নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: পাঁচ রাজ্যে ভোটের আগে রাজ্যসভায় কংগ্রেসকে আক্রমণে সদ্য প্রয়াত ভারতরত্ন লতা মঙ্গেশকরের আবেগকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Attacks Congress as Lata's Brother sacked) ৷ তাঁর অভিযোগ, এক সময়ে অল ইন্ডিয়া রেডিয়ো থেকে কিংবদন্তি সঙ্গীতশিল্পীর ভাই হৃদয়নাথ মঙ্গেশকরকে বরখাস্ত (Lata Mangeshkar's Brother Was Fired) করেছিল কংগ্রেস ৷ এপ্রসঙ্গে বলতে দিয়ে মোদি টেনে আনেন অপর প্রয়াত সঙ্গীতশিল্পী কিশোর কুমারের নামও (Kishore Kumar's song banned) ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘জরুরি অবস্থার সময়ে ইন্দিরা গান্ধির সামনে মাথা নোয়াননি বলে রেডিয়ো থেকে ব্যান করে দেওয়া হয়েছিল কিশোরের গান ৷’’
বাজেট অধিবেশনের শুরুতে প্রথামাফিক রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপন বক্তৃতায় লোকসভার পর রাজ্যসভাতেও কংগ্রেসকে তুলোধোনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Attacks Congress)৷ পরিবারতন্ত্র, শিখ হিংসা-সহ নানা ইস্যুতে সোনিয়া গান্ধির দলকে বিঁধেছেন তিনি ৷ আক্রমণের ঝাঁজ বাড়াতে মোদি ছুঁতে চেয়েছেন প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে দেশবাসীর আবেগকে ৷ মোদি বলেছেন, "লতা মঙ্গেশকরজির প্রয়াণে আজ আমরা শোকাহত...তবে আপনাদের জানাই গোয়ায় কংগ্রেসের শাসনকালে তাঁর ভাই হৃদয়নাথ মঙ্গেশকরকে আট দিনের মধ্যে অল ইন্ডিয়া রেডিয়ো থেকে বরখাস্ত করা হয়েছে ৷ কারণ তিনি বীর সাভারকরের কবিতার কয়েকটি স্তবক আবৃত্তি করেছিলেন ৷"
আরও পড়ুন: PM Modi attacks congress over Emergency: কংগ্রেস না থাকলে কী হত...সংসদে তুলোধোনা মোদির
সামনের সপ্তাহেই গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ আর ঠিক এই সময়েই গোয়াবাসীর মনে কংগ্রেসের প্রতি বিদ্বেষ ছড়িয়ে দিতে লতার ভাইকে গোয়ার গর্বিত সন্তান বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "তাঁর দোষ কী ছিল ? তিনি শুধু একবার এআইআর-এ বীর সাভারকরের একটি দেশপ্রেমের কবিতা উপস্থাপনা করেছিলেন ৷" মোদির কথায়, "হৃদয়নাথজি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, একবার তাঁর সাভারকরের সঙ্গে দেখা হয়েছিল ৷ তিনি হৃদয়নাথজিকে বলেছিলেন, 'তুমি কি আমার কবিতা আবৃত্তি করে জেলে যেতে চাও?' তবুও হৃদয়নাথজি আবৃত্তিটি করেন এবং আট দিনের মধ্যে তাঁকে বরখাস্ত করা হয় ৷ কংগ্রেসের কাছে এটাই বাকস্বাধীনতা ৷"
আরও পড়ুন: Modi Attacks Congress-Rahul : নেহরুকে সামনে রেখে রাহুলকে নিশানা মোদির
চলতি মাসেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার আগে পরপর দু‘দিনে সংসদের উভয়কক্ষে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি তুলে আনেন কিংবদন্তি গীতিকার মজরুহ সুলতানপুরীর কথাও ৷ বলেন, ‘‘প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরুদ্ধে সমালোচনা করার জন্য 1949 সালে জেলে পাঠানো হয়েছিল সুলতানপুরীকে ৷’’ কংগ্রেস জরুরি অবস্থার সময় কিশোর কুমারের গান নিষিদ্ধ করেছিল বলে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেছেন, "কিশোর কুমার ইন্দিরা গান্ধির সামনে মাথা নত করেননি, সে জন্য তাঁর গান জরুরি অবস্থার সময় রেডিয়ো থেকে ব্যান করে দেওয়া হয়েছিল ৷"