ETV Bharat / bharat

Rijiju On Rahul Gandhi: দেশের সম্মানহানি করছেন রাহুল, সংসদে নিন্দায় সরব রিজিজু - কিরেন রিজিজু

ভারত-বিরোধী শক্তির ভাষা ব্য়বহার করছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ বিদেশে গিয়ে কার্যত দেশের নাম বদনাম করতে চেয়েছিলেন তিনি ৷ বৃহস্পতিবার এই ভাষাতেই খোদ সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধির তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Law Minister Kiren Rijiju) ৷

Etv Bharat
দেশের মানহানি করছেন রাহুল
author img

By

Published : Mar 16, 2023, 4:14 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ: ভারত-বিরোধী শক্তির ভাষা ব্য়বহার করছেন রাহুল গান্ধি ৷ বিদেশে গিয়ে কার্যত দেশের নাম বদনাম করতে চেয়েছিলেন তিনি ৷ বৃহস্পতিবার এই ভাষাতেই সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধির তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷ যদিও লোকসভার বাইরে এদিন সাংবাদিকদের রাহুল বলেন, 'ভারত-বিরোধী আমি কিছুই বলিনি ৷ বিজেপি যদি আমাকে বলতে অনুমতি দেয় তবে সংসদে বলব ৷' ওয়ানাডের সাংসদের এই বক্তব্য়ে অবশ্য় চিঁড়ে ভেজেনি ৷

কেমব্রিজ বিশ্ববিদ্য়ালয়ে রাহুল গান্ধির বক্তব্য়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকেই সংসদে তীব্র আক্রমণের পথে হেঁটেছে বিজেপি ৷ কেন্দ্রীয় শাসক দলের সাংসদদের দাবি, দেশের বিরুদ্ধে যে ভাষায় রাহুল গান্ধি কথা বলেছে তার জন্য় সংসদে (Parliament) প্রকাশ্য়ে তাঁকে ক্ষমা চাইতে হবে ৷ এর পরই লোকসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু কার্যত চাঁচাছোলা ভাষায় কংগ্রেস সাংসদকে তুলোধোনা করেন ৷ তিনি বলেন, 'রাহুল গান্ধি (Rahul Gandhi) বিদেশের মাটিতে দাঁড়িয়ে একের পর এক মিথ্য়া কথা বলছেন ৷ লন্ডনে (London) গিয়ে তিনি দাবি করছেন, তাঁকে সংসদে কথা বলতে দেওয়া হয় না ৷ ভারতে যিনি সবচেয়ে বেশি কথা বলেন তিনিই বিদেশে গিয়ে দাবি করছেন যে তাঁকে কথা বলতে দেওয়া হয় না। দ্বিতীয়ত, এখানে সকলেই দেখেছেন তিনি কীভাবে যাত্রা (ভারত জোড়ো) করেছিলেন ৷ তবুও তিনি বিদেশে গিয়ে বলছেন তাঁকে অনুমতি দেওয়া হচ্ছে না ৷'

  • If Rahul Gandhi says something and Congress gets into trouble because of that, we have nothing to do with it. But if he defames our country, then as the citizens of this country, we can’t be quiet: Kiren Rijiju, Union Minister pic.twitter.com/D8vxGZO7VU

    — ANI (@ANI) March 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ বৈঠকে মোদি

লন্ডনের মাটিতে রাহুলের বক্তব্য়ের একাধিক সাফাই শোনা গিয়েছে কংগ্রেস নেতাদের গলায় ৷ সংসদের ভিতরে এবং বাইরেও কখনও মল্লিকার্জুন খাড়গে তো কখনও অধীর চৌধুরী বার বার রাহুলের বক্তব্য়ের একাধিক ব্য়াখ্য়া দিলেও বিজেপি অবশ্য় কংগ্রেস সাংসদের ক্ষমা চাওয়ার বিষয়ে অনড় ৷ এদিন রিজিজু বলেন, 'রাহুল গান্ধি যে ভাষায় কথা বলেন, সেই ভাষাই ভারতের বিরুদ্ধে কাজও করেন ৷ কারণ তাঁরা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ৷ সংসদে তাঁর ক্ষমা চাওয়া। রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত যে কোনও বিষয় সবার জন্যই উদ্বেগের বিষয়।' কেন্দ্রীয় মন্ত্রীর পাল্টা প্রশ্ন, 'দেশের মানহানি করার অধিকার কারও নেই। মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে কিন্তু এর মানে এই নয় যে তিনি (রাহুল গান্ধি) বিদেশে রাষ্ট্রকে কলঙ্কিত করতে পারে?'

