মুম্বই, 30 জানুয়ারি : করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar recovers from covid) ৷ এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে ৷ লতার শরীরে নিউমোনিয়া সংক্রমণও আর নেই বলেও তিনি জানান ৷
কোভিড সংক্রমণ ধরা পড়ায় গত 8 জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতেলে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে ৷ তবে করোনা থেকে মুক্তি পেলেও এখনও এই হাসপাতালেই ভর্তি রয়েছেন এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী ৷ কোকিলকণ্ঠীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় ছিলেন তাঁর ভক্তরা, এই খবরে তাঁরা অনেকটাই স্বস্তি পাবেন ৷
আরও পড়ুন : স্থিতিশীল, তবে এখনও সঙ্কটমুক্ত নন গীতশ্রী
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, লতা মঙ্গেশকরের চিকিৎসা যিনি করছেন সেই চিকিৎসক তাঁকে জানিয়েছেন, বর্তমানে অনেকটাই সুস্থ তিনি ৷ প্রথমে ভেন্টিলেটরের প্রয়োজন হলেও 15 দিন পর থেকে আর তাঁর এটার প্রয়োজন হচ্ছে না ৷ তবে লতা মঙ্গেশকরকে এখনও অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে ৷ তিনি চোখ খুলেছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন ৷ শারীরিক দুর্বলতা ও কিছু সমস্যা এখনও থাকলেও আগের তুলনায় অনেকটাই সুস্থ তিনি ৷