ওম বিড়লা
ওম বিড়লা
author img

By

Published : Aug 11, 2021, 11:27 AM IST

Updated : Aug 11, 2021, 4:08 PM IST

নয়াদিল্লি, 11 অগস্ট : নির্ধারিত সময়ের দু'দিন আগেই শেষ হয়ে গেল লোকসভার বাদল অধিবেশন । আজ বেলা 11 টা 15 মিনিট নাগাদ লোকসভায় বাদল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয় । নির্ধারিত সূচি অনুযায়ী, অধিবেশন চলার কথা ছিল 13 অগস্ট (শুক্রবার) পর্যন্ত ।

সংসদের বাদল অধিবেশন শুরুর আগের দিনই পেগাসাস ইস্যু প্রকাশ্যে আসে । ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে । সাংবাদিক, বিরোধী নেতা থেকে শুরু করে বিজেপির নেতা-মন্ত্রীদের নামও উঠে আসে সেই তালিকায় । এরপর থেকেই বিরোধীদের নিশানায় কেন্দ্র । বাদল অধিবেশনের একেবারে প্রথম দিন থেকেই পেগাসাস ইস্যুতে দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ ভবন । বার বার অধিবেশন মুলতুবি হয়েছে । সংসদের কার্যপ্রণালী অচল হয়েছে । আর এই অচলাবস্থার কারণেই নির্ধারিত সময়ের দু'দিন আগেই শেষ করে দেওয়া হয় লোকসভার বাদল অধিবেশন ।

এদিকে আজ সংসদে কেঁদে ফেলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ৷ তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ তাঁকে যন্ত্রণা দিয়েছে ৷ এতটাই কষ্ট পেয়েছেন যে সারারাত ঘুমোতে পারেননি বলে জানালেন উপরাষ্ট্রপতি ৷

এই সংক্রান্ত খবর : বিরোধীরা সংসদের পবিত্রতা নষ্ট করেছে ! কেঁদে ফেললেন বেঙ্কাইয়া নাইডু

এদিকে, বিরোধীদের হইচইয়ে সংসদের কাজ ব্যাহত হলেও একাধিক বিল পাশ করেছে কেন্দ্র ৷ যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ কয়েকদিন আগে এই নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইট করেন ৷ তিনি বলেন, বিল পাশ হচ্ছে, না পাপড়ি চাট বানানো হচ্ছে ৷ তাঁর এই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নয়াদিল্লি, 11 অগস্ট : নির্ধারিত সময়ের দু'দিন আগেই শেষ হয়ে গেল লোকসভার বাদল অধিবেশন । আজ বেলা 11 টা 15 মিনিট নাগাদ লোকসভায় বাদল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয় । নির্ধারিত সূচি অনুযায়ী, অধিবেশন চলার কথা ছিল 13 অগস্ট (শুক্রবার) পর্যন্ত ।

সংসদের বাদল অধিবেশন শুরুর আগের দিনই পেগাসাস ইস্যু প্রকাশ্যে আসে । ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে । সাংবাদিক, বিরোধী নেতা থেকে শুরু করে বিজেপির নেতা-মন্ত্রীদের নামও উঠে আসে সেই তালিকায় । এরপর থেকেই বিরোধীদের নিশানায় কেন্দ্র । বাদল অধিবেশনের একেবারে প্রথম দিন থেকেই পেগাসাস ইস্যুতে দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ ভবন । বার বার অধিবেশন মুলতুবি হয়েছে । সংসদের কার্যপ্রণালী অচল হয়েছে । আর এই অচলাবস্থার কারণেই নির্ধারিত সময়ের দু'দিন আগেই শেষ করে দেওয়া হয় লোকসভার বাদল অধিবেশন ।

এদিকে আজ সংসদে কেঁদে ফেলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ৷ তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ তাঁকে যন্ত্রণা দিয়েছে ৷ এতটাই কষ্ট পেয়েছেন যে সারারাত ঘুমোতে পারেননি বলে জানালেন উপরাষ্ট্রপতি ৷

এই সংক্রান্ত খবর : বিরোধীরা সংসদের পবিত্রতা নষ্ট করেছে ! কেঁদে ফেললেন বেঙ্কাইয়া নাইডু

এদিকে, বিরোধীদের হইচইয়ে সংসদের কাজ ব্যাহত হলেও একাধিক বিল পাশ করেছে কেন্দ্র ৷ যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ কয়েকদিন আগে এই নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইট করেন ৷ তিনি বলেন, বিল পাশ হচ্ছে, না পাপড়ি চাট বানানো হচ্ছে ৷ তাঁর এই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Last Updated : Aug 11, 2021, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.