ETV Bharat / bharat

Liquor Seized in LPG Cylinder : 'তৃষ্ণার্ত' বিহারে গ্যাস সিলিন্ডারে মদ পাচার ! গ্রেফতার 1 - বিহারে গ্যাস সিলিন্ডারের ভিতরে লুকিয়ে মদপাচার

এলপিজি সিলিন্ডারের ভিতরে লুকিয়ে মদপাচার করতে গিয়ে বিহারে ধরা পড়ল এক ব্যক্তি (Liquor Seized in LPG Cylinder in Bihar) ৷ বিহারের পটনার কদমঘাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তার কাছ থেকে 50 লিটার মদ উদ্ধার হয়েছে ৷

Liquor Seized in LPG Cylinder in Bihar
Liquor Seized in LPG Cylinder in Bihar
author img

By

Published : Apr 13, 2022, 2:13 PM IST

পটনা, 13 এপ্রিল : এলপিজি সিলিন্ডারের ভিতরে লুকিয়ে মদ পাচার ! সাধারণের চোখে ধুলো দিতে এমনই পন্থা নিল বিহারের মদ পাচারকারীরা ৷ ঘটনাটি পটনার কদমঘাটের (Liquor Seized in LPG Cylinder in Bihar) ৷ মঙ্গলবার স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনার কথা প্রকাশ্যে আনে ৷ একটি সিলিন্ডারে প্রায় 50 লিটার মদ সিলিন্ডারের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ৷ জানা গিয়েছে, সিলিন্ডারের নিচের অংশকে কেটে তার ভিতরে ঢুকিয়ে মদ পাচার করা হচ্ছিল ৷

মদপাচারের খবর পেয়ে, কদমঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তি ভূষণ রাইকে গ্রেফতার করেছে ৷ বিহার সরকার সম্প্রতি মদ সহ ধরা পড়ার ক্ষেত্রে তাদের জরিমানার হার সংশোধন করেছে ৷ বিহারে প্রথমবার মদ সহ ধরা পড়লে যে জরিমানা ধার্য হয়, সেখানেও সংশোধন করা হয়েছে ৷ বিহার বিধানসভায় এটি আইন হিসেবে পাশ করানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, প্রথমবার মদ সহ কেউ ধরা পড়লে ধৃত জরিমানা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে ৷

আরও পড়ুন : Bihar Hooch consumption death: বিহারে বিষমদ খেয়ে মৃত 19!

প্রথমবার মদ সহ ধরা পড়লে 2-5 হাজার টাকার মধ্যে জরিমানা করা হবে ৷ আর তার পরে ফের ধরা পড়লে একমাসের জেল হবে পাচারকারী ৷ প্রথমবার বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর জরিমানা সহ শাস্তির কড়াকড়ি করা হয়েছিল ৷ প্রথমবার মদ সহ ধরা পড়লে 50 হাজার টাকা জরিমানা করা হতো ৷ সেটি হতো 2018 সালের সংশোধিত আইন অনুযায়ী ৷

পটনা, 13 এপ্রিল : এলপিজি সিলিন্ডারের ভিতরে লুকিয়ে মদ পাচার ! সাধারণের চোখে ধুলো দিতে এমনই পন্থা নিল বিহারের মদ পাচারকারীরা ৷ ঘটনাটি পটনার কদমঘাটের (Liquor Seized in LPG Cylinder in Bihar) ৷ মঙ্গলবার স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনার কথা প্রকাশ্যে আনে ৷ একটি সিলিন্ডারে প্রায় 50 লিটার মদ সিলিন্ডারের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ৷ জানা গিয়েছে, সিলিন্ডারের নিচের অংশকে কেটে তার ভিতরে ঢুকিয়ে মদ পাচার করা হচ্ছিল ৷

মদপাচারের খবর পেয়ে, কদমঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তি ভূষণ রাইকে গ্রেফতার করেছে ৷ বিহার সরকার সম্প্রতি মদ সহ ধরা পড়ার ক্ষেত্রে তাদের জরিমানার হার সংশোধন করেছে ৷ বিহারে প্রথমবার মদ সহ ধরা পড়লে যে জরিমানা ধার্য হয়, সেখানেও সংশোধন করা হয়েছে ৷ বিহার বিধানসভায় এটি আইন হিসেবে পাশ করানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, প্রথমবার মদ সহ কেউ ধরা পড়লে ধৃত জরিমানা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে ৷

আরও পড়ুন : Bihar Hooch consumption death: বিহারে বিষমদ খেয়ে মৃত 19!

প্রথমবার মদ সহ ধরা পড়লে 2-5 হাজার টাকার মধ্যে জরিমানা করা হবে ৷ আর তার পরে ফের ধরা পড়লে একমাসের জেল হবে পাচারকারী ৷ প্রথমবার বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর জরিমানা সহ শাস্তির কড়াকড়ি করা হয়েছিল ৷ প্রথমবার মদ সহ ধরা পড়লে 50 হাজার টাকা জরিমানা করা হতো ৷ সেটি হতো 2018 সালের সংশোধিত আইন অনুযায়ী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.