নয়াদিল্লি ও বালাসোর, 4 জুন: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় 300 ৷ জখম বহু ৷ অনেকের অবস্থা সংকটজনক ৷ এর মধ্যে কিছুটা হলেও আশার আলো দেখালো লাইফ ইনস্যুরেন্স অফ ইন্ডিয়া বা এলআইসি ৷ বিমা কোম্পানির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ওড়িশার বালোসোরে ট্রেন দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে ৷
রেল দুর্ঘটনায় মৃত-জখম ব্যক্তিদের মধ্যে অনেকেরই বিমা করানো আছে ৷ স্বভাবত, এই পরিস্থিতিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি তাদের প্রাপ্য বিমার জন্য দাবি জানাবে ৷ দ্রুত তাদের বিমার টাকা দিয়ে দেওয়ার বন্দোবস্ত করবে এলআইসি ৷ ওই বিজ্ঞপ্তিতে এলআইসির চেয়ারপার্সন সিদ্ধার্থ মোহান্তির পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়েছে ৷
-
Press Release - LIC Chairperson announces relaxations for victims of Balasore Tragedy#OdishaTrainAccident #OdishaTrainMishap #OdishaTrainCrash #LIC pic.twitter.com/83kGWf8PAJ
— LIC India Forever (@LICIndiaForever) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Press Release - LIC Chairperson announces relaxations for victims of Balasore Tragedy#OdishaTrainAccident #OdishaTrainMishap #OdishaTrainCrash #LIC pic.twitter.com/83kGWf8PAJ
— LIC India Forever (@LICIndiaForever) June 3, 2023Press Release - LIC Chairperson announces relaxations for victims of Balasore Tragedy#OdishaTrainAccident #OdishaTrainMishap #OdishaTrainCrash #LIC pic.twitter.com/83kGWf8PAJ
— LIC India Forever (@LICIndiaForever) June 3, 2023
বিজ্ঞপ্তিতে বিমা সংস্থাটি জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দায়বদ্ধ ৷ 2 জুন বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃত বা জখমদের মধ্যে অনেকের এই সংস্থায় বিমা করানো আছে ৷ এই সময় আর্থিক সাহায্য প্রয়োজন ৷ তাই সংস্থাটি দ্রুত গতিতে সেইসব বিমার টাকা মিটিয়ে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ করবে ৷ এলআইসির চেয়ারপার্সন সিদ্ধার্থ মোহান্তি এলআইসি পলিসির দাবিদারদের জন্য যথাযোগ্য ছাড় দেওয়ার ঘোষণা করেছেন ৷ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে ৷
সরকারি হিসেবে বালাসোরে এই দুর্ঘটনায় 288 জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা 900 ছাড়িয়েছে ৷ রেল কর্তৃপক্ষ মৃত ও আহতদের তালিকা প্রকাশ করেছে ৷ এমতাবস্থায় মৃতের সংশাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেটের সঙ্গে পুলিশ অথবা রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের কোনও কর্তৃপক্ষের স্বীকৃতি প্রমাণ হিসেবে পেশ করতে হবে এলআইসির দাবিদারকে ৷ ডিভিশনাল এবং ব্রাঞ্চ লেভেলে বিমা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধানের জন্য বিশেষ হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে৷ এখানে দাবিদাররা তাঁদের প্রয়োজনীয় সাহায্য পাবেন ৷
এলআইসি নিশ্চত করেছে যাতে দাবিদাররা তাদের প্রাপ্য টাকা পেয়ে যান৷ এর জন্য দ্রুতগতিতে কাজ করবে এলআইসি ৷ বিমার দাবিদাররা তাঁদের এলাকার কাছাকাছি ব্রাঞ্চ বা ডিভিশন বা কাস্টমার জোনে যোগাযোগ করতে পারেন ৷ এর জন্য একটি নম্বরও দিয়েছে এলআইসি । সেটি হল 022-68276827 ৷
আরও পড়ুন: রেল পরিবারকে ভুলতে পারেননি মমতা, বর্তমানকে পরামর্শ দিতে প্রস্তুত প্রাক্তন