ETV Bharat / bharat

কর্নাটকে লকডাউনের মেয়াদ বাড়ল 14 জুন পর্যন্ত - করোনা

জুনের 14 তারিখ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল দক্ষিণী রাজ্য কর্নাটকে ৷ বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা জানান মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ৷

lockdown in Karnataka extended till 14 june
কর্ণাটকে লকডাউনের মেয়াদ বাড়ল 14 জুন পর্যন্ত
author img

By

Published : Jun 3, 2021, 7:01 PM IST

বেঙ্গালুরু, 3 জুন : আগামী 14 জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল দক্ষিণী রাজ্য কর্নাটকে ৷ যেহেতু রাজ্য়জুড়ে এখনও সম্পূর্ণ বাগে আসেনি করোনার সংক্রমণ এবং কোভিড আক্রান্তদের মৃত্য়ুর ঘটনা, তার জন্যই এই সিদ্ধান্ত ৷ বৃহস্পতিবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ৷ পাশাপাশি, গ্রামীণ এলাকাগুলিতে যেভাবে ছড়াচ্ছে ভয়ঙ্কর ভাইরাস, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷

সূত্রের খবর ছিল, করোনার শৃঙ্খল ভাঙতে যেসমস্ত বিধিনিষেধ জারি করা হয়েছে, সেগুলি হয়তো অপরিবর্তিতই রাখবে সরকার ৷ আন্তর্জেলা যাতায়াতের ক্ষেত্রেও বিধিনিষেধ একই থাকবে ৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য সকাল ছ’টা থেকে 10 টা পর্যন্ত কিছু শিথিলতা আগে থেকেই ছিল ৷ সূত্রের দাবি ছিল, অপরিবর্তিত থাকবে এই আচরণবিধিও ৷ যদিও এ বিষয়ে সরকারের উপর প্রবল চাপ রয়েছে ৷ অনেকেরই দাবি, শিথিলতার সময়সীমা বাড়িয়ে সকাল ছ’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত করা হোক ৷

এই পরিস্থিতিতে মন্ত্রিসভার কয়েকজন প্রবীণ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন ইয়েদুরাপ্পা ৷ জানা গিয়েছে, এদের একাংশ 7 জুনের পর থেকে ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষপাতী ছিলেন ৷ কারণ, ইতিমধ্যেই করোনার দৈনিক সংক্রমণ কমেছে প্রায় 65 শতাংশ ৷

আরও পড়ুন : মহারাষ্ট্রে 15 জুন পর্যন্ত লকডাউন, কী চলবে আর কী বন্ধ থাকবে জেনে নিন বিশদে

যদিও ভিন্ন মত পোষণ করেন করোনার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্যরা ৷ তাঁদের পরামর্শ ছিল, আরও অন্তত এক সপ্তাহ বাড়ানো হোক লকডাউনের মেয়াদ ৷ কারণ, এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণের হার ও মৃত্য়ুর সংখ্য়ায় পুরোপুরি রাশ টানা যায়নি ৷ আর সেই কারণেই রাজ্য়ে লকডাউনের মেয়াদ 14 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্নাটক সরকার ৷

বেঙ্গালুরু, 3 জুন : আগামী 14 জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল দক্ষিণী রাজ্য কর্নাটকে ৷ যেহেতু রাজ্য়জুড়ে এখনও সম্পূর্ণ বাগে আসেনি করোনার সংক্রমণ এবং কোভিড আক্রান্তদের মৃত্য়ুর ঘটনা, তার জন্যই এই সিদ্ধান্ত ৷ বৃহস্পতিবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ৷ পাশাপাশি, গ্রামীণ এলাকাগুলিতে যেভাবে ছড়াচ্ছে ভয়ঙ্কর ভাইরাস, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷

সূত্রের খবর ছিল, করোনার শৃঙ্খল ভাঙতে যেসমস্ত বিধিনিষেধ জারি করা হয়েছে, সেগুলি হয়তো অপরিবর্তিতই রাখবে সরকার ৷ আন্তর্জেলা যাতায়াতের ক্ষেত্রেও বিধিনিষেধ একই থাকবে ৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য সকাল ছ’টা থেকে 10 টা পর্যন্ত কিছু শিথিলতা আগে থেকেই ছিল ৷ সূত্রের দাবি ছিল, অপরিবর্তিত থাকবে এই আচরণবিধিও ৷ যদিও এ বিষয়ে সরকারের উপর প্রবল চাপ রয়েছে ৷ অনেকেরই দাবি, শিথিলতার সময়সীমা বাড়িয়ে সকাল ছ’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত করা হোক ৷

এই পরিস্থিতিতে মন্ত্রিসভার কয়েকজন প্রবীণ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন ইয়েদুরাপ্পা ৷ জানা গিয়েছে, এদের একাংশ 7 জুনের পর থেকে ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষপাতী ছিলেন ৷ কারণ, ইতিমধ্যেই করোনার দৈনিক সংক্রমণ কমেছে প্রায় 65 শতাংশ ৷

আরও পড়ুন : মহারাষ্ট্রে 15 জুন পর্যন্ত লকডাউন, কী চলবে আর কী বন্ধ থাকবে জেনে নিন বিশদে

যদিও ভিন্ন মত পোষণ করেন করোনার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্যরা ৷ তাঁদের পরামর্শ ছিল, আরও অন্তত এক সপ্তাহ বাড়ানো হোক লকডাউনের মেয়াদ ৷ কারণ, এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণের হার ও মৃত্য়ুর সংখ্য়ায় পুরোপুরি রাশ টানা যায়নি ৷ আর সেই কারণেই রাজ্য়ে লকডাউনের মেয়াদ 14 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্নাটক সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.