বেঙ্গালুরু, 5 মে: কর্ণাটক হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আবেদন এক আইনজীবীর ৷ বেঙ্গালুরু শহরে 6 ও 7 মে প্রধানমন্ত্রীর একের পর এক নির্বাচনী প্রচার কর্মসূচির বিরুদ্ধে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে এই আবেদন করেছেন আইনজীবী জিআর মোহন ৷ সেখানে তিনি আবেদন করেছেন, আদালত যেন পুরো বিষয়টি নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ৷ উল্লেখ্য, কর্ণাটক হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বেঙ্গালুরু শহরে কোনও মিটিং, মিছিল বা বিক্ষোভ কর্মসূচি করার উপর নিষেধ ৷ শুধুমাত্র ‘ইনডিপেন্ডেন্স পার্কে’ বিক্ষোভ-সহ অন্যান্য রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে ৷
আইনজীবী জিআর মোহন তাঁর আবেদনে জানিয়েছে, 2022 সালের 3 মার্চ কর্ণাটক হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়কে উপেক্ষা করা হচ্ছে ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু শহরের বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রচারে সভা ও মিছিল করবেন ৷ তাই এ নিয়ে আদালতের স্বতঃপ্রণোদিতভাবে জনস্বার্থ মামলা দায়ের করা উচিত বলে রেজিস্ট্রারকে দেওয়া আবেদনে জানানো হয়েছে ৷ উল্লেখ্য, আগামী 6 ও 7 মে বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক প্রচার কর্মসূচি রয়েছে ৷
এই প্রচার কর্মসূচির কারণে, দেশের টেকসিটির ট্রাফিক ব্যবস্থা ব্যাপকভাবে প্রভাবিত হবে বলে রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদনে জানিয়েছেন আইনজীবী জিআর মোহন ৷ 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরু ও তার সংলগ্ন জেলাগুলিতে প্রধানমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি রয়েছে ৷ প্রথম বেঙ্গলুরুতে একটি রোড শো করার কথা ছিল মোদির ৷ কিন্তু, সম্প্রতি সেটা বাড়িয়ে দু’টো করা হয়েছে ৷ শনিবার এবং রবিবার এই তিনটি রোড শো হবে ৷ এর আগে তিনবার এই রোড-শোগুলির সময় পরিবর্তন করা হয়েছে ৷
আরও পড়ুন: কর্ণাটকে তিন দিনের মেগা প্রচার, রোড শো থেকে জনসভা করবেন মোদি
প্রথমে শনিবার 37 কিলোমিটারের রোড শো করার কথা ছিল প্রধানমন্ত্রীর ৷ কিন্তু, আবহাওয়া এবং ট্রাফিকের সমস্যার কারণে রোড শো দু’দিনে ভাগ করে দেওয়া হয়েছে ৷ শনিবার সকালে 10 কিলোমিটার এবং রবিবার সকালে 26.5 কিলোমিটার রোড শো করবেন মোদি ৷ কিন্তু, দেশের টেকসিটি-তে মোদির এই রোড শো-র কারণে ব্যাপক যানজটের সমস্যা দেখা দেবে ৷ ফলে বিভিন্ন আইটি সংস্থার কর্মীদের অফিস পৌঁছতে সমস্যা হবে বলে মনে করা হচ্ছে ৷