ETV Bharat / bharat

Laskar Militant Arrested : নিরাপত্তাবাহিনীর উপর হামলার ছক বানচাল, উপত্যকায় গ্রেফতার লস্কর জঙ্গি - LeT terrorist planning to attack security forces helds in Jammu and Kashmir

নিরাপত্তারক্ষীদের উপর হামলার পরিকল্পনা রূপায়ণের আগেই উপত্যকায় গ্রেফতার এক লস্কর সেনা (LeT terrorist planning to attack security forces helds in Jammu and Kashmir) ৷ রিজওয়ান শফি নামে ধৃত লস্কর-ই-তৈবা জঙ্গি কুপওয়ারা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

Laskar Militant Arrested
উপত্যকায় এক লস্ক জঙ্গিকে গ্রেফতার করল সেনা
author img

By

Published : May 14, 2022, 12:55 PM IST

রাফিয়াবাদ, 14 মে : জম্মু-কাশ্মীরের রাফিয়াবাদ, সোপোর এলাকায় নিরাপত্তাবাহিনী এবং ভিআইপি-দের উপর হামলার ছক কষেছিল এক লস্কর-ই-তৈবা জঙ্গি ৷ কিন্তু পরিকল্পনা রূপায়ণের আগেই শনিবার সেই জঙ্গিকে গ্রেফতার করল ভারতীয় সেনা (LeT terrorist planning to attack security forces helds in Jammu and Kashmir) ৷ রিজওয়ান শফি নামে ধৃত লস্কর-ই-তৈবা জঙ্গি কুপওয়ারা জেলার বাসিন্দার বলে জানা গিয়েছে ৷

ভারতীয় সেনার তরফে এ বিষয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, "গোপন সূত্রে খবর পেয়ে সেনা রাফিয়াবাদ পুলিশের সঙ্গে যৌথ অভিযানে সামিল হয়ে এক জঙ্গিকে গ্রেফতার করে ৷ ধৃতের কাছ থেকে পিস্তল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ৷" বিবৃতিতে আরও বলা হয়েছে, "ধৃত ওই জঙ্গি লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে ৷ নিরাপত্তাবাহিনীর পাশাপাশি রাফিয়াবাদ এবং সোপোর এলাকায় ভিআইপি-দের উপর আক্রমণের পরিকল্পনা ছিল তার ৷"

আরও পড়ুন : ক্ষোভে ফুঁসছে উপত্যকা, সরকারবিরোধী স্লোগানে শেষকৃত্য সম্পন্ন নিহত কাশ্মীরী পণ্ডিতের

বৃহস্পতিবার বদগামে সন্ত্রাসবাদীদের হাতে কাশ্মীরী পণ্ডিতের টার্গেট কিলিং'য়ের ঘটনায় অশান্ত উপত্যকা ৷ এমতাবস্থায় জঙ্গি গ্রেফতারির ঘটনা নিঃসন্দেহে সেনার সাফল্য ৷ ধৃতের বিরুদ্ধে সেনার তরফে মামলাও রুজু করা হয়েছে ইতিমধ্যেই ৷

রাফিয়াবাদ, 14 মে : জম্মু-কাশ্মীরের রাফিয়াবাদ, সোপোর এলাকায় নিরাপত্তাবাহিনী এবং ভিআইপি-দের উপর হামলার ছক কষেছিল এক লস্কর-ই-তৈবা জঙ্গি ৷ কিন্তু পরিকল্পনা রূপায়ণের আগেই শনিবার সেই জঙ্গিকে গ্রেফতার করল ভারতীয় সেনা (LeT terrorist planning to attack security forces helds in Jammu and Kashmir) ৷ রিজওয়ান শফি নামে ধৃত লস্কর-ই-তৈবা জঙ্গি কুপওয়ারা জেলার বাসিন্দার বলে জানা গিয়েছে ৷

ভারতীয় সেনার তরফে এ বিষয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, "গোপন সূত্রে খবর পেয়ে সেনা রাফিয়াবাদ পুলিশের সঙ্গে যৌথ অভিযানে সামিল হয়ে এক জঙ্গিকে গ্রেফতার করে ৷ ধৃতের কাছ থেকে পিস্তল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ৷" বিবৃতিতে আরও বলা হয়েছে, "ধৃত ওই জঙ্গি লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে ৷ নিরাপত্তাবাহিনীর পাশাপাশি রাফিয়াবাদ এবং সোপোর এলাকায় ভিআইপি-দের উপর আক্রমণের পরিকল্পনা ছিল তার ৷"

আরও পড়ুন : ক্ষোভে ফুঁসছে উপত্যকা, সরকারবিরোধী স্লোগানে শেষকৃত্য সম্পন্ন নিহত কাশ্মীরী পণ্ডিতের

বৃহস্পতিবার বদগামে সন্ত্রাসবাদীদের হাতে কাশ্মীরী পণ্ডিতের টার্গেট কিলিং'য়ের ঘটনায় অশান্ত উপত্যকা ৷ এমতাবস্থায় জঙ্গি গ্রেফতারির ঘটনা নিঃসন্দেহে সেনার সাফল্য ৷ ধৃতের বিরুদ্ধে সেনার তরফে মামলাও রুজু করা হয়েছে ইতিমধ্যেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.