ETV Bharat / bharat

Vijay Mallya: 'আমাকে অব্যাহতি দিন !' সুপ্রিম কোর্টে বললেন বিজয় মালিয়ার আইনজীবী - বিজয় মালিয়া

সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়ে সংশ্লিষ্ট মামলা থেকে অব্যাহতি চাইলেন পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার (Vijay Mallya) আইনজীবী ৷ কী কারণে এই পদক্ষেপ করলেন তিনি ?

lawyer appeals to Supreme Court for discharge from Vijay Mallya case
Vijay Mallya: 'আমাকে অব্যাহতি দিন !' সুপ্রিম কোর্টে বললেন বিজয় মালিয়ার আইনজীবী
author img

By

Published : Nov 3, 2022, 4:25 PM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর: মক্কেলের সঙ্গে দীর্ঘদিন কোনও যোগাযোগ নেই ৷ তাই এবার তাঁকে সংশ্লিষ্ট মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক ! বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়ে এই আবেদন করেছেন পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার (Vijay Mallya) আইনজীবী ৷

এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justices D Y Chandrachud) এবং বিচারপতি হিমা কোহলির (Justices Hima Kohli) ডিভিশন বেঞ্চে এই আবেদন করেন বিজয় মালিয়ার আইনজীবী ৷ আদালত তাঁকে নির্দেশ দেয়, লন্ডনে যে বাড়িতে বিজয় মালিয়া এখন থাকেন, সেই বাড়ির ঠিকানা এবং মালিয়ার ব্যক্তিগত ইমেল অ্য়াড্রেস সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারে নথিভুক্ত করতে হবে ৷ এরই প্রেক্ষিতে ওই আইনজীবী জানান, তিনি এই মামলা থেকে অব্যাহতি চান ৷ কারণ, দীর্ঘ সময় হয়ে গেল তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি বিজয় মালিয়া এবং মক্কেলের কাছ থেকে কোনও নির্দেশও পাননি তিনি ৷

আরও পড়ুন: বিজয় মালিয়ার 4 মাসের হাজতবাস, 2000 টাকা জরিমানা; সাজা সুপ্রিম কোর্টের

আইনজীবীর এই আবেদন মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ ৷ ওই আইনজীবীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তিনি এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করে দিতে পারেন ৷ একইসঙ্গে কেন্দ্রকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, বিজয় মালিয়াকে যাতে ভারতে আনা যায়, তা নিশ্চিত করুক সরকার ৷

প্রসঙ্গত, বিজয় মালিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে ৷ স্টেট ব্য়াংকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে মালিয়া অনিয়ম করেছেন বলে দাবি সূত্রের ৷ সেই অভিযোগের ভিত্তিতেই মামলা চলছে শীর্ষ আদালতে ৷ কিন্তু, মালিয়া গা-ঢাকা দিয়েছেন লন্ডনে ৷ যদিও সেখানেও তিনি একেবারে নিরাপদ নন ৷ মালিয়াকে যাতে দেশে ফিরিয়ে আনা যায়, ইতিমধ্যেই সেই চেষ্টা শুরু হয়েছে ৷ এদিকে, মালিয়া দীর্ঘদিন আদালতে উপস্থিত না-হওয়ায় গত জুলাই মাসে ভারতের সুপ্রিম কোর্ট তাঁকে চারমাস সশ্রম কারাদণ্ডের সাজা দেয় ৷ তাঁকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা হয় ৷ কিন্তু তারপরও মালিয়া অধরাই থেকে গিয়েছেন ৷

নয়াদিল্লি, 3 নভেম্বর: মক্কেলের সঙ্গে দীর্ঘদিন কোনও যোগাযোগ নেই ৷ তাই এবার তাঁকে সংশ্লিষ্ট মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক ! বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়ে এই আবেদন করেছেন পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার (Vijay Mallya) আইনজীবী ৷

এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justices D Y Chandrachud) এবং বিচারপতি হিমা কোহলির (Justices Hima Kohli) ডিভিশন বেঞ্চে এই আবেদন করেন বিজয় মালিয়ার আইনজীবী ৷ আদালত তাঁকে নির্দেশ দেয়, লন্ডনে যে বাড়িতে বিজয় মালিয়া এখন থাকেন, সেই বাড়ির ঠিকানা এবং মালিয়ার ব্যক্তিগত ইমেল অ্য়াড্রেস সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারে নথিভুক্ত করতে হবে ৷ এরই প্রেক্ষিতে ওই আইনজীবী জানান, তিনি এই মামলা থেকে অব্যাহতি চান ৷ কারণ, দীর্ঘ সময় হয়ে গেল তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি বিজয় মালিয়া এবং মক্কেলের কাছ থেকে কোনও নির্দেশও পাননি তিনি ৷

আরও পড়ুন: বিজয় মালিয়ার 4 মাসের হাজতবাস, 2000 টাকা জরিমানা; সাজা সুপ্রিম কোর্টের

আইনজীবীর এই আবেদন মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ ৷ ওই আইনজীবীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তিনি এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করে দিতে পারেন ৷ একইসঙ্গে কেন্দ্রকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, বিজয় মালিয়াকে যাতে ভারতে আনা যায়, তা নিশ্চিত করুক সরকার ৷

প্রসঙ্গত, বিজয় মালিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে ৷ স্টেট ব্য়াংকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে মালিয়া অনিয়ম করেছেন বলে দাবি সূত্রের ৷ সেই অভিযোগের ভিত্তিতেই মামলা চলছে শীর্ষ আদালতে ৷ কিন্তু, মালিয়া গা-ঢাকা দিয়েছেন লন্ডনে ৷ যদিও সেখানেও তিনি একেবারে নিরাপদ নন ৷ মালিয়াকে যাতে দেশে ফিরিয়ে আনা যায়, ইতিমধ্যেই সেই চেষ্টা শুরু হয়েছে ৷ এদিকে, মালিয়া দীর্ঘদিন আদালতে উপস্থিত না-হওয়ায় গত জুলাই মাসে ভারতের সুপ্রিম কোর্ট তাঁকে চারমাস সশ্রম কারাদণ্ডের সাজা দেয় ৷ তাঁকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা হয় ৷ কিন্তু তারপরও মালিয়া অধরাই থেকে গিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.