হাপুর (উত্তরপ্রদেশ), 16 নভেম্বর: সিঙাড়ার মধ্যে মিলল টিকটিকি । সেই সিঙাড়া খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বাবা ও মেয়ে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলার পিলখুয়া কোতোয়ালি এলাকায় ৷ মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে । খাদ্য দফতরের দল ওই সিঙাড়া দোকান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে । সিঙাড়ায় টিকটিকির ভিডিয়ো এবং ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । এতে টিকটিকির দেহের সামনের অংশ সিঙাড়ার ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছে ।
জানা গিয়েছে, কোতোয়ালি এলাকার নিউ আর্য নগরের বাসিন্দা মনোজ কুমার একজন দোকানদার । বুধবার তাঁর ছেলে অজয় মহল্লা কিষাণগঞ্জের একটি দোকান থেকে পাঁচটি সিঙাড়া কিনেছিলেন । তার মধ্যে দুটো সিঙাড়া তিনি বাবাকে খাওয়ার জন্য দোকানে তাঁকে দিয়ে যান ৷ মনোজ কুমার জানান, মেয়ে যখন বাড়িতে সিঙাড়া খেতে শুরু করে তখন তাতে একটি টিকটিকি দেখতে পায় ৷ এতে হতবাক হয়ে যায় পরিবার । কিছুক্ষণের মধ্যেই মেয়ের স্বাস্থ্যের অবনতি হয় । পরিবারের অন্য সদস্যরা দোকানে ফোন করে মনোজকে সেই সিঙাড়া খেতে বারণ করেন ৷ তবে মনোজ তার আগেই সিঙাড়া খেয়ে ফেলেন ।
মনোজ কুমার জানান, এরপর তাঁর বমি শুরু হয় । যদিও তাঁর স্বাস্থ্যের খুব একটা অবনতি হয়নি ৷ কিন্তু তাঁর মেয়ের অবস্থা আশংকাজনক হলে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । পরিবারের পক্ষ থেকে খাদ্য দফতরকে বিষয়টিও জানানো হয়েছে । খবর পেয়ে খাদ্য আধিকারিক ওম প্রকাশ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন । পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি । সিঙাড়ার নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে । রিপোর্ট এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে ।
প্রসঙ্গত,কয়েকদিন আগে ধৌলানা এলাকায় বিরিয়ানি খেতে গিয়ে এক যুবকের প্লেটে একটি টিকটিকি পাওয়া গিয়েছিল । তার ভিডিয়োটিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । এরপর খাদ্য দফতরের দল ঘটনাস্থলে পৌঁছে বিরিয়ানির নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠায় ৷
আরও পড়ুন: