ETV Bharat / bharat

Chandrababu Naidu: সেন্ট্রাল জেলে প্রাণহানির হুমকি! চন্দ্রবাবুকে গৃহবন্দি করার আবেদন আইনজীবীর - অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু

চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করেছে সিআইডি ৷ তিনি এখন বিজয়ওয়াড়ায় সেন্ট্রাল জেলে ৷ তবে সেখানে তাঁর নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁর আইনজীবীরা ৷

ETV Bharat
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 12:27 PM IST

Updated : Sep 12, 2023, 1:18 PM IST

বিজয়ওয়াড়া, 12 সেপ্টেম্বর: প্রাণনাশের হুমকি পাচ্ছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ তাই তেলেগু দেশম পার্টির প্রধানকে গৃহবন্দি অবস্থায় রাখার জন্য বিজয়ওয়াড়ার একটি আদালতে আবেদন জানিয়েছেন চন্দ্রবাবুর আইনজীবীরা ৷ আইনজীবী সিদ্ধার্থ লুথরার নেতৃত্বে বিশেষজ্ঞ আইনজীবীদের দল বিজয়ওয়াড়ার এসিবি আদালতে তাঁর সুরক্ষা ব্যবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ৷

শনিবার, 10 সেপ্টেম্বর ভোর 6টা নাগাদ স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতিতে সিআইডি তাঁকে গ্রেফতার করেছে ৷ রবিবার ভোরে টিডিপি প্রধান চন্দ্রবাবুকে বিজয়ওয়াড়ার একটি আদালতে পেশ করা হয় ৷ 14 দিনের জেল হেফাজতে তিনি এখন রাজামহেন্দ্রভরম সেন্ট্রাল জেলে রয়েছেন ৷ তবে সেখানে তাঁর নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷

অ্যান্টি করাপশন ব্যুরো কোর্টে আইনজীবী সিদ্ধার্থ লুথরা সওয়াল-জবাবে জানান, সেন্ট্রাল জেলে চন্দ্রবাবু নাইডুকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ৷ ওই কারাগারে কুখ্যাত অপরাধীরা রয়েছে ৷ তাই সেখানে অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বন্দি রাখাটা সুরক্ষিত নয় ৷ সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও জানান, চন্দ্রবাবু নাইডু জেড+ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ৷ ন্যাশনাল সিকিউরিটি গার্ডরা তাঁকে পাহারা দেন ৷ 73 বছর বয়সি এই প্রবীণ নেতা ডায়াবেটিসে ভুগছেন ৷ রক্তচাপজনিত সমস্যাও রয়েছে ৷

তাই চন্দ্রবাবুকে সেন্ট্রাল জেল থেকে সরিয়ে গৃহবন্দি অবস্থায় রাখা হোক ৷ এর সমর্থনে নাইডুর আইনজীবী ভীমা কোরেগাঁও মামলার উদাহরণ তুলে ধরেন ৷ তিনি জানান, 70 বছর বয়সি সমাজকর্মী গৌতম নাভলাখাকে গৃহবন্দি অবস্থায় রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷

তবে অন্ধ্রপ্রদেশ সিআইডি এই আবেদনের বিরোধিতা করেছে ৷ তদন্তকারী সংস্থা চন্দ্রবাবু নাইডুর 15 দিনের জেল হেফাজতে রাখার কথা জানিয়েছে ৷ বর্তমানে তিনি রাজামহেন্দ্রভরম সেন্ট্রাল জেলে বন্দি ৷ রবিবার এসিবি আদালত তাঁকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন: 'চন্দ্রবাবুর গ্রেফতারি সমর্থন করি না', প্রতিহিংসার রাজনীতি দেখছেন মমতা

অন্ধ্রপ্রদেশের স্কিল ডেভেলপমেন্টে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ এর মধ্যে চন্দ্রবাবু নাইডু 371 কোটি টাকার দুর্নীতি করেছেন বলে অভিযোগ ৷

বিজয়ওয়াড়া, 12 সেপ্টেম্বর: প্রাণনাশের হুমকি পাচ্ছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ তাই তেলেগু দেশম পার্টির প্রধানকে গৃহবন্দি অবস্থায় রাখার জন্য বিজয়ওয়াড়ার একটি আদালতে আবেদন জানিয়েছেন চন্দ্রবাবুর আইনজীবীরা ৷ আইনজীবী সিদ্ধার্থ লুথরার নেতৃত্বে বিশেষজ্ঞ আইনজীবীদের দল বিজয়ওয়াড়ার এসিবি আদালতে তাঁর সুরক্ষা ব্যবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ৷

শনিবার, 10 সেপ্টেম্বর ভোর 6টা নাগাদ স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতিতে সিআইডি তাঁকে গ্রেফতার করেছে ৷ রবিবার ভোরে টিডিপি প্রধান চন্দ্রবাবুকে বিজয়ওয়াড়ার একটি আদালতে পেশ করা হয় ৷ 14 দিনের জেল হেফাজতে তিনি এখন রাজামহেন্দ্রভরম সেন্ট্রাল জেলে রয়েছেন ৷ তবে সেখানে তাঁর নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷

অ্যান্টি করাপশন ব্যুরো কোর্টে আইনজীবী সিদ্ধার্থ লুথরা সওয়াল-জবাবে জানান, সেন্ট্রাল জেলে চন্দ্রবাবু নাইডুকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ৷ ওই কারাগারে কুখ্যাত অপরাধীরা রয়েছে ৷ তাই সেখানে অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বন্দি রাখাটা সুরক্ষিত নয় ৷ সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও জানান, চন্দ্রবাবু নাইডু জেড+ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ৷ ন্যাশনাল সিকিউরিটি গার্ডরা তাঁকে পাহারা দেন ৷ 73 বছর বয়সি এই প্রবীণ নেতা ডায়াবেটিসে ভুগছেন ৷ রক্তচাপজনিত সমস্যাও রয়েছে ৷

তাই চন্দ্রবাবুকে সেন্ট্রাল জেল থেকে সরিয়ে গৃহবন্দি অবস্থায় রাখা হোক ৷ এর সমর্থনে নাইডুর আইনজীবী ভীমা কোরেগাঁও মামলার উদাহরণ তুলে ধরেন ৷ তিনি জানান, 70 বছর বয়সি সমাজকর্মী গৌতম নাভলাখাকে গৃহবন্দি অবস্থায় রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷

তবে অন্ধ্রপ্রদেশ সিআইডি এই আবেদনের বিরোধিতা করেছে ৷ তদন্তকারী সংস্থা চন্দ্রবাবু নাইডুর 15 দিনের জেল হেফাজতে রাখার কথা জানিয়েছে ৷ বর্তমানে তিনি রাজামহেন্দ্রভরম সেন্ট্রাল জেলে বন্দি ৷ রবিবার এসিবি আদালত তাঁকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন: 'চন্দ্রবাবুর গ্রেফতারি সমর্থন করি না', প্রতিহিংসার রাজনীতি দেখছেন মমতা

অন্ধ্রপ্রদেশের স্কিল ডেভেলপমেন্টে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ এর মধ্যে চন্দ্রবাবু নাইডু 371 কোটি টাকার দুর্নীতি করেছেন বলে অভিযোগ ৷

Last Updated : Sep 12, 2023, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.