নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর: ল ক্লার্কদের শীর্ষ আদালত প্রতি মাসে 80 হাজার টাকা করে ভাতা দেয়, আর্মি কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেসেরও (ACMS) উচিত কম করে 1 লক্ষ টাকা ভাতা দেওয়া জুনিয়র ডাক্তারদের ৷ এসিএমএস-এর শিক্ষানবিশ চিকিৎসকদের ভাতা দেওয়া সম্পর্কিত এক মামলায় শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই মন্তব্য করেছেন ৷ শিক্ষানবিশ চিকিৎসদের স্টাইপেন্ড দেওয়ার পক্ষে সওয়াল করেছে সুপ্রিম কোর্ট ৷
আর্মি কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেসের (ACMS) মেডিক্যাল পড়ুয়াদের কোনও ভাতা দেওয়া হয় না, এই অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চে এই মামলার শুনানি চলছে ৷ বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র ৷ এদিন মামলার শুনানিতে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের আইনজীবীর কাছে প্রধান বিচারপতি জানতে চান, আর্মি কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেস (ACMS) শিক্ষানবিশ চিকিৎসকদের কোনও ভাতা দেয় না ?
এর জবাবে, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের আইনজীবী আর বালাসুব্রামনিয়াম জানান, এই মেডিক্যাল কলেজটি আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি দ্বারা অলাভজনকভাবে চালানো হয় ৷ এখানে ইন্টার্নরা সেনা জওয়ানদের বাচ্চাদের চিকিৎসা করেন ৷ এর পালটা প্রধান বিচারপতি প্রশ্ন করেন, "কীভাবে কোনও কলেজ বলতে পারে যে তারা শিক্ষানবিশদের কোনও ভাতা দেবে না ?"
জবাবে আইনজীবী আর বালাসুব্রামনিয়াম সুপ্রিম কোর্টকে জানান, এই প্রতিষ্ঠান অর্থিক লাভের উদ্দেশ্যে চালানো হয় না ৷ এরপর প্রধান বিচারপতি বলেন, "এক্ষেত্রে প্রতিষ্ঠানটি আর্থিক লাভের উদ্দেশ্যে চালানো হয় না এই যুক্তি কী দেওয়া যায়? তার মানে এখানে একজন সাফাইকর্মীকেও বিনা বেতনে কাজ করতে হবে ? এটা আপনাদের কাছে সমাজসেবা হতে পরে, কিন্তু তাঁদের কাছে তো বেঁচে থাকার রসদ ৷ আপনি কি বলতে পারেন যে শিক্ষকদের বেতন দেবেন না ?"
আরও পড়ুন: ভার্চুয়াল শুনানি কি এখনও চলছে, সমস্ত হাইকোর্টের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট
এরপরেই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ল কার্কদের 80 হাজার টাকা করে ভাতা দেওয়ার কথাটি বলেন এবং জুনিয়র চিকিৎসকদের 1 লক্ষ টাকা করে ভাতা দেওয়া উচিত বলে মন্তব্য করেন ৷ এর জবাবে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের আইনজীবী আর বালাসুব্রামনিয়াম জানান 22 হাজার টাকা করে ভাতা দেওয়া হয় সরকারি মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খতিয়ে দেখতে হবে ৷ এরপরেই শিক্ষানবিশ চিকিৎসকদের ভাতা দেওয়ার বিষয়ে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কাছে যাবতীয় নথি তলব করে শীর্ষ আদালত ৷ একই সঙ্গে আবেদনকারীদের আইনজীবীর দাবি মতো এদিন শীর্ষ আদালত আর্মি কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেস (ACMS) কে নির্দেশ দিয়েছে আপাতত প্রতি মাসে 25 হাজার টাকা করে মেডিক্যাল ইন্টার্নদের টাকা দিতে ৷ আর্মি কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেস থেকে এমবিবিএস পাশ করা কয়েকজন চিকিৎসক এই মামলাটি করেছিলেন ৷