ETV Bharat / bharat

দিল্লিতে বাড়ল লকডাউনের সময়সীমা - রাজধানী দিল্লি

আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হল রাজধানী দিল্লির লকডাউন ৷ আজ দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একথা জানিয়েছেন ৷ 31 মে, ভোর 5টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে ৷ পরিস্থিতি বিচার করে পরবর্তী সময়ে লকডাউন বাড়ানো হবে কি না তা, ঠিক করা হবে ৷

lockdown-extended-in-delhi-for-one-week-till-31st-may
দিল্লিতে 31 মে ভোর 5টা পর্যন্ত বাড়ল লকডাউনের সময়সীমা
author img

By

Published : May 23, 2021, 12:55 PM IST

Updated : May 23, 2021, 3:16 PM IST

নয়াদিল্লি, 23 মে : রাজধানী দিল্লিতে আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হল লকডাউনের সময়সীমা ৷ 31 মে, ভোর 5টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে ৷ আজ দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একথা জানিয়েছেন ৷ সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, এই হারেই করোনার সংক্রমণ কমতে থাকলে, 31 মে-র পর থেকে ধীরে ধীরে আনলক প্রক্রিয়া শুরু করতে পারে দিল্লি সরকার ৷ তবে, সেক্ষেত্রে একাধিক নিয়মবিধি লাগু করা হতে পারে ৷

আরও পড়ুন : একই সংস্থার নয়, দুটি ভিন্ন সংস্থার দুই ডোজই কোভিড মোকাবিলায় বেশি কার্যকরী: রিপোর্ট

আজ অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, লকডাউন বাড়ানোর বিষয়ে অনেকের সঙ্গে কথা বলেছেন ৷ তাঁদের মতে, বর্তমানে লকডাউন তুলে নিলে সংক্রমণে যে রাশ টানা গিয়েছে, তা ফের হাতের বাইরে চলে যেতে পারে ৷ তাই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার ৷ পাশাপাশি লকডাউনে আগের মতোই বিধিনিষেধ বজায় থাকবে ৷ শুধুমাত্র জরুরি পরিষেবা ক্ষেত্রগুলিতে ছাড় থাকবে ৷

পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, এই লকডাউন ঠিক কতদিন টেনে নিয়ে যেতে হবে? তা সরকারের জানা নেই ৷ তবে, গত একমাসে দিল্লির বাসিন্দারা সরকারের সঙ্গে সহযোগিতা করেছেন ৷ একটি পরিবারের মতো দিল্লিবাসী এর সঙ্গে মোকাবিলা করছে বলে জানান কেজরিওয়াল ৷ এমনকি অক্সিজেনের অভাব দেখা দেওয়ার সময়েও দিল্লিবাসী একসঙ্গে লড়াই করেছেন বলে জানান তিনি ৷

নয়াদিল্লি, 23 মে : রাজধানী দিল্লিতে আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হল লকডাউনের সময়সীমা ৷ 31 মে, ভোর 5টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে ৷ আজ দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একথা জানিয়েছেন ৷ সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, এই হারেই করোনার সংক্রমণ কমতে থাকলে, 31 মে-র পর থেকে ধীরে ধীরে আনলক প্রক্রিয়া শুরু করতে পারে দিল্লি সরকার ৷ তবে, সেক্ষেত্রে একাধিক নিয়মবিধি লাগু করা হতে পারে ৷

আরও পড়ুন : একই সংস্থার নয়, দুটি ভিন্ন সংস্থার দুই ডোজই কোভিড মোকাবিলায় বেশি কার্যকরী: রিপোর্ট

আজ অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, লকডাউন বাড়ানোর বিষয়ে অনেকের সঙ্গে কথা বলেছেন ৷ তাঁদের মতে, বর্তমানে লকডাউন তুলে নিলে সংক্রমণে যে রাশ টানা গিয়েছে, তা ফের হাতের বাইরে চলে যেতে পারে ৷ তাই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার ৷ পাশাপাশি লকডাউনে আগের মতোই বিধিনিষেধ বজায় থাকবে ৷ শুধুমাত্র জরুরি পরিষেবা ক্ষেত্রগুলিতে ছাড় থাকবে ৷

পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, এই লকডাউন ঠিক কতদিন টেনে নিয়ে যেতে হবে? তা সরকারের জানা নেই ৷ তবে, গত একমাসে দিল্লির বাসিন্দারা সরকারের সঙ্গে সহযোগিতা করেছেন ৷ একটি পরিবারের মতো দিল্লিবাসী এর সঙ্গে মোকাবিলা করছে বলে জানান কেজরিওয়াল ৷ এমনকি অক্সিজেনের অভাব দেখা দেওয়ার সময়েও দিল্লিবাসী একসঙ্গে লড়াই করেছেন বলে জানান তিনি ৷

Last Updated : May 23, 2021, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.