ETV Bharat / bharat

LCA lands on INS Vikrant: নৌসেনার শক্তি বাড়ল, আইএনএস বিক্রান্তে সফল অবতরণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানের

সোমবার দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তে সফলভাবে অবতরণ করেছে একটি লাইট কমব্যাট এয়ারক্রাফট ও মিগ-29কে যুদ্ধ বিমান ৷ বিষয়টিকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে নৌসেনা (Indian Navy) ৷

ETV Bharat
যুদ্ধবিমানের অবতরণ আইএনএস বিক্রান্তে
author img

By

Published : Feb 6, 2023, 10:26 PM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে আরও একধাপ এগলো দেশ ৷ যুদ্ধবিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত'য়ে সোমবার সফলভাবে অবতরণ করেছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি লাইট কমব্যাট এয়ারক্রাফট(এলসিএ) ৷ এদিন এই হালকা যুদ্ধবিমানের একটি প্রটোটাইপ আইএনএস বিক্রান্তে নামে ৷ এদিনের এই অবতরণকে ঐতিহাসিক মাইলস্টোন বলে দাবি করেছে নৌসেনা ৷ পাশাপাশি, রাশিয়ায় তৈরি একটি মিগ-29কে যুদ্ধ বিমানও এদিন সফল অবতরণ করেছে আইএনএস বিক্রান্ত'য়ে (INS Vikrant) ৷ উল্লেখ্য, বিক্রান্ত হল ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম রণতরী, যা নৌসেনার অন্তর্ভুক্ত হয়েছে ৷

ভারতের নৌসেনার জন্য দুটি ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান তৈরির সিদ্ধান্ত নিয়েছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হ্যাল (HAL) ৷ মনে করা হচ্ছে, এদিন আইএনএস বিক্রান্ত থেকে হালকা যুদ্ধ বিমানের সফল অবতরণ ও উড়ান সেই লক্ষ্যেই আরও এককদম এগিয়ে দিল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে ৷ এক বিবৃতিতে এদিন নৌসেনার তরফে জানানো হয়েছে, আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এদিন এক ঐতিহাসিক মাইলস্টোন অর্জন করল নৌসেনা (indigenously developed LCA landed on INS Vikrant ) ৷

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মহড়ায় শক্তি প্রদর্শন দেশীয় প্রযুক্তির রণতরী আইএনএস সাতপুরার

নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল এই প্রসঙ্গে জানিয়েছেন, ভারতীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্তকে পুরোপুরিভাবে কাজে লাগানোর যে প্রস্তুতি শুরু হয়েছে, সেই লক্ষ্যে যুদ্ধবিমানগুলির এই অবতরণ ও উড়ান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ এরফলে নৌবাহিনীর ক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতি আরও বাড়বে ৷ এদিন এই যুদ্ধ জাহাজে যে মিগ-29কে যুদ্ধবিমান অবতরণ করেছে ও পরে উড়ান ভরেছে সেরকম 40টি যুদ্ধ বিমান বর্তমানে নৌসেনার কাছে রয়েছে ৷ আইএনএস বিক্রান্ত এরকম 30টি যুদ্ধবিমান বহনে সক্ষম ৷

আইএনএস বিক্রান্তের জন্য 26টি এরকম বেক-বেসড হালকা যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা রয়েছে নৌসেনার ৷ উল্লেখ্য, ভারতীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্তে 2 হাজার 300টি কমপার্টমেন্ট আছে ৷ 1 হাজার 700 জন একসঙ্গে এই যুদ্ধ জাহাজে থাকতে পারেন ৷ রয়েছে মহিলা অফিসারদের জন্য বিশেষ কেবিন ৷ এই যুদ্ধ জাহাজ 262 মিটার লম্বা ও 62 মিটার চওড়া ৷ উচ্চতায় 59 মিটার ৷

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে আরও একধাপ এগলো দেশ ৷ যুদ্ধবিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত'য়ে সোমবার সফলভাবে অবতরণ করেছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি লাইট কমব্যাট এয়ারক্রাফট(এলসিএ) ৷ এদিন এই হালকা যুদ্ধবিমানের একটি প্রটোটাইপ আইএনএস বিক্রান্তে নামে ৷ এদিনের এই অবতরণকে ঐতিহাসিক মাইলস্টোন বলে দাবি করেছে নৌসেনা ৷ পাশাপাশি, রাশিয়ায় তৈরি একটি মিগ-29কে যুদ্ধ বিমানও এদিন সফল অবতরণ করেছে আইএনএস বিক্রান্ত'য়ে (INS Vikrant) ৷ উল্লেখ্য, বিক্রান্ত হল ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম রণতরী, যা নৌসেনার অন্তর্ভুক্ত হয়েছে ৷

ভারতের নৌসেনার জন্য দুটি ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান তৈরির সিদ্ধান্ত নিয়েছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হ্যাল (HAL) ৷ মনে করা হচ্ছে, এদিন আইএনএস বিক্রান্ত থেকে হালকা যুদ্ধ বিমানের সফল অবতরণ ও উড়ান সেই লক্ষ্যেই আরও এককদম এগিয়ে দিল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে ৷ এক বিবৃতিতে এদিন নৌসেনার তরফে জানানো হয়েছে, আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এদিন এক ঐতিহাসিক মাইলস্টোন অর্জন করল নৌসেনা (indigenously developed LCA landed on INS Vikrant ) ৷

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মহড়ায় শক্তি প্রদর্শন দেশীয় প্রযুক্তির রণতরী আইএনএস সাতপুরার

নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল এই প্রসঙ্গে জানিয়েছেন, ভারতীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্তকে পুরোপুরিভাবে কাজে লাগানোর যে প্রস্তুতি শুরু হয়েছে, সেই লক্ষ্যে যুদ্ধবিমানগুলির এই অবতরণ ও উড়ান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ এরফলে নৌবাহিনীর ক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতি আরও বাড়বে ৷ এদিন এই যুদ্ধ জাহাজে যে মিগ-29কে যুদ্ধবিমান অবতরণ করেছে ও পরে উড়ান ভরেছে সেরকম 40টি যুদ্ধ বিমান বর্তমানে নৌসেনার কাছে রয়েছে ৷ আইএনএস বিক্রান্ত এরকম 30টি যুদ্ধবিমান বহনে সক্ষম ৷

আইএনএস বিক্রান্তের জন্য 26টি এরকম বেক-বেসড হালকা যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা রয়েছে নৌসেনার ৷ উল্লেখ্য, ভারতীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্তে 2 হাজার 300টি কমপার্টমেন্ট আছে ৷ 1 হাজার 700 জন একসঙ্গে এই যুদ্ধ জাহাজে থাকতে পারেন ৷ রয়েছে মহিলা অফিসারদের জন্য বিশেষ কেবিন ৷ এই যুদ্ধ জাহাজ 262 মিটার লম্বা ও 62 মিটার চওড়া ৷ উচ্চতায় 59 মিটার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.