এদিন কেন্দ্রীয় মন্ত্রী কটাক্ষের সুরে জানান, কংগ্রেস পার্টি (Congress Party) যদি মনে করে যে রাহুল গান্ধির কথায় কিছু ভুল নেই, তাহলে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার যোগ্য নয় বলেও মনে করছেন রিজেজু। তিনি বলেন, 'যদি তিনি (রাহুল গান্ধি) তাঁর কাজের মাধ্যমে কংগ্রেসকে ধ্বংস করে দেন, আমাদের তাতে কোনো স্বার্থ নেই। কিন্তু তাঁর কথার মাধ্যমে ভারতের মানহানি করার কোনও অধিকার তাঁর নেই। আমরা এসব সহ্য করব না।'

নয়াদিল্লি, 16 মার্চ: ভারত-বিরোধী শক্তির ভাষা ব্য়বহার করছেন রাহুল গান্ধি ৷ বিদেশে গিয়ে কার্যত দেশের নাম বদনাম করতে চেয়েছিলেন তিনি ৷ বৃহস্পতিবার এই ভাষাতেই সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধির তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷ যদিও লোকসভার বাইরে এদিন সাংবাদিকদের রাহুল বলেন, 'ভারত-বিরোধী আমি কিছুই বলিনি ৷ বিজেপি যদি আমাকে বলতে অনুমতি দেয় তবে সংসদে বলব ৷' ওয়ানাডের সাংসদের এই বক্তব্য়ে অবশ্য় চিঁড়ে ভেজেনি ৷

কেমব্রিজ বিশ্ববিদ্য়ালয়ে রাহুল গান্ধির বক্তব্য়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকেই সংসদে তীব্র আক্রমণের পথে হেঁটেছে বিজেপি ৷ কেন্দ্রীয় শাসক দলের সাংসদদের দাবি, দেশের বিরুদ্ধে যে ভাষায় রাহুল গান্ধি কথা বলেছে তার জন্য় সংসদে (Parliament) প্রকাশ্য়ে তাঁকে ক্ষমা চাইতে হবে ৷ এর পরই লোকসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু কার্যত চাঁচাছোলা ভাষায় কংগ্রেস সাংসদকে তুলোধোনা করেন ৷ তিনি বলেন, 'রাহুল গান্ধি (Rahul Gandhi) বিদেশের মাটিতে দাঁড়িয়ে একের পর এক মিথ্য়া কথা বলছেন ৷ লন্ডনে (London) গিয়ে তিনি দাবি করছেন, তাঁকে সংসদে কথা বলতে দেওয়া হয় না ৷ ভারতে যিনি সবচেয়ে বেশি কথা বলেন তিনিই বিদেশে গিয়ে দাবি করছেন যে তাঁকে কথা বলতে দেওয়া হয় না। দ্বিতীয়ত, এখানে সকলেই দেখেছেন তিনি কীভাবে যাত্রা (ভারত জোড়ো) করেছিলেন ৷ তবুও তিনি বিদেশে গিয়ে বলছেন তাঁকে অনুমতি দেওয়া হচ্ছে না ৷'

  • If Rahul Gandhi says something and Congress gets into trouble because of that, we have nothing to do with it. But if he defames our country, then as the citizens of this country, we can’t be quiet: Kiren Rijiju, Union Minister pic.twitter.com/D8vxGZO7VU

    — ANI (@ANI) March 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ বৈঠকে মোদি

লন্ডনের মাটিতে রাহুলের বক্তব্য়ের একাধিক সাফাই শোনা গিয়েছে কংগ্রেস নেতাদের গলায় ৷ সংসদের ভিতরে এবং বাইরেও কখনও মল্লিকার্জুন খাড়গে তো কখনও অধীর চৌধুরী বার বার রাহুলের বক্তব্য়ের একাধিক ব্য়াখ্য়া দিলেও বিজেপি অবশ্য় কংগ্রেস সাংসদের ক্ষমা চাওয়ার বিষয়ে অনড় ৷ এদিন রিজিজু বলেন, 'রাহুল গান্ধি যে ভাষায় কথা বলেন, সেই ভাষাই ভারতের বিরুদ্ধে কাজও করেন ৷ কারণ তাঁরা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ৷ সংসদে তাঁর ক্ষমা চাওয়া। রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত যে কোনও বিষয় সবার জন্যই উদ্বেগের বিষয়।' কেন্দ্রীয় মন্ত্রীর পাল্টা প্রশ্ন, 'দেশের মানহানি করার অধিকার কারও নেই। মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে কিন্তু এর মানে এই নয় যে তিনি (রাহুল গান্ধি) বিদেশে রাষ্ট্রকে কলঙ্কিত করতে পারে?'

এদিন কেন্দ্রীয় মন্ত্রী কটাক্ষের সুরে জানান, কংগ্রেস পার্টি (Congress Party) যদি মনে করে যে রাহুল গান্ধির কথায় কিছু ভুল নেই, তাহলে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার যোগ্য নয় বলেও মনে করছেন রিজেজু। তিনি বলেন, 'যদি তিনি (রাহুল গান্ধি) তাঁর কাজের মাধ্যমে কংগ্রেসকে ধ্বংস করে দেন, আমাদের তাতে কোনো স্বার্থ নেই। কিন্তু তাঁর কথার মাধ্যমে ভারতের মানহানি করার কোনও অধিকার তাঁর নেই। আমরা এসব সহ্য করব না।'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.