ETV Bharat / bharat

Chandrayaan 3 Moon Landing: চাঁদে ধুলোর আস্তরণ ! কাজ শুরু করতে 4 ঘণ্টারও বেশি অপেক্ষা করেছিল রোভার - কাজ শুরু করতে 4 ঘণ্টারও বেশি অপেক্ষা করেছিল রোভার

এখন চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যের আলো রয়েছে ৷ সেই আলোয় রোভার আর ল্যান্ডার কাজ করতে পারবে ৷ 14 দিন পরে সেখানে আঁধার নামবে ৷ তখন কাজকর্ম বন্ধ রাখতে হবে যন্ত্রগুলিকে ৷

ETV Bharat
চাঁদের মাটিতে চন্দ্রযান-3
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 10:55 AM IST

Updated : Aug 25, 2023, 11:06 AM IST

বেঙ্গালুরু, 25 অগস্ট: চারিদিক ধুলোয় ধুলো ! তাই চাঁদে নেমেও কমবেশি 4 ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল রোভার প্রজ্ঞানকে ৷ বুধবার সন্ধ্যা 6.04 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান-3 ৷ তারপর প্রামাণিক সময় আনুমানিক রাত 10টা নাগাদ ল্যান্ডার বিক্রমের দরজা খোলে এবং চন্দ্রপৃষ্ঠে নেমে আসে স্বয়ংক্রিয় রোভার ৷ চাঁদের যে অংশে চন্দ্রযান নেমেছিল সেখানে কার্যত ধুলোর ঝড় উঠেছিল ৷ আর তার জেরে রোভারের পক্ষে চাঁদের জমিতে পা রাখা সহজ ছিল না ৷

এই দীর্ঘ সময় অপেক্ষার শেষে চাঁদের মাটিতে নামার পরও কাজের জন্য তৈরি হতে আরও বেশ খানিকটা সময় লেগেছে বলে জানা গিয়েছে ৷ সবশেষে বুধবার রাত 11.15 মিনিটে কাজের জন্য পুরোপুরি তৈরি হয় রোভার ৷ তারপর কাজ শুরু করে প্রজ্ঞান ৷ এখন সে দিব্য হেঁটে চলেছে চাঁদের মাটিতে ৷ তথ্য সংগ্রহ করছে ৷ এই বিষয়টি নিশ্চিত করে জানালেন নেহরু প্ল্যানেটরিয়ামের বিজ্ঞানী আনন্দ ৷

আরও পড়ুন: চাঁদে গিয়েছিলেন রাকেশ রোশন ! মমতার স্লিপ অফ টাং-এ ট্রোলের বন্যা সোশালে

এখন ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান দু'জনে মিলে চাঁদের মাটির পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে তথ্য সংগ্রহের কাজ করছে ৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী 14 দিন ধরে রোভারের মধ্যে থাকা দু'টি বৈজ্ঞানিক যন্ত্র এবং ল্যান্ডারের ভিতরে 4টি যন্ত্র গবেষণা করবে ৷ সূর্যের রশ্মি এই এলাকায় থাকে মাত্র 14 দিন ৷ এদিকে ল্যান্ডার আর রোভারে সোলার প্যানেল লাগানো আছে ৷ এর ফলে সূর্যের থেকে শক্তি সংগ্রহ করে তারা কাজ চালিয়ে যেতে পারবে ৷

রোভার প্রজ্ঞানের কাজ চাঁদের মাটির রাসায়নিক ও খনিজ অস্তিত্ব খোঁজা ৷ এই সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করা ৷ ল্যান্ডারের 4টি যন্ত্র মাটির তাপমাত্রা, তার মধ্যে ক্রিস্টাল বা স্ফটিক আকৃতির কিছু আছে কি না এবং সামগ্রিকভাবে মাটির ধরন- এই সবকিছু পরীক্ষা করে দেখা হবে ৷

তথ্য পাঠানোর কাজ: বিজ্ঞানী আনন্দ ব্যাখ্যা করেন, প্রথমত, চাঁদের মাটি থেকে সংগৃহীত তথ্যগুলি রোভারের থেকে ল্যান্ডারের কাছে যাবে ৷ সেখান থেকে তা ইসরোর বিজ্ঞানীদের কাছে পৌঁছবে ৷ ইসরো থেকেও ঠিক একইভাবে প্রথমে ল্যান্ডারের কাছে তথ্য যাবে ৷ তারপর সেখান থেকে রোভার পাবে ৷

আরও পড়ুন: ছোট্ট সোনা বিজ্ঞানী হয়ে গেল, কৌশিকের সাফল্যে উচ্ছ্বসিত ‘রত্নগর্ভা’ মা

14 দিন পর সাময়িকভাবে বন্ধ হবে কাজকর্ম। রোভার প্রতি ঘণ্টায় কয়েক মিটার দূরত্ব অতিক্রম করতে পারে ৷ চাঁদে প্রথম 14 দিনে প্রজ্ঞান কয়েকশো মিটার পথ যেতে পারবে ৷ কিন্তু এরপর চাঁদের এই অঞ্চলে অন্ধকার নেমে আসবে ৷ তখন কাজকর্ম শিকেয় উঠবে ৷ তখন আর ল্যান্ডার-রোভার কেউ কিছু করতে পারবে না ৷ আবার যখন সূর্যের আলো পড়বে তখন তারা সক্রিয় হবে ৷ যতক্ষণ পর্যন্ত এই যন্ত্রগুলি কাজ করছে, ততক্ষণই তথ্য পাঠানো যাবে ৷

বেঙ্গালুরু, 25 অগস্ট: চারিদিক ধুলোয় ধুলো ! তাই চাঁদে নেমেও কমবেশি 4 ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল রোভার প্রজ্ঞানকে ৷ বুধবার সন্ধ্যা 6.04 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান-3 ৷ তারপর প্রামাণিক সময় আনুমানিক রাত 10টা নাগাদ ল্যান্ডার বিক্রমের দরজা খোলে এবং চন্দ্রপৃষ্ঠে নেমে আসে স্বয়ংক্রিয় রোভার ৷ চাঁদের যে অংশে চন্দ্রযান নেমেছিল সেখানে কার্যত ধুলোর ঝড় উঠেছিল ৷ আর তার জেরে রোভারের পক্ষে চাঁদের জমিতে পা রাখা সহজ ছিল না ৷

এই দীর্ঘ সময় অপেক্ষার শেষে চাঁদের মাটিতে নামার পরও কাজের জন্য তৈরি হতে আরও বেশ খানিকটা সময় লেগেছে বলে জানা গিয়েছে ৷ সবশেষে বুধবার রাত 11.15 মিনিটে কাজের জন্য পুরোপুরি তৈরি হয় রোভার ৷ তারপর কাজ শুরু করে প্রজ্ঞান ৷ এখন সে দিব্য হেঁটে চলেছে চাঁদের মাটিতে ৷ তথ্য সংগ্রহ করছে ৷ এই বিষয়টি নিশ্চিত করে জানালেন নেহরু প্ল্যানেটরিয়ামের বিজ্ঞানী আনন্দ ৷

আরও পড়ুন: চাঁদে গিয়েছিলেন রাকেশ রোশন ! মমতার স্লিপ অফ টাং-এ ট্রোলের বন্যা সোশালে

এখন ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান দু'জনে মিলে চাঁদের মাটির পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে তথ্য সংগ্রহের কাজ করছে ৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী 14 দিন ধরে রোভারের মধ্যে থাকা দু'টি বৈজ্ঞানিক যন্ত্র এবং ল্যান্ডারের ভিতরে 4টি যন্ত্র গবেষণা করবে ৷ সূর্যের রশ্মি এই এলাকায় থাকে মাত্র 14 দিন ৷ এদিকে ল্যান্ডার আর রোভারে সোলার প্যানেল লাগানো আছে ৷ এর ফলে সূর্যের থেকে শক্তি সংগ্রহ করে তারা কাজ চালিয়ে যেতে পারবে ৷

রোভার প্রজ্ঞানের কাজ চাঁদের মাটির রাসায়নিক ও খনিজ অস্তিত্ব খোঁজা ৷ এই সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করা ৷ ল্যান্ডারের 4টি যন্ত্র মাটির তাপমাত্রা, তার মধ্যে ক্রিস্টাল বা স্ফটিক আকৃতির কিছু আছে কি না এবং সামগ্রিকভাবে মাটির ধরন- এই সবকিছু পরীক্ষা করে দেখা হবে ৷

তথ্য পাঠানোর কাজ: বিজ্ঞানী আনন্দ ব্যাখ্যা করেন, প্রথমত, চাঁদের মাটি থেকে সংগৃহীত তথ্যগুলি রোভারের থেকে ল্যান্ডারের কাছে যাবে ৷ সেখান থেকে তা ইসরোর বিজ্ঞানীদের কাছে পৌঁছবে ৷ ইসরো থেকেও ঠিক একইভাবে প্রথমে ল্যান্ডারের কাছে তথ্য যাবে ৷ তারপর সেখান থেকে রোভার পাবে ৷

আরও পড়ুন: ছোট্ট সোনা বিজ্ঞানী হয়ে গেল, কৌশিকের সাফল্যে উচ্ছ্বসিত ‘রত্নগর্ভা’ মা

14 দিন পর সাময়িকভাবে বন্ধ হবে কাজকর্ম। রোভার প্রতি ঘণ্টায় কয়েক মিটার দূরত্ব অতিক্রম করতে পারে ৷ চাঁদে প্রথম 14 দিনে প্রজ্ঞান কয়েকশো মিটার পথ যেতে পারবে ৷ কিন্তু এরপর চাঁদের এই অঞ্চলে অন্ধকার নেমে আসবে ৷ তখন কাজকর্ম শিকেয় উঠবে ৷ তখন আর ল্যান্ডার-রোভার কেউ কিছু করতে পারবে না ৷ আবার যখন সূর্যের আলো পড়বে তখন তারা সক্রিয় হবে ৷ যতক্ষণ পর্যন্ত এই যন্ত্রগুলি কাজ করছে, ততক্ষণই তথ্য পাঠানো যাবে ৷

Last Updated : Aug 25, 2023, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.