ETV Bharat / bharat

Amreen Bhat Shot Dead : বদগামে টেলি-তারকার বাড়িতে ঢুকে গুলি, লস্কর-ই-তইবা জঙ্গি হানায় মৃত আমরিন ভাট - লস্কর ই তইবা

একের পর এক জঙ্গিহামলা চলছে ৷ প্রাণ যাচ্ছে সাধারণ নাগরিকের ৷ বুধবার জম্মু ও কাশ্মীরের টেলি তারকা আমরিন ভাট মারা গেলেন লস্কর-ই-তইবার গুলিতে ৷ জখম হয়েছে তাঁর 10 বছরের আত্মীয় (Amreen Bhat Shot Dead in Budgam) ৷

Jammu and Kashmir TV artist Amreen Bhat
জম্মু ও কাশ্মীরের টেলি তারকা আমরিন ভাট
author img

By

Published : May 26, 2022, 8:36 AM IST

শ্রীনগর, 26 মে : জঙ্গি হামলায় প্রাণ হারালেন টেলি তারকা ৷ বুধবার সন্ধে নাগাদ জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার হাশুরা চাদুরা এলাকায় 3 জন লস্কর-ই-তইবা জঙ্গিদের গুলিতে মারা যান আমরিন ভাট ৷ জখম হয়েছেন তাঁর আত্মীয় 10 বছরের ফারহান জুবের, জানিয়েছে পুলিশ (Lashkar-e-Taiba terror attack kills TV artist Amreen Bhat in Budgam) ৷

পুলিশের এক মুখপাত্র বলেন, "বুধবার 7.55 নাগাদ বদগামের হাশুরা চাদুরা (Hashoora Chadoora) এলাকায় একটি জঙ্গি হানার খবর পায় পুলিশ ৷ তারা এক মহিলা এবং তাঁর আত্মীয়কে লক্ষ্য করে গুলি চালায় ৷ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷" প্রাথমিক তদন্ত অনুযায়ী, জঙ্গিরা আমরিন ভাটের বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে ৷

আরও পড়ুন : Pulwama Encounter : পুলওয়ামা এনকাউন্টারে পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িত দুই জঙ্গি নিকেশ

পুলিশের মুখপাত্র জানান, 10 বছরের ছেলেটির হাতে গুলি লেগেছে এবং তার অবস্থা স্থিতিশীল ৷ পুরো জায়াগাটি ঘিরে ফেলা হয়েছে ৷ তল্লাশি অভিযান চলছে ৷ একটি মামলাও দায়ের করা হয়েছে ৷

  • Three terrorists of proscribed terror outfit LeT were involved in this heinous terror incident. Area has been cordoned off and search started. Case registered and investigation on.@JmuKmrPolice

    — Kashmir Zone Police (@KashmirPolice) May 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ৷ তিনি বলেন, "বাদগামের এই জঘন্য ঘটনার নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয় ৷ আমরিন ভাটের পরিবারের জন্য আমরা গভীর সমবেদনা রইল৷ তাঁর আত্মীয় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠক, এই প্রার্থনা করি ৷ সীমান্ত দিয়ে জঙ্গিরা দেশে ঢুকে একটা চক্রান্ত চালাচ্ছে ৷ এটা ধ্বংস করতে আমরা বদ্ধপরিকর ৷"

শ্রীনগর, 26 মে : জঙ্গি হামলায় প্রাণ হারালেন টেলি তারকা ৷ বুধবার সন্ধে নাগাদ জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার হাশুরা চাদুরা এলাকায় 3 জন লস্কর-ই-তইবা জঙ্গিদের গুলিতে মারা যান আমরিন ভাট ৷ জখম হয়েছেন তাঁর আত্মীয় 10 বছরের ফারহান জুবের, জানিয়েছে পুলিশ (Lashkar-e-Taiba terror attack kills TV artist Amreen Bhat in Budgam) ৷

পুলিশের এক মুখপাত্র বলেন, "বুধবার 7.55 নাগাদ বদগামের হাশুরা চাদুরা (Hashoora Chadoora) এলাকায় একটি জঙ্গি হানার খবর পায় পুলিশ ৷ তারা এক মহিলা এবং তাঁর আত্মীয়কে লক্ষ্য করে গুলি চালায় ৷ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷" প্রাথমিক তদন্ত অনুযায়ী, জঙ্গিরা আমরিন ভাটের বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে ৷

আরও পড়ুন : Pulwama Encounter : পুলওয়ামা এনকাউন্টারে পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িত দুই জঙ্গি নিকেশ

পুলিশের মুখপাত্র জানান, 10 বছরের ছেলেটির হাতে গুলি লেগেছে এবং তার অবস্থা স্থিতিশীল ৷ পুরো জায়াগাটি ঘিরে ফেলা হয়েছে ৷ তল্লাশি অভিযান চলছে ৷ একটি মামলাও দায়ের করা হয়েছে ৷

  • Three terrorists of proscribed terror outfit LeT were involved in this heinous terror incident. Area has been cordoned off and search started. Case registered and investigation on.@JmuKmrPolice

    — Kashmir Zone Police (@KashmirPolice) May 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ৷ তিনি বলেন, "বাদগামের এই জঘন্য ঘটনার নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয় ৷ আমরিন ভাটের পরিবারের জন্য আমরা গভীর সমবেদনা রইল৷ তাঁর আত্মীয় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠক, এই প্রার্থনা করি ৷ সীমান্ত দিয়ে জঙ্গিরা দেশে ঢুকে একটা চক্রান্ত চালাচ্ছে ৷ এটা ধ্বংস করতে আমরা বদ্ধপরিকর ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.