ETV Bharat / bharat

10 জুন পর্যন্ত তেলাঙ্গানায় লকডাউন, বাড়ল ওড়িশা-হরিয়ানাতেও - ওড়িশা

তেলাঙ্গানায় আগামী 10 জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করল কে সি আর প্রশাসন ৷ একই সঙ্গে আগামী 17 জুন পর্যন্ত লকডাউন বাড়াল ওড়িশা সরকারও ৷ অন্যদিকে, 7 জুন পর্যন্ত লকডাউন বেড়েছে হরিয়ানাতেও ৷

LOCK DOWN EXTENDED IN TELANGANA TO june 10
10 জুন পর্যন্ত বাড়ল তেলাঙ্গানার লকডাউন
author img

By

Published : May 30, 2021, 8:07 PM IST

তেলাঙ্গানা, 30 মে : আরও 10 দিন বাড়ানো হল তেলাঙ্গানার লকডাউন ৷ আগামী 10জুন পর্যন্ত এই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কে সি আর’র মন্ত্রিসভা ৷ আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে, রোজের যে ছাড় দেওয়া হয়, তা বাড়িয়ে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত করা হয়েছে ৷ সেই সঙ্গে বেলা 2 টোর পর থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত কড়া লকডাউন চলবে বলে জানানো হয়েছে ৷

অন্যদিকে, ওড়িশা সরকারও তাদের লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রসঙ্গত, আগামিকাল ওড়িশার দ্বিতীয় দফার লকডাউনের শেষদিন ছিল ৷ তার আগে সে রাজ্যের মুখ্যসচিব আজ লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন ৷ যা আগামী 17 জুন পর্যন্ত বলবৎ থাকবে ৷ তবে, জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ওড়িশায় ৷

আরও পড়ুন :রাজ্যে 15 জুন পর্যন্ত বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধ

অন্যদিকে, হরিয়ানাতেও বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা ৷ 7 জুন পর্যন্ত হরিয়ানায় লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ৷ সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, দোকান খোলা রাখার জন্য নয়া সময় ধার্য করা হয়েছে ৷ সকাল 10 টা থেকে বিকেল 3টে পর্যন্ত দোকান খোলা রাখা যাবে ৷ সেই সঙ্গে রাত 10 টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কার্ফু জারি করা হয়েছে ৷

তেলাঙ্গানা, 30 মে : আরও 10 দিন বাড়ানো হল তেলাঙ্গানার লকডাউন ৷ আগামী 10জুন পর্যন্ত এই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কে সি আর’র মন্ত্রিসভা ৷ আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে, রোজের যে ছাড় দেওয়া হয়, তা বাড়িয়ে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত করা হয়েছে ৷ সেই সঙ্গে বেলা 2 টোর পর থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত কড়া লকডাউন চলবে বলে জানানো হয়েছে ৷

অন্যদিকে, ওড়িশা সরকারও তাদের লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রসঙ্গত, আগামিকাল ওড়িশার দ্বিতীয় দফার লকডাউনের শেষদিন ছিল ৷ তার আগে সে রাজ্যের মুখ্যসচিব আজ লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন ৷ যা আগামী 17 জুন পর্যন্ত বলবৎ থাকবে ৷ তবে, জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ওড়িশায় ৷

আরও পড়ুন :রাজ্যে 15 জুন পর্যন্ত বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধ

অন্যদিকে, হরিয়ানাতেও বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা ৷ 7 জুন পর্যন্ত হরিয়ানায় লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ৷ সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, দোকান খোলা রাখার জন্য নয়া সময় ধার্য করা হয়েছে ৷ সকাল 10 টা থেকে বিকেল 3টে পর্যন্ত দোকান খোলা রাখা যাবে ৷ সেই সঙ্গে রাত 10 টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কার্ফু জারি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.