নয়াদিল্লি, 13 জুলাই : মধ্যপ্রদেশে একধাক্কায় অনেকটা বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা ৷ যেখানে গত 24 ঘণ্টায় মধ্যপ্রদেশ সরকারের প্রকাশিত মৃত্যুর সংখ্যা 1478 ৷ তবে, করোনায় এই মৃত্যু একদিনে নয় ৷ গত 30 জুন পর্যন্ত মধ্যপ্রদেশের মৃত্যুর পুনর্মূল্যায়নের পর সংখ্যা বেড়েছে ৷ জানা গিয়েছে, মধ্যপ্রদেশে 30 জুন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা চেপে দেওয়া হয়েছিল ৷ যা নিয়ে মধ্যপ্রদেশ সরকারের তরফে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছিল ৷ যার পরেই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে ৷ আর তার ফলে গত 24 ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা 2020 হয়ে গিয়েছে ৷
মধ্যপ্রদেশের দৈনিক করোনা সংক্রান্ত তথ্য ‘সার্থক’ নামে তাদের সরকারি ওয়েবসাইটে তুলতে হয় জেলা স্বাস্থ্য দফতরকে ৷ কিন্তু, অভিযোগ উঠেছিল মধ্যপ্রদেশের একাধিক জেলার স্বাস্থ্য দফতর থেকে মৃত্যু পরিসংখ্যান তাদের সরকারি ওয়েবসাইটে তোলা হয়নি ৷ গত 26 জুন মধ্যপ্রদেশ স্বাস্থ্য দফতর থেকে জেলা প্রশাসনকে এ নিয়ে চিঠি দেওয়া হয় ৷ যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল, 30 জুন পর্যন্ত যত মৃত্যু সার্থক ওয়েবসাইটে তোলা হয়নি ৷ সেগুলিকে দ্রুত পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে হবে ৷ প্রসঙ্গত, মধ্যপ্রদেশ সরকারের এই তৎপরতা দেখা গিয়েছিল, ন্যাশনাল হেলথ মিশনের ডিরেক্টরের তরফে একটি নির্দেশিকা জারি করার পর ৷
আরও পড়ুন : করোনামুক্ত বেনারসের গঙ্গা, ভাইরাসের চিহ্ন গোমতীতে
প্রসঙ্গত, 1478 জনের করোনায় মৃত্যুর পরিসংখ্যান বাড়ায় মধ্যপ্রদেশে করোনায় মৃত্যুর সংখ্যা 10 হাজার 506 হয়ে গেছে ৷ যা গত রবিবার পর্যন্ত 9 হাজার 27 ছিল ৷ তবে, এত বড় গাফিলতি কেন হল ? এই প্রশ্নের উত্তরে মধ্যপ্রদেশ স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে কোনও করোনা রোগীর মৃত্যু হলে, অধিকাংশ ক্ষেত্রে সেই মৃত্যুগুলি সার্থক ওয়েবসাইটে তোলা হয় না ৷ বিশেষ করে যাঁরা হোম আইসোলেশনে থাকাকালীন মারা গিয়েছেন, তাঁদের মৃত্যুগুলিও অনেক পরে সরকারের কাছে নথিভুক্ত হয়েছে ৷ এর ফলে স্বাভাবিকভাবেই করোনায় মৃত্যুর একটা বড় সংখ্যা সার্থক ওয়েবসাইটে তোলা সম্ভব হয়নি ৷ এ নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান আজ পর্যালোচনা বৈঠকে বসেন ৷ যেখানে মধ্যপ্রদেশের বিরুদ্ধে করোনায় মৃত্যুর সংখ্যা চেপে রাখার অভিযোগ নিয়ে আলোচনা হয় ৷ যার তীব্র নিন্দা করে আধিকারিকদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : Coronavirus India: সংক্রমণ কমলেও দেশে 2 হাজার উপরে দৈনিক মৃত্যু
তবে, করোনায় মৃত্যুর সঠিক পরিসংখ্যান সমানে না আসার ঘটনা এই প্রথম নয় ৷ এর আগে মহারাষ্ট্র এবং বিহারেও একই ঘটনা ঘটেছিল ৷ মহারাষ্ট্রে একদিনে মৃত্যুর সংখ্যা প্রায় 10 হাজারের বেশি হয়ে গিয়েছিল ৷ কারণ, নাগপুর, পুণে-সহ মহারাষ্ট্রের প্রায় 6টি জেলার দু’সপ্তাহের করোনায় মৃত্যুর পরিসংখ্যানের একটা বড় অংশ স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে তোলা হয়নি ৷ বিহারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল ৷