নয়াদিল্লি, 5 জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তিনি এদিন টুইট করে এই নিয়ে বার্তা দেন ৷ টুইটারে রাষ্ট্রপতি লিখেছেন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করা ভারতীয় রীতিনীতির কেন্দ্রে অবস্থিত ৷
প্রতি বছর 5 জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় ৷ এই বছরও সমানভাবে পালিত হচ্ছে পরিবেশ দিবস ৷ সেই উপলক্ষ্যে টুইট করতে গিয়ে রাষ্ট্রপতি তুলে ধরেছেন করোনা পরিস্থিতির কথা ৷
টুইটারে তিনি লিখেছেন যে ভালো ভবিষ্যতের লক্ষ্যে সারা বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে ৷ কারণ, মানবতা এখন কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ৷ সেটা থেকেই শিক্ষা নিয়েই ভবিষ্যতের কথা ভাবার জন্য বলেছেন রাষ্ট্রপতি ৷
আরও পড়ুন : World Environment Day : কেন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস ?