ETV Bharat / bharat

Laskar Militant Arrested : নিরাপত্তাবাহিনীর উপর হামলার ছক বানচাল, উপত্যকায় গ্রেফতার লস্কর জঙ্গি

author img

By

Published : May 14, 2022, 12:55 PM IST

নিরাপত্তারক্ষীদের উপর হামলার পরিকল্পনা রূপায়ণের আগেই উপত্যকায় গ্রেফতার এক লস্কর সেনা (LeT terrorist planning to attack security forces helds in Jammu and Kashmir) ৷ রিজওয়ান শফি নামে ধৃত লস্কর-ই-তৈবা জঙ্গি কুপওয়ারা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

Laskar Militant Arrested
উপত্যকায় এক লস্ক জঙ্গিকে গ্রেফতার করল সেনা

রাফিয়াবাদ, 14 মে : জম্মু-কাশ্মীরের রাফিয়াবাদ, সোপোর এলাকায় নিরাপত্তাবাহিনী এবং ভিআইপি-দের উপর হামলার ছক কষেছিল এক লস্কর-ই-তৈবা জঙ্গি ৷ কিন্তু পরিকল্পনা রূপায়ণের আগেই শনিবার সেই জঙ্গিকে গ্রেফতার করল ভারতীয় সেনা (LeT terrorist planning to attack security forces helds in Jammu and Kashmir) ৷ রিজওয়ান শফি নামে ধৃত লস্কর-ই-তৈবা জঙ্গি কুপওয়ারা জেলার বাসিন্দার বলে জানা গিয়েছে ৷

ভারতীয় সেনার তরফে এ বিষয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, "গোপন সূত্রে খবর পেয়ে সেনা রাফিয়াবাদ পুলিশের সঙ্গে যৌথ অভিযানে সামিল হয়ে এক জঙ্গিকে গ্রেফতার করে ৷ ধৃতের কাছ থেকে পিস্তল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ৷" বিবৃতিতে আরও বলা হয়েছে, "ধৃত ওই জঙ্গি লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে ৷ নিরাপত্তাবাহিনীর পাশাপাশি রাফিয়াবাদ এবং সোপোর এলাকায় ভিআইপি-দের উপর আক্রমণের পরিকল্পনা ছিল তার ৷"

আরও পড়ুন : ক্ষোভে ফুঁসছে উপত্যকা, সরকারবিরোধী স্লোগানে শেষকৃত্য সম্পন্ন নিহত কাশ্মীরী পণ্ডিতের

বৃহস্পতিবার বদগামে সন্ত্রাসবাদীদের হাতে কাশ্মীরী পণ্ডিতের টার্গেট কিলিং'য়ের ঘটনায় অশান্ত উপত্যকা ৷ এমতাবস্থায় জঙ্গি গ্রেফতারির ঘটনা নিঃসন্দেহে সেনার সাফল্য ৷ ধৃতের বিরুদ্ধে সেনার তরফে মামলাও রুজু করা হয়েছে ইতিমধ্যেই ৷

রাফিয়াবাদ, 14 মে : জম্মু-কাশ্মীরের রাফিয়াবাদ, সোপোর এলাকায় নিরাপত্তাবাহিনী এবং ভিআইপি-দের উপর হামলার ছক কষেছিল এক লস্কর-ই-তৈবা জঙ্গি ৷ কিন্তু পরিকল্পনা রূপায়ণের আগেই শনিবার সেই জঙ্গিকে গ্রেফতার করল ভারতীয় সেনা (LeT terrorist planning to attack security forces helds in Jammu and Kashmir) ৷ রিজওয়ান শফি নামে ধৃত লস্কর-ই-তৈবা জঙ্গি কুপওয়ারা জেলার বাসিন্দার বলে জানা গিয়েছে ৷

ভারতীয় সেনার তরফে এ বিষয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, "গোপন সূত্রে খবর পেয়ে সেনা রাফিয়াবাদ পুলিশের সঙ্গে যৌথ অভিযানে সামিল হয়ে এক জঙ্গিকে গ্রেফতার করে ৷ ধৃতের কাছ থেকে পিস্তল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ৷" বিবৃতিতে আরও বলা হয়েছে, "ধৃত ওই জঙ্গি লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে ৷ নিরাপত্তাবাহিনীর পাশাপাশি রাফিয়াবাদ এবং সোপোর এলাকায় ভিআইপি-দের উপর আক্রমণের পরিকল্পনা ছিল তার ৷"

আরও পড়ুন : ক্ষোভে ফুঁসছে উপত্যকা, সরকারবিরোধী স্লোগানে শেষকৃত্য সম্পন্ন নিহত কাশ্মীরী পণ্ডিতের

বৃহস্পতিবার বদগামে সন্ত্রাসবাদীদের হাতে কাশ্মীরী পণ্ডিতের টার্গেট কিলিং'য়ের ঘটনায় অশান্ত উপত্যকা ৷ এমতাবস্থায় জঙ্গি গ্রেফতারির ঘটনা নিঃসন্দেহে সেনার সাফল্য ৷ ধৃতের বিরুদ্ধে সেনার তরফে মামলাও রুজু করা হয়েছে ইতিমধ্যেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.