নয়াদিল্লি, 19 অগস্ট : রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী (Minister of External Affairs) এস জয়শঙ্কর (S Jaishankar) ৷ তিনি বলেন, "কোভিডের ক্ষেত্রে যা সত্য, সন্ত্রাসের ক্ষেত্রেও সেটাই সত্য ৷ আমরা সবাই সুরক্ষিত না হওয়া পর্যন্ত কেউ সুরক্ষিত নই ৷" একইসঙ্গে তিনি লস্কর-ই-তইবা (Lashkar-E-Taiba) এবং জইশ-ই মহম্মদ (Jaish-E-Mohammed) জঙ্গি গোষ্ঠীর নাম নিয়ে বলেন, "এই জঙ্গি গোষ্ঠীগুলি কোনও শাস্তি পায়নি ৷ তারা বরং উৎসাহ পাচ্ছে ৷"
এদিন পাকিস্তানের (Pakistan) নাম না করে ভারতের বিদেশমন্ত্রী বলেন, কিছু দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সম্মিলিত সংকল্পকে নষ্ট করতে চাইছে ৷ তাদের দ্বৈত ভূমিকা সন্ত্রাসবাদকে নির্মূল করতে দিচ্ছে না ৷ তিনি বলেন, "আমরা দেখছি যাদের হাতে নিরীহ মানুষের রক্ত লেগে রেয়েছে, তাদের অতিথি করে রাখা হচ্ছে ৷" এর পরই জয়শঙ্কর বলেন, "লস্কর-ই-তইবা এবং জইশ-ই মহম্মদের মতো জঙ্গি গোষ্ঠীগুলি কোনও শাস্তি তো পায়ইনি ৷ উল্টে তারা উৎসাহ পাচ্ছে ৷"
আরও পড়ুন: Afghanistan: প্রতিবাদ মিছিলে এলোপাথাড়ি গুলি তালিবানের, মৃত বহু
বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মঞ্চে দ্ব্যর্থহীন ভাষায় এস জয়শঙ্কর বলেন, "কোনও যুক্তিতেই সন্ত্রাসবাদকে মেনে নেওয়া যায় না ৷ আমরা এতদিনে এটাও বুঝতে পেরেছি যে সন্ত্রাসবাদের সঙ্গে কোনও ধর্ম, জাতি বা জাতিগত গোষ্ঠীর সম্পর্ক নেই ৷"