পটনা, 26 অক্টোবর : আসন্ন উপনির্বাচনের (Bye-election) আগে দীর্ঘদিন পর রাজনীতিতে তাঁর গলা শোনা গেল ৷ জ্বালানির মূল্যবৃদ্ধি-সহ বিরোধী নীতীশ কুমারকে (Nithish Kumar) নিয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় জনতা দলের (Rashtriya Janata Dal, RJD) প্রধান লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ৷
সাম্প্রতিক জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তিনি সংবাদমাধ্যমে বলেন, "জ্বালানির দাম বেড়ে চলেছে ৷ ডিজেলের দাম তো ঘিয়ের থেকেও বেশি ৷ সরষের তেলের দাম বাড়ছে ৷ সরষের তেল ছাড়া মানুষ কী ভাবে রান্না করবে ৷" জ্বালানির পাশাপাশি সব জিনিসের দাম বাড়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন লালুপ্রসাদ ৷
আরও পড়ুন : Tej Pratap Yadav : দিল্লিতে ‘আটক’ লালুপ্রসাদ, তেজপ্রতাপের নিশানায় তেজস্বী
পাশাপাশি মঙ্গলবার লালুপ্রসাদ জানিয়েছেন, কুশেশ্বর আস্থান (Kusheshwar Asthan) ও তারাপুরে প্রচারে যাবেন তিনি ৷ বলেন, "আমায় আটকে রাখার জন্য আর অসুস্থ শরীরের কারণে আমি দুটো নির্বাচনে অংশ নিতে পারিনি ৷ বিহারের ভালবাসা আমায় সুস্থ করেছে ৷ আমি 27 অক্টোবর কুশেশ্বর আস্থান আর তারাপুর প্রচারে যাব ৷" ছেলে তেজস্বী যাদব (Tejashwi Yadav) দু'জায়গাতেই এনডিএ (National Democratic Alliance) সরকারের বিরুদ্ধে জোরদার প্রচার চালাচ্ছে ৷ তাঁর পার্টি এই উপনির্বাচনে বড়সড় ব্যবধানে জিততে চলেছে, ভবিষ্যদ্বাণী আরজেডি প্রধানের ৷