নয়াদিল্লি, 8 জুন : গত 24 ঘণ্টায় ভারতে 5 হাজার 233 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন (Last 24 Hours 5233 New Cases Reported in India) ৷ এই সময়ের মধ্যে মারা গিয়েছেন 7 জন করোনা আক্রান্ত রোগী ৷ বুধবার স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তরফে জারি করা বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ৷
ওই বিবৃতি অনুযায়ী, গত 24 ঘণ্টায় ভারতে করোনা থেকে সেরে উঠেছেন 3 হাজার 345 জন ৷ এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 28 হাজার 857 জন ৷ মঙ্গলবার দেশে করোনা রোগীর সংখ্যা 3 হাজার 714 জন বৃদ্ধি পেয়েছিল ৷ ওই দিনও সাতজনের মৃত্যু এই ভাইরাসজনিত কারণে হয়েছিল ৷
নতুন করে করোনা সংক্রমণ (Covid Infection) বৃদ্ধি পেতে থাকায়, তা উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ৷ তার উপর প্রতিবারের মতো এবারও মুম্বইয়ের সংক্রমণের (Covid Infection in Mumbai) চিত্রটা দেশের অন্য অনেক অংশের তুলনায় কিছুটা হলেও বেশি ৷ মঙ্গলবার বাণিজ্য নগরীতে নতুন করে 1 হাজার 242 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ সোমবার এই সংখ্যাটা ছিল 676 ৷ ফলে বোঝাই যাচ্ছে যে 24 ঘণ্টায় মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুন হয়ে গিয়েছে ৷
এদিকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে করোনা আক্রান্তের মোট সংখ্যার 0.07 শতাংশ মানুষ এখন এই ভাইরাসের শিকার হয়ে রয়েছেন ৷ জাতীয়স্তরে করোনা থেকে সেরে উঠেছেন 98.72 শতাংশ রোগী ৷
তাছাড়া এখন দৈনিক করোনা পজিটিভিটির হার 1.67 শতাংশ ৷ আর সাপ্তাহিক পজিটিভিটির হার 1.12 শতাংশ ৷ মৃত্যুর হার এখন 1.21 শতাংশ ৷
এদিকে করোনা থেকে মুক্তি দিতে গত প্রায় দেড় বছর ধরে দেশজুড়ে কোভিডের প্রতিষেধক (Covid Vaccine) দেওয়ার কাজ শুরু হয় ৷ এখনও পর্যন্ত 194.43 কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল 4 হাজার, বাড়ল সংক্রমণের হার