বারামুলা, 31 জুলাই: সেনা, আধাসেনা ও পুলিশের যৌথ অভিযানে বারামুলায় খতম এক লস্কর-ই-তইবার (Lashkar E Taiba) জঙ্গি ৷ তবে, ওই জঙ্গির সঙ্গে সংঘর্ষে 2 জওয়ান এবং এক পুলিশকর্মী আহত হয়েছেন (Lashkar Terrorist Killed while Two Soldiers and A Policeman Injured in Baramulla Encounter) ৷ মৃত লস্কর জঙ্গির নাম ইরশাদ হুসেন ভাট ৷ সে বারামুলার পাট্টানের বাসিন্দা ৷ 2022 এর মে মাস থেকে লস্করের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে ৷
এ দিন বারামুলার কেরির এলাকার ওয়ানিগাম বালা গ্রামে সেনা, আধাসেনা ও পুলিশের যৌথ তল্লাশি অভিযানের সময় ওই জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে জানা গিয়েছে ৷ সেই সময়ই 2 জওয়ান এবং 1 পুলিশকর্মী আহত হন ৷ তাঁদের প্রাণের আশঙ্কা নেই বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷
বারামুলার কেরির এলাকার ওয়ানিগাম বালা গ্রামে ওই জঙ্গি আত্মগোপন করে রয়েছে - বিশেষ সূত্র মারফত সেই খবর পেয়ে সেনা, আধাসেনা ও পুলিশের তরফে যৌথ তল্লাশি অভিযান চালানো হয় ৷ জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, তল্লাশি অভিযানে যৌথবাহিনীর সদস্যরা সন্দেহজনক এলাকা চিহ্নিত করে, সেদিকে এগোতে শুরু করে ৷ তবে, আত্মগোপন করে থাকা লস্কর-ই-তইবা জঙ্গি আড়াল থেকে প্রথমে গুলি চালাতে থাকে বাহিনীকে লক্ষ্য করে ৷ ফলে, বাধ্য হয়ে পালটা গুলি চালাতে হয় বাহিনীকে ৷ প্রাথমিক এনকাউন্টারের পর 2 জওয়ান এবং 1 পুলিশকর্মী গুলিবিদ্ধ হন ৷ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসার পর তাঁরা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: কুলগামে এনকাউন্টার, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম 2 জঙ্গি
পুলিশ জানিয়েছে, মৃত জঙ্গির কাছ থেকে বেশকিছু সন্ত্রাসবাদী কার্যকলাপের সামগ্রী পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরকও উদ্ধার হয়েছে ৷ একটি একে-47 রাইফেল, 3টি একে-ম্যাগাজিন, 7 রাউন্ড একে বুলেট, একটি পাউচ ও ব্যাগ উদ্ধার করে বাহিনীর সদস্যরা ৷ পরবর্তী তদন্তের জন্য বাহিনীর তরফে উদ্ধার হওয়া সব জিনিসপত্রের একটি কেসরেকর্ড তৈরি হয়েছে ৷